নিজস্ব প্রতিবেদক, ঢাকা
কর্তৃপক্ষের আশ্বাস পেয়ে কর্মবিরতি প্রত্যাহার করে নিয়েছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) কর্মকর্তা-কর্মচারীরা। বেশির ভাগ স্টেশনের স্বাভাবিক কার্যক্রম শুরু হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে ৯টার দিকে তাঁরা কর্মবিরতি প্রত্যাহার করে নেন। এর আগে গতকাল রোববার রাতে ৬ দফা দাবিতে কর্মবিরতি ঘোষণা করেন মেট্রোরেল কর্মীরা।
ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের সঙ্গে মেট্রোরেলের কর্মীদের কথা হয়েছে। তাদের দাবিদাওয়া দেখা হচ্ছে। এরই মধ্যে তারা কাজে যোগদান করেছে। ৯৫ শতাংশ স্টেশনে কর্মচারীরা স্বাভাবিক কাজ করছে। সকাল থেকে মেট্রোরেল চলাচল স্বাভাবিক রয়েছে। আর পুলিশের যে এসআইয়ের বিরুদ্ধে অভিযোগ ছিল, তাকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে।’
টিকিট ছাড়া যাত্রী পরিবহনের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘সকালের দিকে এই ধরনের কিছু যাত্রী পরিবহন হয়েছে। কারণ, আমরা চাইনি যাত্রীরা ভোগান্তিতে পড়ুক। ট্রেন চালু ছিল। যাত্রীরা যাতায়াত করতে পেরেছে। তবে এখন বিষয়গুলো ঠিক হয়ে গেছে। সব স্টেশনে কর্মচারীরা কাজ করছে। টিকিট ছাড়া যাত্রী যাওয়ার কোনো সুযোগ নাই।’
এমআরটি পুলিশ সদস্যের হাতে ডিএমটিসিএলের চারজন সহকর্মী লাঞ্ছিতের ঘটনায় আজ সোমবার সকাল থেকে আড়াই ঘণ্টা কর্মবিরতি পালন করেন ডিএমটিসিএলের কর্মীরা। পরে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হলে সকাল সাড়ে ৯টার দিকে তাঁরা কর্মবিরতি প্রত্যাহার করে নেন। এতে একক যাত্রার টিকিট বিক্রি শুরু হয়েছে।
মেট্রোরেলের কারওয়ান বাজার স্টেশনে সকাল ১০টার দিকে সরেজমিন দেখা যায়, টিকিট বিক্রির কাউন্টারে কর্মীরা রয়েছেন এবং স্বাভাবিক কার্যক্রম চলছে। যাত্রীরাও টিকিট কেটেই ভেতরে প্রবেশ করছেন। কোনো যাত্রীকে টিকিট ছাড়া ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না।
কারওয়ান বাজার স্টেশনে আনসারের দায়িত্বে থাকা মো. মোসারফ হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘সকাল সাড়ে ৭টা থেকে ১০টা পর্যন্ত কোনো কর্মচারী স্টেশনে আসে নাই। প্রায় আড়াই ঘণ্টা টিকিট ছাড়াই যাত্রীরা মেট্রোরেলে যাওয়া-আসা করেছেন। সকাল ১০টার সময় কর্মচারীরা কাজে যোগ দিয়েছে।’
কর্তৃপক্ষের আশ্বাস পেয়ে কর্মবিরতি প্রত্যাহার করে নিয়েছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) কর্মকর্তা-কর্মচারীরা। বেশির ভাগ স্টেশনের স্বাভাবিক কার্যক্রম শুরু হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে ৯টার দিকে তাঁরা কর্মবিরতি প্রত্যাহার করে নেন। এর আগে গতকাল রোববার রাতে ৬ দফা দাবিতে কর্মবিরতি ঘোষণা করেন মেট্রোরেল কর্মীরা।
ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের সঙ্গে মেট্রোরেলের কর্মীদের কথা হয়েছে। তাদের দাবিদাওয়া দেখা হচ্ছে। এরই মধ্যে তারা কাজে যোগদান করেছে। ৯৫ শতাংশ স্টেশনে কর্মচারীরা স্বাভাবিক কাজ করছে। সকাল থেকে মেট্রোরেল চলাচল স্বাভাবিক রয়েছে। আর পুলিশের যে এসআইয়ের বিরুদ্ধে অভিযোগ ছিল, তাকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে।’
টিকিট ছাড়া যাত্রী পরিবহনের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘সকালের দিকে এই ধরনের কিছু যাত্রী পরিবহন হয়েছে। কারণ, আমরা চাইনি যাত্রীরা ভোগান্তিতে পড়ুক। ট্রেন চালু ছিল। যাত্রীরা যাতায়াত করতে পেরেছে। তবে এখন বিষয়গুলো ঠিক হয়ে গেছে। সব স্টেশনে কর্মচারীরা কাজ করছে। টিকিট ছাড়া যাত্রী যাওয়ার কোনো সুযোগ নাই।’
এমআরটি পুলিশ সদস্যের হাতে ডিএমটিসিএলের চারজন সহকর্মী লাঞ্ছিতের ঘটনায় আজ সোমবার সকাল থেকে আড়াই ঘণ্টা কর্মবিরতি পালন করেন ডিএমটিসিএলের কর্মীরা। পরে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হলে সকাল সাড়ে ৯টার দিকে তাঁরা কর্মবিরতি প্রত্যাহার করে নেন। এতে একক যাত্রার টিকিট বিক্রি শুরু হয়েছে।
মেট্রোরেলের কারওয়ান বাজার স্টেশনে সকাল ১০টার দিকে সরেজমিন দেখা যায়, টিকিট বিক্রির কাউন্টারে কর্মীরা রয়েছেন এবং স্বাভাবিক কার্যক্রম চলছে। যাত্রীরাও টিকিট কেটেই ভেতরে প্রবেশ করছেন। কোনো যাত্রীকে টিকিট ছাড়া ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না।
কারওয়ান বাজার স্টেশনে আনসারের দায়িত্বে থাকা মো. মোসারফ হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘সকাল সাড়ে ৭টা থেকে ১০টা পর্যন্ত কোনো কর্মচারী স্টেশনে আসে নাই। প্রায় আড়াই ঘণ্টা টিকিট ছাড়াই যাত্রীরা মেট্রোরেলে যাওয়া-আসা করেছেন। সকাল ১০টার সময় কর্মচারীরা কাজে যোগ দিয়েছে।’
টিআইবি নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, ‘ধর্ষণ’ শব্দ ব্যবহার না করার অনুরোধের মাধ্যমে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বাস্তবে ধর্ষকের পক্ষ নিচ্ছেন। তিনি এই বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানিয়ে বলেন, অপরাধকে লঘু করার কোনো...
১ দিন আগেধর্ষণের শিকার নারীর ছবি বা পরিচয় সংবাদ মাধ্যম কিংবা ফেসবুকসহ সামাজিক মাধ্যমে কেউ প্রকাশ করলেই পুলিশ বা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে আটক করতে পারবে। নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১৪ ধারায় বর্ণিত এই অপরাধ আমলযোগ্য হওয়ায় জড়িত অভিযোগে কোনো ব্যক্তিকে সঙ্গে সঙ্গে আটক করা যাবে।
৮ দিন আগেসাতক্ষীরার ওয়ারী গ্রামে ব্যবসায়ী স্বামীকে শ্বাসরোধে হত্যার পর বুকের ওপর ‘সরি জান, আই লাভ ইউ’ লিখে স্ত্রী আত্মহত্যা করেছেন। আজ শুক্রবার দুপুরে সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের ওয়ারিয়ার পালপাড়ায় একটি ভাড়া বাড়ি থেকে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করেছে।
১৭ দিন আগেরাজধানীর উত্তরায় প্রকাশ্যে এক দম্পতিকে কুপিয়ে আহত করার ঘটনায় দায়ের করা হত্যাচেষ্টার মামলায় গ্রেপ্তার আরও ৩ ‘কিশোর গ্যাং’ সদস্যকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজা রিমান্ডে নেওয়ার এ আদেশ দেন।
১৯ ফেব্রুয়ারি ২০২৫