নিজস্ব প্রতিবেদক
ঢাকা: এলএসডির (লাইসার্জিক অ্যাসিড ডাইথ্যালামাইড) পর দেশে প্রায় একই প্রকৃতির আরেকটি নতুন মাদক উদ্ধার করা হয়েছে। এর নাম ডিএমটি বা ডায়েমেথিল ট্রাইপ্টেমিন। নতুন এই মাদকটি দেশে প্রথমবারের মতো উদ্ধার হয়েছে। দীর্ঘদিন গোয়েন্দা নজরদারি ও তদন্তের ভিত্তিতে গত শনিবার রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর তেজগাঁও এলাকা থেকে নিষিদ্ধ মাদক এলএসডি ও ডিএমটিসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তারের পর এসব তথ্য জানিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-২)।
গ্রেপ্তারকৃতরা হলেন, সৈয়দ মঈন উদ্দিন আহমেদ ওরফে শাদাব (২৯), মো. আব্রাহাম জোনায়েদ তাহের (২৫), স্বপ্নীল হোসেন (২২) ও সিমিয়ন খন্দকার (২৩)। গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ৬০০ মিলিগ্রাম ডিএমটি উদ্ধার করা হয়। এ ছাড়াও ৪০ ব্লট এলএসডি, ৬২ গ্রাম আমেরিকান ক্যানাবিজ এবং মাদক সেবনের বিভিন্ন সরঞ্জামাদি জব্দ করা হয়েছে।
আজ রোববার দুপুরে রাজধানীর কারওয়ান বাজার র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান র্যাব-২ এর অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল খন্দকার সাইফুল আলম।
লেফটেন্যান্ট কর্নেল খন্দকার সাইফুল আলম বলেন, ‘বিদেশে পড়ালেখা করার সময় সম্ভ্রান্ত পরিবারের সন্তানরা বিভিন্ন ধরনের মাদক গ্রহণের সঙ্গে জড়িয়ে পড়ছে। কেউ থাইল্যান্ডে গিয়ে নতুন মাদক ডিএমটি’তে আসক্ত হচ্ছে, কেউ আবার লন্ডনে গিয়ে এলএসডি সেবনে আসক্ত হচ্ছে। পড়াশোনা শেষে দেশে ফিরলেও পোস্টাল সার্ভিসের মাধ্যমে দেশে আমদানি করছে এলএসডি ও ডিএমটি।’
র্যাব কর্মকর্তা খন্দকার সাইফুল আলম বলেন, ‘সৈয়দ মঈন উদ্দিন আহমেদ শাদাব থাইল্যান্ডে বিবিএ পড়ার সময় বিশ্ববিদ্যালয়ের বন্ধুদের সঙ্গে এলএসডি ও ডিএমটি মাদকে আসক্ত হয়ে পড়ে। পরবর্তীতে বাংলাদেশে এসেও ওই মাদক গ্রহণ ও সংগ্রহ অব্যাহত রাখে। শাদাব মূলত এই ড্রাগ বিদেশ থেকে বিভিন্ন পোস্টাল সার্ভিসের মাধ্যমে নিয়ে আসে এবং বাংলাদেশে নিজে গ্রহণ ও বিক্রি করে।’
ৎতিনি আরও বলেন, ‘আব্রাহাম জোনায়েদ তাহের উচ্চশিক্ষার জন্য ইংল্যান্ডে যাওয়ার পর সেখানে সে নিয়মিত এলএসডি ও ডিএমটি গ্রহণ করত। ২০২০ সালে বাংলাদেশে ফেরত আসে এবং বাংলাদেশে নিয়মিত এলএসডি ও ডিএমটি গ্রহণ ও বিক্রি করে।’
এই র্যাব কর্মকর্তা বলেন, ‘সম্প্রতি মাদক চোরাকারবারি ও মাদকসেবীরা প্রতিনিয়ত নতুন নতুন পন্থা অবলম্বন করছে। বিশেষ করে বাংলাদেশে প্রচলিত নয় কিন্তু বিভিন্ন উন্নত দেশে প্রচলিত এমন কিছু মাদকের ব্যবহার বাংলাদেশে দেখা যাচ্ছে এবং ধীরে ধীরে আমাদের যুবসমাজও এতে আসক্ত হচ্ছে।’
তিনি বলেন, ‘এলএসডি সম্পর্কে ইতিমধ্যে আমরা জেনেছি। এটি মূলত বিদেশ থেকে পোস্টাল সার্ভিসের মাধ্যমে বাংলাদেশে আনা হয় এবং উচ্চমূল্য হওয়ায় মূলত এর ব্যবহারকারী উচ্চবিত্তের মধ্যেই সীমাবদ্ধ।’
র্যাব কর্মকর্তা সাইফুল আলম বলেন, ‘ব্যবহারকারীরা সমুদ্র সৈকত, পাহাড়ি রিসোর্ট বা কোনো বিনোদন কেন্দ্রে প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য রেখে এই মাদকের ব্যবহার করে থাকে বলে গ্রেপ্তারকৃতরা জানিয়েছে।’
এসব নতুন মাদক ছড়িয়ে পড়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘বাংলাদেশে এর আগে এলএসডি মাদক জব্দ হয়েছে। এখন পর্যন্ত এই দুই ধরনের মাদক বিশেষ শ্রেণির হাতেই রয়েছে। তারা নিজেরা পরিচিতদের মাধ্যমে ডিএমটি ও এলএসডি আমদানি করে। কখনো নিজেরা গিয়েও নিয়ে আসে। কুরিয়ার বা পোস্টাল সার্ভিসের মাধ্যমে চিঠি বা বইয়ের মাধ্যমে এগুলো সহজে নিয়ে আসা সম্ভব।’
র্যাব-২ এর অধিনায়ক আরও বলেন, ‘গ্রেপ্তারকৃতরা নিজেরাই মাদক সেবন করে, বিক্রি করে এবং নতুন নতুন মাদক গ্রহীতা তৈরি করে, যা সমাজের জন্য খুবই আশঙ্কাজনক। এসব মাদকের উৎস এবং এর সরবরাহকারীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।’
ঢাকা: এলএসডির (লাইসার্জিক অ্যাসিড ডাইথ্যালামাইড) পর দেশে প্রায় একই প্রকৃতির আরেকটি নতুন মাদক উদ্ধার করা হয়েছে। এর নাম ডিএমটি বা ডায়েমেথিল ট্রাইপ্টেমিন। নতুন এই মাদকটি দেশে প্রথমবারের মতো উদ্ধার হয়েছে। দীর্ঘদিন গোয়েন্দা নজরদারি ও তদন্তের ভিত্তিতে গত শনিবার রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর তেজগাঁও এলাকা থেকে নিষিদ্ধ মাদক এলএসডি ও ডিএমটিসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তারের পর এসব তথ্য জানিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-২)।
গ্রেপ্তারকৃতরা হলেন, সৈয়দ মঈন উদ্দিন আহমেদ ওরফে শাদাব (২৯), মো. আব্রাহাম জোনায়েদ তাহের (২৫), স্বপ্নীল হোসেন (২২) ও সিমিয়ন খন্দকার (২৩)। গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ৬০০ মিলিগ্রাম ডিএমটি উদ্ধার করা হয়। এ ছাড়াও ৪০ ব্লট এলএসডি, ৬২ গ্রাম আমেরিকান ক্যানাবিজ এবং মাদক সেবনের বিভিন্ন সরঞ্জামাদি জব্দ করা হয়েছে।
আজ রোববার দুপুরে রাজধানীর কারওয়ান বাজার র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান র্যাব-২ এর অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল খন্দকার সাইফুল আলম।
লেফটেন্যান্ট কর্নেল খন্দকার সাইফুল আলম বলেন, ‘বিদেশে পড়ালেখা করার সময় সম্ভ্রান্ত পরিবারের সন্তানরা বিভিন্ন ধরনের মাদক গ্রহণের সঙ্গে জড়িয়ে পড়ছে। কেউ থাইল্যান্ডে গিয়ে নতুন মাদক ডিএমটি’তে আসক্ত হচ্ছে, কেউ আবার লন্ডনে গিয়ে এলএসডি সেবনে আসক্ত হচ্ছে। পড়াশোনা শেষে দেশে ফিরলেও পোস্টাল সার্ভিসের মাধ্যমে দেশে আমদানি করছে এলএসডি ও ডিএমটি।’
র্যাব কর্মকর্তা খন্দকার সাইফুল আলম বলেন, ‘সৈয়দ মঈন উদ্দিন আহমেদ শাদাব থাইল্যান্ডে বিবিএ পড়ার সময় বিশ্ববিদ্যালয়ের বন্ধুদের সঙ্গে এলএসডি ও ডিএমটি মাদকে আসক্ত হয়ে পড়ে। পরবর্তীতে বাংলাদেশে এসেও ওই মাদক গ্রহণ ও সংগ্রহ অব্যাহত রাখে। শাদাব মূলত এই ড্রাগ বিদেশ থেকে বিভিন্ন পোস্টাল সার্ভিসের মাধ্যমে নিয়ে আসে এবং বাংলাদেশে নিজে গ্রহণ ও বিক্রি করে।’
ৎতিনি আরও বলেন, ‘আব্রাহাম জোনায়েদ তাহের উচ্চশিক্ষার জন্য ইংল্যান্ডে যাওয়ার পর সেখানে সে নিয়মিত এলএসডি ও ডিএমটি গ্রহণ করত। ২০২০ সালে বাংলাদেশে ফেরত আসে এবং বাংলাদেশে নিয়মিত এলএসডি ও ডিএমটি গ্রহণ ও বিক্রি করে।’
এই র্যাব কর্মকর্তা বলেন, ‘সম্প্রতি মাদক চোরাকারবারি ও মাদকসেবীরা প্রতিনিয়ত নতুন নতুন পন্থা অবলম্বন করছে। বিশেষ করে বাংলাদেশে প্রচলিত নয় কিন্তু বিভিন্ন উন্নত দেশে প্রচলিত এমন কিছু মাদকের ব্যবহার বাংলাদেশে দেখা যাচ্ছে এবং ধীরে ধীরে আমাদের যুবসমাজও এতে আসক্ত হচ্ছে।’
তিনি বলেন, ‘এলএসডি সম্পর্কে ইতিমধ্যে আমরা জেনেছি। এটি মূলত বিদেশ থেকে পোস্টাল সার্ভিসের মাধ্যমে বাংলাদেশে আনা হয় এবং উচ্চমূল্য হওয়ায় মূলত এর ব্যবহারকারী উচ্চবিত্তের মধ্যেই সীমাবদ্ধ।’
র্যাব কর্মকর্তা সাইফুল আলম বলেন, ‘ব্যবহারকারীরা সমুদ্র সৈকত, পাহাড়ি রিসোর্ট বা কোনো বিনোদন কেন্দ্রে প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য রেখে এই মাদকের ব্যবহার করে থাকে বলে গ্রেপ্তারকৃতরা জানিয়েছে।’
এসব নতুন মাদক ছড়িয়ে পড়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘বাংলাদেশে এর আগে এলএসডি মাদক জব্দ হয়েছে। এখন পর্যন্ত এই দুই ধরনের মাদক বিশেষ শ্রেণির হাতেই রয়েছে। তারা নিজেরা পরিচিতদের মাধ্যমে ডিএমটি ও এলএসডি আমদানি করে। কখনো নিজেরা গিয়েও নিয়ে আসে। কুরিয়ার বা পোস্টাল সার্ভিসের মাধ্যমে চিঠি বা বইয়ের মাধ্যমে এগুলো সহজে নিয়ে আসা সম্ভব।’
র্যাব-২ এর অধিনায়ক আরও বলেন, ‘গ্রেপ্তারকৃতরা নিজেরাই মাদক সেবন করে, বিক্রি করে এবং নতুন নতুন মাদক গ্রহীতা তৈরি করে, যা সমাজের জন্য খুবই আশঙ্কাজনক। এসব মাদকের উৎস এবং এর সরবরাহকারীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।’
রাজধানীর বিমানবন্দরে শরীরে বিশেষ কৌশলে গাঁজা নিয়ে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তিনজন কিশোর। তাঁরা বর্তমানে কিশোর সংশোধনাগারের রয়েছে।
১৫ দিন আগেপরিবারে আর্থিক স্বচ্ছলতা ফেরাতে সিঙ্গাপুরে যান দুই ভাই উজ্জ্বল মিয়া ও মো. ঝন্টু। সেখানে থাকা অবস্থায় মুঠোফোনে ভাবির সঙ্গে পরকীয়ায় জড়ান ছোট ভাই মো. ঝন্টু। পরে দেশে ফিরে ভাবিকে বিয়ে করার জন্য আপন বড় ভাই উজ্জ্বল মিয়াকে খুন করে ছোট ভাই।
১৫ দিন আগেরাজধানীর গেণ্ডারিয়ায় গত দুই মাসে দুই অটোরিকশা চালককে হত্যা করে রিকশা ছিনিয়ে নেওয়া ঘটনা ঘটেছে। পৃথক এই দুই ঘটনায় তদন্তে নেমে বিভিন্ন সময় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
১৫ দিন আগেপাবনার পদ্মা নদী থেকে কয়েক ঘণ্টার ব্যবধানে ১২ বছরের এক কিশোর এবং ২২ বছরের এক তরুণীর অর্ধগলিত দুইটি মরদেহ উদ্ধার করেছে নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ি। উদ্ধারের দুইদিনেও কোনো পরিচয় পাওয়া যায়নি। রোববার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইদুর রহমান।
১৯ দিন আগে