Ajker Patrika

কবি নজরুল কলেজে দুই সাংবাদিকের ওপর হামলার অভিযোগ

কবি নজরুল কলেজ সংবাদদাতা
কবি নজরুল কলেজে দুই সাংবাদিকের ওপর হামলার অভিযোগ

কবি নজরুল সরকারি কলেজে দুই সাংবাদিকের ওপর হামলার অভিযোগ উঠেছে। ভুক্তভোগীরা হলেন ‘দ্য ডেইলি ক্যাম্পাস’ প্রতিনিধি আব্দুল্লাহ খান ও ‘প্রবাস টাইমস’ রিপোর্টার রনি মিয়া।

গত বৃহস্পতিবার (১৪ মার্চ) রাতে অপরিচিত মোবাইল নম্বর থেকে কল পেয়ে ছাত্রাবাসে গেলে তাঁরা হামলার শিকার হন। তাঁদের অভিযোগ, রুমের তালা ভেঙে জিনিসপত্র ফেলে দেওয়া হয়েছে এবং ক্যামেরা ও নগদ অর্থ লুট করা হয়েছে।

কবি নজরুল সরকারি কলেজে উত্তেজনার সূত্রপাত ঘটে ১১ মার্চ (মঙ্গলবার) মধ্যরাতে, যখন গণজাগরণ মঞ্চের সংগঠক লাকী আক্তারকে নিয়ে কার্টুনিস্ট আহমেদ কবির কিশোরের একটি পোস্ট শেয়ার করেন কলেজ সাংবাদিক সমিতির সাবেক দপ্তর, প্রচার ও প্রকাশনা সম্পাদক শিতাংশু ভৌমিক অংকুর। এই পোস্ট শেয়ার করার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় ওঠে। অনেক শিক্ষার্থী পোস্টটি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন এবং এর প্রতিবাদে সরব হন। পরদিন ১২ মার্চ (বুধবার) সন্ধ্যায় ক্যাম্পাসের প্রধান ফটকের সামনে শিক্ষার্থীরা প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ শুরু করেন। এ সময় শিক্ষার্থীরা লাকীর বিরুদ্ধে স্লোগান দেন।

বিক্ষোভ শেষে ক্ষুব্ধ শিক্ষার্থীরা কলেজ মুক্তমঞ্চে অবস্থান নেন। তাঁদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে ‘বাঁধন’, ডিবেটিং ক্লাব ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারাও সেখানে অবস্থান নেন। উত্তপ্ত পরিস্থিতি দ্রুত কলেজজুড়ে ছড়িয়ে পড়ে, যা পরবর্তীতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় গড়ায়।

বিক্ষোভের পরিপ্রেক্ষিতে, শিতাংশু ভৌমিক অংকুরকে প্রথমে সাংবাদিক সমিতি থেকে ৭ দিনের শোকজ নোটিশ দেওয়া হয় এবং পরবর্তীতে তাঁর সদস্যপদ স্থগিত করা হয়।

অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কলেজ প্রশাসনের প্রতি দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। এ বিষয়ে অধ্যক্ষ মোহাম্মদ হাবিবুর রহমান জানান, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। থানা সূত্রে জানানো হয়েছে, আনুষ্ঠানিক অভিযোগ পেলে আইনানুগ পদক্ষেপ নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিএসএমএমইউতে হেনস্তার ঘটনা নিয়ে যা বললেন প্রাণ গোপালের মেয়ে ডা. অনিন্দিতা

বান্ডিল বান্ডিল টাকা ছেড়ে আমার জামাইকে নিয়ে আসব: গ্রেপ্তার ছোট সাজ্জাদের স্ত্রী

স্বাধীনতা দিবসে কুচকাওয়াজ কেন হচ্ছে না, ব্যাখ্যা দিলেন প্রেস সচিব

জামিনে বেরিয়েই ছদ্মনামে হাসপাতালে ভর্তি হন ‘ডিবি হেফাজতে’ মৃত এজাজ

নিউজিল্যান্ডের কাছে বাজে হারের ‘বদলা’ নেবেই পাকিস্তান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত