বিশেষ প্রতিনিধি, ঢাকা
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নির্মাণাধীন থার্ড টার্মিনালের ৯৯ শতাংশের বেশি কাজ শেষ হয়েছে। চলতি বছরই নতুন টার্মিনালে বাণিজ্যিক কার্যক্রম শুরু করতে চায় বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। এরই মধ্যে টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের দায়িত্ব বিমান বাংলাদেশ এয়ারলাইনসকে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। আর টার্মিনাল পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব দেওয়া হবে জাপানের একটি প্রতিষ্ঠানকে।
বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মঞ্জুর কবীর ভূঁইয়া গতকাল বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে বলেন, ‘জাপানের প্রতিষ্ঠানটির সঙ্গে ২২ জানুয়ারি থেকে আলোচনা শুরু হবে। খুব দ্রুত নিগোশিয়েশন শেষ করে চুক্তি করে ফেলব।’
চলতি বছর টার্মিনালে বাণিজ্যিক কার্যক্রম শুরুর লক্ষ্যের কথা জানিয়ে বেবিচক চেয়ারম্যান বলেন, ‘থার্ড টার্মিনালে ৯৯ শতাংশের বেশি কাজ সম্পন্ন হয়ে গেছে। শুধু ভিআইপি ও ভিভিআইপি টার্মিনালের কাজ একটু বাকি আছে। মূল ভবনে সিলিংয়ের কাজ সামান্য বাকি আছে। আশা করছি, আগামী মার্চের মধ্যে কাজগুলো শেষ হবে। আগামী ৭ থেকে ১০ দিনের মধ্যে আমরা টার্মিনালটির অ্যাপ্রোন এলাকা ব্যবহার শুরু করব।’
এ সময় বেবিচকের চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্প কার্যক্রমের তথ্য তুলে বেবিচক চেয়ারম্যান বলেন, ‘এই কাজগুলো আমরা দ্রুতগতিতে এগিয়ে নিচ্ছি। এই উন্নয়ন কাজগুলোর অধিকাংশই এই বছর শেষ হবে। আগামী ফেব্রুয়ারি নাগাদ আমরা আইএলএস-২ ক্যাটাগরির সুবিধা পাব। বিমান ওঠানামার যে লাইট ফিজিবিলিটি, তারও পুরোপুরি সমাধান হয়ে যাবে।’
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নির্মাণাধীন থার্ড টার্মিনালের ৯৯ শতাংশের বেশি কাজ শেষ হয়েছে। চলতি বছরই নতুন টার্মিনালে বাণিজ্যিক কার্যক্রম শুরু করতে চায় বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। এরই মধ্যে টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের দায়িত্ব বিমান বাংলাদেশ এয়ারলাইনসকে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। আর টার্মিনাল পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব দেওয়া হবে জাপানের একটি প্রতিষ্ঠানকে।
বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মঞ্জুর কবীর ভূঁইয়া গতকাল বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে বলেন, ‘জাপানের প্রতিষ্ঠানটির সঙ্গে ২২ জানুয়ারি থেকে আলোচনা শুরু হবে। খুব দ্রুত নিগোশিয়েশন শেষ করে চুক্তি করে ফেলব।’
চলতি বছর টার্মিনালে বাণিজ্যিক কার্যক্রম শুরুর লক্ষ্যের কথা জানিয়ে বেবিচক চেয়ারম্যান বলেন, ‘থার্ড টার্মিনালে ৯৯ শতাংশের বেশি কাজ সম্পন্ন হয়ে গেছে। শুধু ভিআইপি ও ভিভিআইপি টার্মিনালের কাজ একটু বাকি আছে। মূল ভবনে সিলিংয়ের কাজ সামান্য বাকি আছে। আশা করছি, আগামী মার্চের মধ্যে কাজগুলো শেষ হবে। আগামী ৭ থেকে ১০ দিনের মধ্যে আমরা টার্মিনালটির অ্যাপ্রোন এলাকা ব্যবহার শুরু করব।’
এ সময় বেবিচকের চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্প কার্যক্রমের তথ্য তুলে বেবিচক চেয়ারম্যান বলেন, ‘এই কাজগুলো আমরা দ্রুতগতিতে এগিয়ে নিচ্ছি। এই উন্নয়ন কাজগুলোর অধিকাংশই এই বছর শেষ হবে। আগামী ফেব্রুয়ারি নাগাদ আমরা আইএলএস-২ ক্যাটাগরির সুবিধা পাব। বিমান ওঠানামার যে লাইট ফিজিবিলিটি, তারও পুরোপুরি সমাধান হয়ে যাবে।’
রাজধানীর মোহাম্মদপুরে আবারও অস্ত্রের মুখে একটি পরিবারকে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার ভোররাতে মোহাম্মদপুরের বছিলাসংলগ্ন লাউতলা এলাকার ৮ নম্বর সড়কের ১০ নম্বর বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী তত্ত্বাবধায়ক নাসিমা বেগম মোহাম্মদপুর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
২৮ নভেম্বর ২০২৪রাজধানীর বিমানবন্দরে শরীরে বিশেষ কৌশলে গাঁজা নিয়ে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তিনজন কিশোর। তাঁরা বর্তমানে কিশোর সংশোধনাগারের রয়েছে।
০৮ নভেম্বর ২০২৪পরিবারে আর্থিক স্বচ্ছলতা ফেরাতে সিঙ্গাপুরে যান দুই ভাই উজ্জ্বল মিয়া ও মো. ঝন্টু। সেখানে থাকা অবস্থায় মুঠোফোনে ভাবির সঙ্গে পরকীয়ায় জড়ান ছোট ভাই মো. ঝন্টু। পরে দেশে ফিরে ভাবিকে বিয়ে করার জন্য আপন বড় ভাই উজ্জ্বল মিয়াকে খুন করে ছোট ভাই।
০৭ নভেম্বর ২০২৪রাজধানীর গেণ্ডারিয়ায় গত দুই মাসে দুই অটোরিকশা চালককে হত্যা করে রিকশা ছিনিয়ে নেওয়া ঘটনা ঘটেছে। পৃথক এই দুই ঘটনায় তদন্তে নেমে বিভিন্ন সময় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
০৭ নভেম্বর ২০২৪