Ajker Patrika

হালখাতা করে ফেরার পথে স্কুলশিক্ষককে গুলি করে হত্যা

পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি
আপডেট : ০১ মে ২০২৩, ১১: ০৭
হালখাতা করে ফেরার পথে স্কুলশিক্ষককে গুলি করে হত্যা

রাজবাড়ীর পাংশায় দুর্বৃত্তদের গুলিতে মিজানুর রহমান (৪৫) নামের এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন। রোববার (৩০ এপ্রিল) রাত ৯টার দিকে উপজেলার কলিমহর ইউপির হোসেনডাঙ্গা মধ্যপাড়া গ্রামের গয়দেব ঠাকুরের বাড়ির সামনে এ ঘটনা ঘটে। মিজানুর রহমান ইউনিয়নের বসাকুষ্টিয়া গ্রামের মৃত ইব্রাহিম মণ্ডলের ছেলে। 

মিজানুর রহমানের বড় ভাই মো. হরুন অর রশিদ সেলফোনে আজকের পত্রিকাকে বলেন, ‘আমার ভাই মিজানুর রহমান পাংশা পাইলট উচ্চ বালিকা উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক। শিক্ষকতার পাশাপাশি তিনি হোসেনডাঙ্গা বাজারে সার ও কীটনাশকের ব্যবসা করতেন। তাঁর দোকানে আজ হালখাতা ছিল। গুলির ঘটনার অল্প কিছুক্ষণ আগে ছেলে প্রিন্সের হাতে টাকা দিয়ে বাড়ি পাঠিয়ে দিয়েছিলেন। এরপর দোকান বন্ধ করে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন।’ 

হারুন অর রশিদ বলেন, ‘আমার ভাইয়ের মোটরসাইকেলে মিজান নামের হোমেনডাঙ্গা গ্রামের এক ব্যক্তি ছিলেন। তাঁর কাছ থেকে জানতে পেরেছি, আমার ভাই বাড়ি ফেরার সময় ঘটনাস্থলে পৌঁছালে একটি মোটরসাইকেলযোগে তিন ব্যক্তি এসে তাঁর গতি রোধ করে মাথায় গুলি করে পালিয়ে যায়। তিনি ঘটনাস্থলেই মারা যান।’ 

আইনি পদক্ষেপ নেবেন কি না, জানতে চাইলে হারুন বলেন, ‘এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এসেছেন। তাঁদের সঙ্গে কথা বলে দেখব কী করা যায়।’ 

এ বিষয়ে জানতে চাইলে রাজবাড়ী জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার পাংশা সার্কেল সুমন কুমার সাহা বলেন, ‘আমরা ঘটনাস্থলে রয়েছি। ঘটনাটি খতিয়ে দেখছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

খালেদা জিয়ার উপদেষ্টা মাসুদ আহমেদের সব পদ স্থগিত

টিআইএন নেওয়ার পরে কিন্তু ঘুমাইতে পারবেন না: এনবিআর চেয়ারম্যান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত