Ajker Patrika

রাজধানীতে চাঁদাবাজির অভিযোগে চারজন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

রাজধানীর শান্তিনগর বাজারে চাঁদাবাজির অভিযোগে চার যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার রাতে ঢাকার শান্তিনগর বাজারে চাঁদাবাজি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়েন চার যুবক। তাঁরা হলেন মাহিদুর জামান মোহন, নুর আলম, আবদুল মোনায়েম ও আল মাহমুদ। এ ঘটনায় পল্টন থানায় মামলা দায়ের করা হয়েছে।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে পল্টন থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী নাসিরুল আমীন আজকের পত্রিকাকে বলেন, শান্তিনগর বাজারে চাঁদাবাজির সময় হাতেনাতে চার যুবককে আটক করা হয়। পরে পল্টন থানায় করা এক মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। তাঁদেরকে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিন করে রিমান্ড দিয়েছেন আদালত।

গ্রেপ্তার চারজন ছাড়া চাঁদাবাজির সঙ্গে জড়িত আরও বেশ কয়েকজনকে শনাক্ত করা হয়েছে। তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত