নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুরের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা একটি মামলায় তাঁর বিরুদ্ধে অপরাধ আমলে নেওয়া হবে কি না সিদ্ধান্ত ২৭ এপ্রিল। ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক এ এম জুলফিকার হায়াত এই তারিখ ধার্য করেন বলে আজ রোববার ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী শামীম আল মামুন জানান।
গত ৩১ জানুয়ারি এই মামলায় নুরের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা ডিবি সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের পরিদর্শক মুহাম্মদ সাইফুল ইসলাম। এরপর শুনানির জন্য চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামলাটি সাইবার ট্রাইব্যুনালে পাঠান।
নুরুল হক নুর ২০২১ সালের ১৪ এপ্রিল সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লাইভে আসেন। আওয়ামী লীগের নেতা-কর্মীদের উদ্দেশে আক্রমণাত্মক, মিথ্যা, মানহানিকর, উসকানিমূলক বক্তব্য দেন।
নুরুল হক নুর ফেসবুকে বলেন, আওয়ামী লীগ যারা করেন তারা ধান্দাবাজ, চাঁদাবাজ, মাদক কারবারি, চিটার, বাটপার। প্রকৃতপক্ষে কোনো মুসলমান আওয়ামী লীগ করতে পারেন না। আওয়ামী লীগ যারা করে তাঁরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে কি না সেটা নিয়েও কটূক্তি করেন ভিপি নুর। একই বছরের ১৯ এপ্রিল সংগীতশিল্পী ইলিয়াস হোসেন বাদী হয়ে রাজধানীর পল্টন থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন।
মামলার তদন্ত কর্মকর্তা অভিযোগপত্রে নুরুল হক নুরকে পলাতক দেখিয়েছেন। তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেন।
অভিযোগপত্রে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, নুরের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮-এর ২৫/২৮/২৯/৩১ ধারায় অপরাধ প্রাথমিকভাবে সত্য বলে প্রতীয়মান হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের লাইভে এসে যেসব বক্তব্য তিনি দিয়েছেন, সেসব বক্তব্যের মাধ্যমে তিনি ধর্মীয় মূল্যবোধ ও অনুভূতিতে আঘাত করেছেন। তিনি দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা অবনতি, বিভিন্ন সম্প্রদায় ও শ্রেণির মধ্যে শত্রুতা বিদ্বেষ ও ঘৃণা সৃষ্টি করা, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করাসহ অস্থিরতা ও বিশৃঙ্খলার সৃষ্টির চেষ্টা করেন। ভিপি নুরের বিরুদ্ধে আরও পাঁচটি মামলা রয়েছে বলে অভিযোগ পত্রে উল্লেখ করা হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুরের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা একটি মামলায় তাঁর বিরুদ্ধে অপরাধ আমলে নেওয়া হবে কি না সিদ্ধান্ত ২৭ এপ্রিল। ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক এ এম জুলফিকার হায়াত এই তারিখ ধার্য করেন বলে আজ রোববার ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী শামীম আল মামুন জানান।
গত ৩১ জানুয়ারি এই মামলায় নুরের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা ডিবি সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের পরিদর্শক মুহাম্মদ সাইফুল ইসলাম। এরপর শুনানির জন্য চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামলাটি সাইবার ট্রাইব্যুনালে পাঠান।
নুরুল হক নুর ২০২১ সালের ১৪ এপ্রিল সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লাইভে আসেন। আওয়ামী লীগের নেতা-কর্মীদের উদ্দেশে আক্রমণাত্মক, মিথ্যা, মানহানিকর, উসকানিমূলক বক্তব্য দেন।
নুরুল হক নুর ফেসবুকে বলেন, আওয়ামী লীগ যারা করেন তারা ধান্দাবাজ, চাঁদাবাজ, মাদক কারবারি, চিটার, বাটপার। প্রকৃতপক্ষে কোনো মুসলমান আওয়ামী লীগ করতে পারেন না। আওয়ামী লীগ যারা করে তাঁরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে কি না সেটা নিয়েও কটূক্তি করেন ভিপি নুর। একই বছরের ১৯ এপ্রিল সংগীতশিল্পী ইলিয়াস হোসেন বাদী হয়ে রাজধানীর পল্টন থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন।
মামলার তদন্ত কর্মকর্তা অভিযোগপত্রে নুরুল হক নুরকে পলাতক দেখিয়েছেন। তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেন।
অভিযোগপত্রে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, নুরের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮-এর ২৫/২৮/২৯/৩১ ধারায় অপরাধ প্রাথমিকভাবে সত্য বলে প্রতীয়মান হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের লাইভে এসে যেসব বক্তব্য তিনি দিয়েছেন, সেসব বক্তব্যের মাধ্যমে তিনি ধর্মীয় মূল্যবোধ ও অনুভূতিতে আঘাত করেছেন। তিনি দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা অবনতি, বিভিন্ন সম্প্রদায় ও শ্রেণির মধ্যে শত্রুতা বিদ্বেষ ও ঘৃণা সৃষ্টি করা, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করাসহ অস্থিরতা ও বিশৃঙ্খলার সৃষ্টির চেষ্টা করেন। ভিপি নুরের বিরুদ্ধে আরও পাঁচটি মামলা রয়েছে বলে অভিযোগ পত্রে উল্লেখ করা হয়েছে।
সাতক্ষীরার ওয়ারী গ্রামে ব্যবসায়ী স্বামীকে শ্বাসরোধে হত্যার পর বুকের ওপর ‘সরি জান, আই লাভ ইউ’ লিখে স্ত্রী আত্মহত্যা করেছেন। আজ শুক্রবার দুপুরে সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের ওয়ারিয়ার পালপাড়ায় একটি ভাড়া বাড়ি থেকে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করেছে।
৫ দিন আগেরাজধানীর উত্তরায় প্রকাশ্যে এক দম্পতিকে কুপিয়ে আহত করার ঘটনায় দায়ের করা হত্যাচেষ্টার মামলায় গ্রেপ্তার আরও ৩ ‘কিশোর গ্যাং’ সদস্যকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজা রিমান্ডে নেওয়ার এ আদেশ দেন।
১৪ দিন আগেরাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় নির্যাতনের শিকার কল্পনা (১৩) সাড়ে তিন মাস চিকিৎসার পর সুস্থ হয়ে বাড়ি ফিরছে। আজ বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) ঢাকা মেডিকেল বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিট থেকে তাঁকে ছাড়পত্র দেওয়া হয়।
০৬ ফেব্রুয়ারি ২০২৫গণহত্যার সংজ্ঞা ও বিচার নিয়ে বিশ্বব্যাপী স্বীকৃত সনদ হলো Genocide Convention বা গণহত্যা সনদ, যা ১৯৪৮ সালে জাতিসংঘ কর্তৃক গৃহীত হয়। এই সনদের আওতায় একটি জাতি, নৃগোষ্ঠী, বর্ণ বা ধর্মীয় গোষ্ঠীকে সম্পূর্ণ বা আংশিক ধ্বংস করার লক্ষ্যে সংঘটিত অপরাধকেই গণহত্যা বলা হয়। এর মধ্যে হত্যা, শারীরিক বা মানসিক ক্ষতি,
০২ ফেব্রুয়ারি ২০২৫