Ajker Patrika

মাসহ ৫ জনকে ঝলসে দিয়ে নিজের গায়েও অ্যাসিড ঢাললো ছেলে

নিজস্ব প্রতিবেদক
মাসহ ৫ জনকে ঝলসে দিয়ে নিজের গায়েও অ্যাসিড ঢাললো ছেলে

ঢাকা: রাজধানীর লালবাগের একটি বাসায় মানসিক ভারসাম্যহীন ছেলে মাকেসহ পরিবারের পাঁচ সদস্যকে অ্যাসিডে ঝলসে দিয়েছেন। ছেলে আলী হোসেন (৪০) নিজের শরীরেও অ্যাসিড ঢেলে দিয়েছেন। আজ মঙ্গলবার ভোর পৌনে ৬টার দিকে লালবাগের কাশ্মিরীটোলায় এ ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন আলী হোসেন, তাঁর মা মোমেনা বেগম (৭০), বোন জামিলা আক্তার (৩০), দুই ভাই আনোয়ার হোসেন (৫২) ও ইকাবাল হোসেন (৪৫) এবং ভাগিনা সালেহীন (২০)। দগ্ধদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা দেওয়া হচ্ছে।

লালবাগ থানার উপপরিদর্শক (এসআই) অমিতাভ দর্জি চন্দ্র ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আলী হোসেনের (৪০) মানসিক সমস্যা রয়েছে। মাদকও সেবন করেন তিনি। তিনি একটি ব্যাটারি কারখানায় কাজ করেন। ভোরে পরিবারের সঙ্গে ঝগড়া লাগলে একপর্যায়ে আলী হোসেন ব্যাটারিতে ব্যবহৃত অ্যাসিডের পানি মাসহ পরিবারের পাঁচজনের দিকে ছুড়ে মারেন। পরে নিজের শরীরেও অ্যাসিড ঢেলে দেন তিনি।

কারো অবস্থায়ই গুরুতর নয় জানিয়ে এসআই অমিতাভ দর্জি বলেন, দগ্ধদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা দেওয়া হচ্ছে। পরিবারের সবাই এখন চিকিৎসা নিয়ে ব্যস্ত। তাদের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। তবে আলী হোসেনকে আমাদের হেফাজতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

রাজধানীতে ছিনতাইকারী সন্দেহে ইরানের দুই নাগরিককে মারধর

এক ছাতায় সব নাগরিক সেবা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত