Ajker Patrika

হত্যা মামলায় উত্তরার আমির কমপ্লেক্সের সভাপতি সোবাহান গ্রেপ্তার

 উত্তরা (ঢাকা) প্রতিনিধি 
আপডেট : ১৬ মার্চ ২০২৫, ২০: ০৩
যৌথ বাহিনীর হাতে আটক হত্যা মামলার আসামি আলহাজ মোহাম্মদ আব্দুস সোবাহান। ছবি: আজকের পত্রিকা
যৌথ বাহিনীর হাতে আটক হত্যা মামলার আসামি আলহাজ মোহাম্মদ আব্দুস সোবাহান। ছবি: আজকের পত্রিকা

রাজধানীর উত্তরায় অভিযান চালিয়ে আমির কমপ্লেক্স মার্কেটের সভাপতি ও আওয়ামী লীগের দোসর আলহাজ মোহাম্মদ আব্দুস সোবাহানকে (৬০) গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। গতকাল শনিবার দিবাগত রাত দেড়টায় তাঁকে গ্রেপ্তার করা হয়। এরপর তাঁকে হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে হেফাজতে নেয় উত্তরা পশ্চিম থানার পুলিশ।

গ্রেপ্তার আব্দুস সোবাহান উত্তরার আমির কমপ্লেক্স বণিক সমিতির সভাপতি। তিনি উত্তরা ১৩ নম্বর সেক্টরের ১৫ নম্বর সড়কের ১৫ নম্বর বাড়িতে থাকতেন।

জানা গেছে, উত্তরা ১৩ নম্বর সেক্টরের ওই বাড়িতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলার আসামি আওয়ামী লীগ নেতা ও উত্তরার আমির কমপ্লেক্স বণিক কল্যাণ সমিতির সভাপতি আব্দুস সোবাহান রয়েছেন, এমন তথ্যের ভিত্তিতে ছাত্ররা বাড়িটির সামনে জড়ো হন। খবর পেয়ে সেখানে পুলিশ, র‍্যাব ও সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত হন। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে সোবাহানকে গ্রেপ্তার করে।

এ বিষয়ে ডিএমপির উত্তরা পশ্চিম থানার পরিদর্শক (তদন্ত) এ বি সিদ্দিক আজকের পত্রিকাকে বলেন, আমির কমপ্লেক্সের সভাপতি আলহাজ আব্দুস সোবাহানের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় হত্যা মামলা রয়েছে। মামলাটির এজাহারভুক্ত আসামি তিনি। তাঁকে ওই মামলায় গ্রেপ্তার করা হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের আরেক কর্মকর্তা বলেন, ঘটনাস্থলে যাওয়ার পর সেনাবাহিনীর পরিচয় দিয়ে এক ব্যক্তি বাড়িটিতে ঢুকতে বাধা দেন। তাঁর সঙ্গে স্থানীয় বিএনপি ও জামায়াতের লোকজনও বাধা দেন।

হত্যা মামলার নথি থেকে জানা যায়, গত ৫ আগস্ট উত্তরার আমির কমপ্লেক্স মার্কেটের পাশে এক ছাত্রকে হত্যার অভিযোগে কবীর হোসেন মৃধা বাদী হয়ে একটি হত্যা মামলা করেন। ওই মামলার ৩৬ নম্বর আসামি মোহাম্মদ আব্দুস সোবাহান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিএসএমএমইউতে হেনস্তার ঘটনা নিয়ে যা বললেন প্রাণ গোপালের মেয়ে ডা. অনিন্দিতা

বান্ডিল বান্ডিল টাকা ছেড়ে আমার জামাইকে নিয়ে আসব: গ্রেপ্তার ছোট সাজ্জাদের স্ত্রী

স্বাধীনতা দিবসে কুচকাওয়াজ কেন হচ্ছে না, ব্যাখ্যা দিলেন প্রেস সচিব

জামিনে বেরিয়েই ছদ্মনামে হাসপাতালে ভর্তি হন ‘ডিবি হেফাজতে’ মৃত এজাজ

নিউজিল্যান্ডের কাছে বাজে হারের ‘বদলা’ নেবেই পাকিস্তান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত