নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর মতিঝিলে ভাসমান যুবক হৃদয় খুনের ঘটনায় রহস্য উদ্ঘাটনসহ মূল অভিযুক্তকে গ্রেপ্তার করেছে মতিঝিল থানা-পুলিশ। গ্রেপ্তার ব্যক্তির নাম ফাহিম। আজ বুধবার সকাল ৮টায় মতিঝিল থেকে ফাহিমকে গ্রেপ্তার করে পুলিশ।
মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইয়াসির আরাফাত খান বলেন, ‘ভিকটিমের নাম হৃদয় ওরফে আলিফ। হৃদয়ের মায়ের অভিযোগের পরিপ্রেক্ষিতে গতকাল মঙ্গলবার মতিঝিল থানায় একটি খুনের মামলা হয়।’
মামলার তদন্তকারী কর্মকর্তা মতিঝিল থানার উপরিদর্শক (এসআই) মিজানুর রহমান বলেন, ‘পেন্টাগন হোটেলের আশপাশের লোকজনকে জিজ্ঞাসাবাদ ও বিভিন্ন তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে জানা যায়, হৃদয় ওই এলাকায় ভাসমান। একটি মোবাইলকে কেন্দ্র করে হৃদয়ের সঙ্গে ফাহিম নামের আরেক যুবকের ঝগড়া ও মারামারি হয়। একপর্যায়ে ফাহিম কাঁচি দিয়ে হৃদয়ের বুকে আঘাত করে।’
ফাহিমকে গ্রেপ্তার ও আঘাত করা কাঁচি উদ্ধার সম্পর্কে মামলার তদন্তকারী কর্মকর্তা বলেন, ‘বুধবার সকাল ৮টায় মতিঝিলের যুগান্তর গলি থেকে ফাহিমকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর দেওয়া তথ্য অনুযায়ী মতিঝিলের সিরাজ ভবনের পাশের ময়লার স্তূপ থেকে হত্যার ঘটনায় ব্যবহৃত কাঁচি ও ফাহিমের গায়ে থাকা রক্তমাখা টি-শার্ট উদ্ধার করা হয়।’
মামলার এজাহারের বরাত দিয়ে মতিঝিল থানার ওসি বলেন, গত সোমবার রাত ১১টায় টহল পুলিশ উত্তর কমলাপুরের মাজার রোড এলাকার পেন্টাগন হোটেলের সামনে থেকে গুরুতর আহত অবস্থায় এক যুবককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
রাজধানীর মতিঝিলে ভাসমান যুবক হৃদয় খুনের ঘটনায় রহস্য উদ্ঘাটনসহ মূল অভিযুক্তকে গ্রেপ্তার করেছে মতিঝিল থানা-পুলিশ। গ্রেপ্তার ব্যক্তির নাম ফাহিম। আজ বুধবার সকাল ৮টায় মতিঝিল থেকে ফাহিমকে গ্রেপ্তার করে পুলিশ।
মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইয়াসির আরাফাত খান বলেন, ‘ভিকটিমের নাম হৃদয় ওরফে আলিফ। হৃদয়ের মায়ের অভিযোগের পরিপ্রেক্ষিতে গতকাল মঙ্গলবার মতিঝিল থানায় একটি খুনের মামলা হয়।’
মামলার তদন্তকারী কর্মকর্তা মতিঝিল থানার উপরিদর্শক (এসআই) মিজানুর রহমান বলেন, ‘পেন্টাগন হোটেলের আশপাশের লোকজনকে জিজ্ঞাসাবাদ ও বিভিন্ন তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে জানা যায়, হৃদয় ওই এলাকায় ভাসমান। একটি মোবাইলকে কেন্দ্র করে হৃদয়ের সঙ্গে ফাহিম নামের আরেক যুবকের ঝগড়া ও মারামারি হয়। একপর্যায়ে ফাহিম কাঁচি দিয়ে হৃদয়ের বুকে আঘাত করে।’
ফাহিমকে গ্রেপ্তার ও আঘাত করা কাঁচি উদ্ধার সম্পর্কে মামলার তদন্তকারী কর্মকর্তা বলেন, ‘বুধবার সকাল ৮টায় মতিঝিলের যুগান্তর গলি থেকে ফাহিমকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর দেওয়া তথ্য অনুযায়ী মতিঝিলের সিরাজ ভবনের পাশের ময়লার স্তূপ থেকে হত্যার ঘটনায় ব্যবহৃত কাঁচি ও ফাহিমের গায়ে থাকা রক্তমাখা টি-শার্ট উদ্ধার করা হয়।’
মামলার এজাহারের বরাত দিয়ে মতিঝিল থানার ওসি বলেন, গত সোমবার রাত ১১টায় টহল পুলিশ উত্তর কমলাপুরের মাজার রোড এলাকার পেন্টাগন হোটেলের সামনে থেকে গুরুতর আহত অবস্থায় এক যুবককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
সাতক্ষীরার ওয়ারী গ্রামে ব্যবসায়ী স্বামীকে শ্বাসরোধে হত্যার পর বুকের ওপর ‘সরি জান, আই লাভ ইউ’ লিখে স্ত্রী আত্মহত্যা করেছেন। আজ শুক্রবার দুপুরে সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের ওয়ারিয়ার পালপাড়ায় একটি ভাড়া বাড়ি থেকে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করেছে।
৬ দিন আগেরাজধানীর উত্তরায় প্রকাশ্যে এক দম্পতিকে কুপিয়ে আহত করার ঘটনায় দায়ের করা হত্যাচেষ্টার মামলায় গ্রেপ্তার আরও ৩ ‘কিশোর গ্যাং’ সদস্যকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজা রিমান্ডে নেওয়ার এ আদেশ দেন।
১৫ দিন আগেরাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় নির্যাতনের শিকার কল্পনা (১৩) সাড়ে তিন মাস চিকিৎসার পর সুস্থ হয়ে বাড়ি ফিরছে। আজ বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) ঢাকা মেডিকেল বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিট থেকে তাঁকে ছাড়পত্র দেওয়া হয়।
০৬ ফেব্রুয়ারি ২০২৫গণহত্যার সংজ্ঞা ও বিচার নিয়ে বিশ্বব্যাপী স্বীকৃত সনদ হলো Genocide Convention বা গণহত্যা সনদ, যা ১৯৪৮ সালে জাতিসংঘ কর্তৃক গৃহীত হয়। এই সনদের আওতায় একটি জাতি, নৃগোষ্ঠী, বর্ণ বা ধর্মীয় গোষ্ঠীকে সম্পূর্ণ বা আংশিক ধ্বংস করার লক্ষ্যে সংঘটিত অপরাধকেই গণহত্যা বলা হয়। এর মধ্যে হত্যা, শারীরিক বা মানসিক ক্ষতি,
০২ ফেব্রুয়ারি ২০২৫