Ajker Patrika

প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে যুবককে পিটিয়ে হত্যা

অনলাইন ডেস্ক
আপডেট : ২৫ মে ২০২২, ১৩: ৫৬
প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে যুবককে পিটিয়ে হত্যা

ভারতের মধ্যপ্রদেশে বিনোদ চৌহান (২১) নামের এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে খুদাইল এলাকায় তাঁর মরদেহ পাওয়া যায়। প্রেমিকার পরিবারের সদস্যরা তাঁকে পিটিয়ে হত্যা করেছে বলে পুলিশের অনুসন্ধানে উঠে এসেছে। আজ বুধবার এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

মধ্যপ্রদেশের ইন্দোরের এক পুলিশ কর্মকর্তা বলেন, চৌহান ও তাঁর প্রেমিকাকে আপত্তিকর অবস্থায় দেখে ফেলে প্রেমিকার পরিবারের লোকজন। এরপর তারা চৌহানকে আটক করে পিটিয়ে হত্যা করে।

এ বিষয়ে পুলিশ সুপার (স্থানীয়) ভগবত সিং ভিরদে জানান, গতকাল সকালে খুদাইল এলাকায় বিনোদ চৌহানের মরদেহ পাওয়া যায়। তদন্তে দেখা গেছে যে মেয়েটির সঙ্গে তাঁর সম্পর্ক ছিল। প্রেমিকার পরিবারের সদস্যরা এক দিন আগে তাঁকে পিটিয়ে হত্যা করে।

পুলিশ সুপার আরও বলেন, ‘আমরা সন্দেহ করছি তাঁকে শ্বাসরোধে করা হয়েছিল। এ ঘটনার পর থেকে প্রেমিকার বাবা-মা ও ভাই পলাতক রয়েছেন। আমরা তাঁদের গ্রেপ্তারের চেষ্টা করছি।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এক ছাতায় সব নাগরিক সেবা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত