জাপানি কোম্পানির সঙ্গে চুক্তির দ্বারপ্রান্তে বেবিচক

বিশেষ প্রতিনিধি, ঢাকা  
Thumbnail image
ফাইল ছবি

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নির্মাণাধীন থার্ড টার্মিনালের ৯৯ শতাংশের বেশি কাজ শেষ হয়েছে। চলতি বছরই নতুন টার্মিনালে বাণিজ্যিক কার্যক্রম শুরু করতে চায় বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। এরই মধ্যে টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের দায়িত্ব বিমান বাংলাদেশ এয়ারলাইনসকে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। আর টার্মিনাল পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব দেওয়া হবে জাপানের একটি প্রতিষ্ঠানকে।

বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মঞ্জুর কবীর ভূঁইয়া গতকাল বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে বলেন, ‘জাপানের প্রতিষ্ঠানটির সঙ্গে ২২ জানুয়ারি থেকে আলোচনা শুরু হবে। খুব দ্রুত নিগোশিয়েশন শেষ করে চুক্তি করে ফেলব।’

চলতি বছর টার্মিনালে বাণিজ্যিক কার্যক্রম শুরুর লক্ষ্যের কথা জানিয়ে বেবিচক চেয়ারম্যান বলেন, ‘থার্ড টার্মিনালে ৯৯ শতাংশের বেশি কাজ সম্পন্ন হয়ে গেছে। শুধু ভিআইপি ও ভিভিআইপি টার্মিনালের কাজ একটু বাকি আছে। মূল ভবনে সিলিংয়ের কাজ সামান্য বাকি আছে। আশা করছি, আগামী মার্চের মধ্যে কাজগুলো শেষ হবে। আগামী ৭ থেকে ১০ দিনের মধ্যে আমরা টার্মিনালটির অ্যাপ্রোন এলাকা ব্যবহার শুরু করব।’

এ সময় বেবিচকের চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্প কার্যক্রমের তথ্য তুলে বেবিচক চেয়ারম্যান বলেন, ‘এই কাজগুলো আমরা দ্রুতগতিতে এগিয়ে নিচ্ছি। এই উন্নয়ন কাজগুলোর অধিকাংশই এই বছর শেষ হবে। আগামী ফেব্রুয়ারি নাগাদ আমরা আইএলএস-২ ক্যাটাগরির সুবিধা পাব। বিমান ওঠানামার যে লাইট ফিজিবিলিটি, তারও পুরোপুরি সমাধান হয়ে যাবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত