ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি
মানিকগঞ্জের আরিচা ও পাবনার কাজিরহাট এবং মানিকগঞ্জের পাটুরিয়া ও রাজবাড়ীর দৌলতদিয়া নৌপথে ৮ ঘণ্টা বন্ধ থাকার পর আজ শুক্রবার সকাল ১০টার দিকে ফেরি চলাচল শুরু হয়েছে। ঘনকুয়াশায় কারণে গতকাল বৃহস্পতিবার রাত দেড়টা থেকে এই দুই পথে ফেরি চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ।
বিআইডব্লিউটিসি আরিচা আঞ্চলিক অফিস সূত্রে জানা গেছে, আরিচা থেকে কাজিরহাট যাওয়ার পথে ফেরি চিত্রা এবং কাজিরহাট থেকে আরিচা আসার পথে ফেরি খানজাহান আলী যমুনা নদীর মাঝে যানবাহন ও যাত্রী নিয়ে নোঙর করে। দুটি ফেরি ধানসিঁড়ি, শাহ আলী আরিচা ঘাটে এবং কিষানি কাজিরহাট ঘাটে পন্টুনের সঙ্গে বেঁধে রাখা হয়।
এদিকে একই কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি হাসনাহেনা, বরকত ও কপোতী মাঝ নদীতে যাত্রী ও যানবাহন নিয়ে নোঙর করে রয়েছে। এ ছাড়া পাটুরিয়া ঘাটে পাঁচটি ফেরি বনলতা, এনায়েতপুরী, ফরিদপুর, শাহপরান ও গৌরী এবং দৌলতদিয়াতে দুটি ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর ও বীরশ্রেষ্ঠ রুহুল আমিন ঘাটে বেঁধে রাখা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে বিআইডব্লিউটিসির আরিচা আঞ্চলিক কার্যালয়ের এজিএম মো. আব্দুস সালাম আজকের পত্রিকাকে বলেন, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই পদ্মা-যমুনা অববাহিকায় কুয়াশা পড়তে থাকে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশার ঘনত্ব বাড়তে থাকে। রাত দেড়টার দিকে নৌপথ দৃষ্টিসীমার বাইরে চলে যায়। এ সময় ফেরি চালানো খুবই ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। তাই দুর্ঘটনা এড়াতে কর্তৃপক্ষ পাটুরিয়া-দৌলতদিয়া এবং আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি চলাচল বন্ধ রাখে। আজ সকাল ৯টা ৫০ মিনিটে ফেরি চলাচল শুরু হয়।
মানিকগঞ্জের আরিচা ও পাবনার কাজিরহাট এবং মানিকগঞ্জের পাটুরিয়া ও রাজবাড়ীর দৌলতদিয়া নৌপথে ৮ ঘণ্টা বন্ধ থাকার পর আজ শুক্রবার সকাল ১০টার দিকে ফেরি চলাচল শুরু হয়েছে। ঘনকুয়াশায় কারণে গতকাল বৃহস্পতিবার রাত দেড়টা থেকে এই দুই পথে ফেরি চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ।
বিআইডব্লিউটিসি আরিচা আঞ্চলিক অফিস সূত্রে জানা গেছে, আরিচা থেকে কাজিরহাট যাওয়ার পথে ফেরি চিত্রা এবং কাজিরহাট থেকে আরিচা আসার পথে ফেরি খানজাহান আলী যমুনা নদীর মাঝে যানবাহন ও যাত্রী নিয়ে নোঙর করে। দুটি ফেরি ধানসিঁড়ি, শাহ আলী আরিচা ঘাটে এবং কিষানি কাজিরহাট ঘাটে পন্টুনের সঙ্গে বেঁধে রাখা হয়।
এদিকে একই কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি হাসনাহেনা, বরকত ও কপোতী মাঝ নদীতে যাত্রী ও যানবাহন নিয়ে নোঙর করে রয়েছে। এ ছাড়া পাটুরিয়া ঘাটে পাঁচটি ফেরি বনলতা, এনায়েতপুরী, ফরিদপুর, শাহপরান ও গৌরী এবং দৌলতদিয়াতে দুটি ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর ও বীরশ্রেষ্ঠ রুহুল আমিন ঘাটে বেঁধে রাখা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে বিআইডব্লিউটিসির আরিচা আঞ্চলিক কার্যালয়ের এজিএম মো. আব্দুস সালাম আজকের পত্রিকাকে বলেন, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই পদ্মা-যমুনা অববাহিকায় কুয়াশা পড়তে থাকে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশার ঘনত্ব বাড়তে থাকে। রাত দেড়টার দিকে নৌপথ দৃষ্টিসীমার বাইরে চলে যায়। এ সময় ফেরি চালানো খুবই ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। তাই দুর্ঘটনা এড়াতে কর্তৃপক্ষ পাটুরিয়া-দৌলতদিয়া এবং আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি চলাচল বন্ধ রাখে। আজ সকাল ৯টা ৫০ মিনিটে ফেরি চলাচল শুরু হয়।
রাজধানীর মোহাম্মদপুরে আবারও অস্ত্রের মুখে একটি পরিবারকে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার ভোররাতে মোহাম্মদপুরের বছিলাসংলগ্ন লাউতলা এলাকার ৮ নম্বর সড়কের ১০ নম্বর বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী তত্ত্বাবধায়ক নাসিমা বেগম মোহাম্মদপুর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
২৮ নভেম্বর ২০২৪রাজধানীর বিমানবন্দরে শরীরে বিশেষ কৌশলে গাঁজা নিয়ে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তিনজন কিশোর। তাঁরা বর্তমানে কিশোর সংশোধনাগারের রয়েছে।
০৮ নভেম্বর ২০২৪পরিবারে আর্থিক স্বচ্ছলতা ফেরাতে সিঙ্গাপুরে যান দুই ভাই উজ্জ্বল মিয়া ও মো. ঝন্টু। সেখানে থাকা অবস্থায় মুঠোফোনে ভাবির সঙ্গে পরকীয়ায় জড়ান ছোট ভাই মো. ঝন্টু। পরে দেশে ফিরে ভাবিকে বিয়ে করার জন্য আপন বড় ভাই উজ্জ্বল মিয়াকে খুন করে ছোট ভাই।
০৭ নভেম্বর ২০২৪রাজধানীর গেণ্ডারিয়ায় গত দুই মাসে দুই অটোরিকশা চালককে হত্যা করে রিকশা ছিনিয়ে নেওয়া ঘটনা ঘটেছে। পৃথক এই দুই ঘটনায় তদন্তে নেমে বিভিন্ন সময় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
০৭ নভেম্বর ২০২৪