Ajker Patrika

মেট্রোরেলের কর্মচারীদের কর্মবিরতি প্রত্যাহার, দেড় ঘণ্টা পর টিকিট বিক্রি শুরু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৭ মার্চ ২০২৫, ১০: ৪৭
মেট্রোরেলের স্টেশনগুলোতে স্বাভাবিক কার্যক্রম শুরু হয়েছে। ছবি: আজকের পত্রিকা
মেট্রোরেলের স্টেশনগুলোতে স্বাভাবিক কার্যক্রম শুরু হয়েছে। ছবি: আজকের পত্রিকা

কর্তৃপক্ষের আশ্বাস পেয়ে কর্মবিরতি প্রত্যাহার করে নিয়েছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) কর্মকর্তা-কর্মচারীরা। বেশির ভাগ স্টেশনের স্বাভাবিক কার্যক্রম শুরু হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে ৯টার দিকে তাঁরা কর্মবিরতি প্রত্যাহার করে নেন। এর আগে গতকাল রোববার রাতে ৬ দফা দাবিতে কর্মবিরতি ঘোষণা করেন মেট্রোরেল কর্মীরা।

ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের সঙ্গে মেট্রোরেলের কর্মীদের কথা হয়েছে। তাদের দাবিদাওয়া দেখা হচ্ছে। এরই মধ্যে তারা কাজে যোগদান করেছে। ৯৫ শতাংশ স্টেশনে কর্মচারীরা স্বাভাবিক কাজ করছে। সকাল থেকে মেট্রোরেল চলাচল স্বাভাবিক রয়েছে। আর পুলিশের যে এসআইয়ের বিরুদ্ধে অভিযোগ ছিল, তাকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে।’

টিকিট ছাড়া যাত্রী পরিবহনের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘সকালের দিকে এই ধরনের কিছু যাত্রী পরিবহন হয়েছে। কারণ, আমরা চাইনি যাত্রীরা ভোগান্তিতে পড়ুক। ট্রেন চালু ছিল। যাত্রীরা যাতায়াত করতে পেরেছে। তবে এখন বিষয়গুলো ঠিক হয়ে গেছে। সব স্টেশনে কর্মচারীরা কাজ করছে। টিকিট ছাড়া যাত্রী যাওয়ার কোনো সুযোগ নাই।’

এমআরটি পুলিশ সদস্যের হাতে ডিএমটিসিএলের চারজন সহকর্মী লাঞ্ছিতের ঘটনায় আজ সোমবার সকাল থেকে আড়াই ঘণ্টা কর্মবিরতি পালন করেন ডিএমটিসিএলের কর্মীরা। পরে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হলে সকাল সাড়ে ৯টার দিকে তাঁরা কর্মবিরতি প্রত্যাহার করে নেন। এতে একক যাত্রার টিকিট বিক্রি শুরু হয়েছে।

মেট্রোরেলের স্টেশনগুলোতে স্বাভাবিক কার্যক্রম শুরু হয়েছে। ছবি: আজকের পত্রিকা
মেট্রোরেলের স্টেশনগুলোতে স্বাভাবিক কার্যক্রম শুরু হয়েছে। ছবি: আজকের পত্রিকা

মেট্রোরেলের কারওয়ান বাজার স্টেশনে সকাল ১০টার দিকে সরেজমিন দেখা যায়, টিকিট বিক্রির কাউন্টারে কর্মীরা রয়েছেন এবং স্বাভাবিক কার্যক্রম চলছে। যাত্রীরাও টিকিট কেটেই ভেতরে প্রবেশ করছেন। কোনো যাত্রীকে টিকিট ছাড়া ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না।

কারওয়ান বাজার স্টেশনে আনসারের দায়িত্বে থাকা মো. মোসারফ হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘সকাল সাড়ে ৭টা থেকে ১০টা পর্যন্ত কোনো কর্মচারী স্টেশনে আসে নাই। প্রায় আড়াই ঘণ্টা টিকিট ছাড়াই যাত্রীরা মেট্রোরেলে যাওয়া-আসা করেছেন। সকাল ১০টার সময় কর্মচারীরা কাজে যোগ দিয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তৃতীয় বিশ্বের নেতা হওয়ার পথে দিল্লির বাধা চীনের উত্থান: ভারতীয় সেনাপ্রধান

আসামির জবানবন্দি: মাগুরার শিশুটির গলায় ওড়না পেঁচিয়ে ধর্ষণ করা হয়

ইউএনওর ফেসবুক পেজ হ্যাক করে পোস্ট, ‘করলাম না এই প্রশাসনের চাকরি’

রেমিট্যান্সের নামে ৭৩০ কোটি টাকার কর ফাঁকি দিয়েছেন একজন, কার কথা বললেন এনবিআর চেয়ারম্যান

অতিরিক্ত দায়িত্ব পালনে খাওয়ার খরচ চায় পুলিশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত