Ajker Patrika

অবৈধ মানি এক্সচেঞ্জের সঙ্গে বাশারের হুন্ডি ব্যবসা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
অবৈধ মানি এক্সচেঞ্জের সঙ্গে বাশারের হুন্ডি ব্যবসা

রাজধানীর মতিঝিলে ওয়েলকাম মানি এক্সচেঞ্জ নামের এক প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে আবুল বাশার নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। 

পুলিশ বলছে, অনুমোদন ছাড়াই দীর্ঘদিন ধরে মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠান পরিচালনা করে আসছিলেন বাশার। অবৈধ মানি এক্সচেঞ্জের সঙ্গে তিনি হুন্ডি ব্যবসাও করতেন। 

আজ বৃহস্পতিবার দুপুরে জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) তথ্য ও সহযোগিতায় বাশারকে গ্রেপ্তার করে সিআইডি। গ্রেপ্তারের সময় তাঁর কাছে থেকে ৯৬ লাখ ৬৬ হাজার ৫৬০ টাকা উদ্ধার করা হয়। এর বাইরেও বেশ কিছু বিদেশি মুদ্রা জব্দ করে। 

এনএসআই ও সিআইডি সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। 

জানা যায়, গ্রেপ্তার আবুল বাশারের বাড়ি কুমিল্লার দেবীদ্বার উপজেলায়। বর্তমানে মতিঝিলে থাকতেন। গ্রেপ্তারের সময় নিজেকে এই মানি এক্সচেঞ্জের মালিক ও জমির দালাল হিসেবে পরিচয় দেন। 

বর্তমানে বাংলাদেশে ২৩৫টি লাইসেন্সধারী বৈধ মানি এক্সচেঞ্জ রয়েছে। তবে সিআইডির তথ্য অনুযায়ী, বাংলাদেশে ১ হাজারের বেশি অবৈধ মানি এক্সচেঞ্জ কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এ ছাড়া অনেকে নাম-ঠিকানাবিহীন ভাসমান অবস্থায় হাতে-হাতে, কাঁধে ব্যাগ বহন করে মতিঝিল, গুলশান, উত্তরা এবং বিমানবন্দরসহ বিভিন্ন এলাকায় অবৈধ ব্যবসা করে আসছে। অবৈধ এই মানি এক্সচেঞ্জের প্রতিটিতে দৈনিক গড়ে ৭০ থেকে ৭৫ লাখ টাকার সমপরিমাণ বৈদেশিক মুদ্রা ক্রয়-বিক্রয় হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদত্যাগ করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

পাগল বেশে রাস্তায় মেয়েদের উত্ত্যক্ত করা কন্টেন্ট ক্রিয়েটর সম্পর্কে যা জানা গেল

প্রধান উপদেষ্টার নতুন বিশেষ সহকারী কে এই আনিসুজ্জামান চৌধুরী

সেনাবাহিনীর ভূমিকা নিয়ে জাতিসংঘের ফলকার তুর্কের মন্তব্যের প্রতিক্রিয়া জানাল আইএসপিআর

হাবিবুল্লাহ বাহার কলেজের উপাধ্যক্ষকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত