Ajker Patrika

১০ হাজার মাদক কারবারির তালিকা করেছে মাদকদ্রব্য অধিদপ্তর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
১০ হাজার মাদক কারবারির তালিকা করেছে মাদকদ্রব্য অধিদপ্তর

সারা দেশে ১০ হাজার মাদক চোরাকারবারির তালিকা প্রস্তুত করা হয়েছে বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক আব্দুস সবুর মণ্ডল। তিনি বলেছেন, ‘এই তালিকা যাচাই বাছাই করা হচ্ছে। এরপর তালিকা ধরে ধরে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’ 

আজ সোমবার রাজধানীর একটি অভিজাত হোটেলে মাদকদ্রব্যে অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার সমন্বিত কর্মপরিকল্পনায় প্রণয়নে এক কর্মশালায় উদ্বোধনী বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

মাদকদ্রব্য অধিদপ্তরের মহাপরিচালক বলেন, ‘বাংলাদেশ মাদক উৎপাদনকারী দেশ না হয়েও মাদকের ভয়াবহ থাবায় পড়েছে। দেশের সীমান্তবর্তী দুই দেশ থেকে এই মাদকদ্রব্যগুলো দেশে প্রবেশ করছে। যার মধ্যে ইয়াবা, ফেনসিডিল, গাঁজার পরিমাণ সবচেয়ে বেশি। দেশের মাদকসেবী ৬০ / ৭০ লাখ হলেও চোরাচালান করছে ১০ হাজার ব্যক্তি। তাঁদের ধরতে তালিকা প্রস্তুত করা হয়েছে।’ 

আব্দুস সবুর মণ্ডল বলেন, ‘কক্সবাজার পরে শহর বা জেলা হিসেবে ঢাকায় মাদক চোরা চালন বেশি হয়। এখানে কারবারির সংখ্যাও বেশি। ডিএনসির তথ্য অনুযায়ী ২০২১ সালে অনন্ত ৬২ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে এ শহর থেকে।’ তবে মাদকদ্রব্য অধিদপ্তরের ডিজির দাবি, যা উদ্ধার হয়েছে তার চেয়ে কয়েকগুণ বেশি মাদক রয়েছে এ বিভাগে। 

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, বিশেষ অতিথি ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমানসহ সীমান্তবর্তী জেলার পুলিশ সুপার ও জেলা প্রশাসকেরা। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

থানায় থানায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতাদের তালিকা হচ্ছে

চার মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানের সেবা ডিজিটাইজ করার নির্দেশ দিল সরকার

বনশ্রীতে স্বর্ণ ডাকাতির মামলায় গ্রেপ্তার আমিনুল ছাত্রলীগের, সুমন শ্রমিক দলের নেতা

ককটেল ফুটতেই সেলুনে লুকায় পুলিশ, রণক্ষেত্র হয় এলাকা

মসজিদে লুকিয়েও রক্ষা পেলেন না স্বেচ্ছাসেবক লীগ নেতা ও তাঁর ভাই, ঘরবাড়ি জ্বালিয়ে দিল প্রতিপক্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত