অনলাইন ডেস্ক
ভারতের মহারাষ্ট্রে এক মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায় কমপক্ষে ১২ জন নিহত এবং ৫ জন আহত হয়েছেন। যাত্রীরা একটি ট্রেনে আগুন লাগার গুজবে আতঙ্কিত হয়ে নেমে আসার পর পাশের লাইনে আসা আরেকটি ট্রেনের ধাক্কায় তারা প্রাণ হারান।
রেলওয়ে কর্মকর্তারা জানিয়েছেন, মুম্বাইগামী ট্রেনটি মহারাষ্ট্রের জলগাঁও জেলার কাছে এসে থেমে যায়। কারণ কেউ ট্রেনের জরুরি ব্রেক কর্ড টেনে দিয়েছিলেন। কিন্তু এ সময় যাত্রীরা আতঙ্কিত হয়ে নেমে পাশের লাইনে দাঁড়ালে বিপরীত দিক থেকে আসা আরেকটি ট্রেন তাঁদের ধাক্কা দেয়।
বুধবার রাতে বিবিসি জানিয়েছে, এই ঘটনায় এখনো নিশ্চিত হওয়া যায়নি—ট্রেনে আসলেই আগুন লেগেছিল কি না।
মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফোড়নবিস দুর্ঘটনায় নিহতদের প্রতি শোক প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, দুর্ঘটনাস্থলে আটটি অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছে এবং আশপাশের হাসপাতালগুলো প্রস্তুত রাখা হয়েছে।
রেলওয়ের আধুনিকীকরণ দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি অন্যতম লক্ষ্য। এর মধ্য দিয়ে দেশের অর্থনীতি ও সংযোগ উন্নত হবে বলে তিনি আশাবাদী।
সাম্প্রতিক বছরগুলোতে ভারত রেলওয়ের আধুনিকীকরণে ৩০ কোটি ডলারের একটি প্রকল্প শুরু করেছে। তবে একাধিক দুর্ঘটনা এই উদ্যোগকে বারবার ব্যাহত করেছে। এর আগে ২০২৩ সালে দেশটির ওডিশায় তিনটি ট্রেনের এক সংঘর্ষে প্রায় ৩০০ জন নিহত হয়েছিল।
একের পর এক দুর্ঘটনা দেশটির রেল আধুনিকীকরণের প্রতি জনমনে নতুন করে প্রশ্ন তুলতে পারে। পরবর্তী বাজেটে এই প্রকল্পে আরও বিনিয়োগের পরিকল্পনা রয়েছে বলে রয়টার্স জানিয়েছে।
ভারতের মহারাষ্ট্রে এক মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায় কমপক্ষে ১২ জন নিহত এবং ৫ জন আহত হয়েছেন। যাত্রীরা একটি ট্রেনে আগুন লাগার গুজবে আতঙ্কিত হয়ে নেমে আসার পর পাশের লাইনে আসা আরেকটি ট্রেনের ধাক্কায় তারা প্রাণ হারান।
রেলওয়ে কর্মকর্তারা জানিয়েছেন, মুম্বাইগামী ট্রেনটি মহারাষ্ট্রের জলগাঁও জেলার কাছে এসে থেমে যায়। কারণ কেউ ট্রেনের জরুরি ব্রেক কর্ড টেনে দিয়েছিলেন। কিন্তু এ সময় যাত্রীরা আতঙ্কিত হয়ে নেমে পাশের লাইনে দাঁড়ালে বিপরীত দিক থেকে আসা আরেকটি ট্রেন তাঁদের ধাক্কা দেয়।
বুধবার রাতে বিবিসি জানিয়েছে, এই ঘটনায় এখনো নিশ্চিত হওয়া যায়নি—ট্রেনে আসলেই আগুন লেগেছিল কি না।
মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফোড়নবিস দুর্ঘটনায় নিহতদের প্রতি শোক প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, দুর্ঘটনাস্থলে আটটি অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছে এবং আশপাশের হাসপাতালগুলো প্রস্তুত রাখা হয়েছে।
রেলওয়ের আধুনিকীকরণ দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি অন্যতম লক্ষ্য। এর মধ্য দিয়ে দেশের অর্থনীতি ও সংযোগ উন্নত হবে বলে তিনি আশাবাদী।
সাম্প্রতিক বছরগুলোতে ভারত রেলওয়ের আধুনিকীকরণে ৩০ কোটি ডলারের একটি প্রকল্প শুরু করেছে। তবে একাধিক দুর্ঘটনা এই উদ্যোগকে বারবার ব্যাহত করেছে। এর আগে ২০২৩ সালে দেশটির ওডিশায় তিনটি ট্রেনের এক সংঘর্ষে প্রায় ৩০০ জন নিহত হয়েছিল।
একের পর এক দুর্ঘটনা দেশটির রেল আধুনিকীকরণের প্রতি জনমনে নতুন করে প্রশ্ন তুলতে পারে। পরবর্তী বাজেটে এই প্রকল্পে আরও বিনিয়োগের পরিকল্পনা রয়েছে বলে রয়টার্স জানিয়েছে।
রাজধানীর মোহাম্মদপুরে আবারও অস্ত্রের মুখে একটি পরিবারকে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার ভোররাতে মোহাম্মদপুরের বছিলাসংলগ্ন লাউতলা এলাকার ৮ নম্বর সড়কের ১০ নম্বর বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী তত্ত্বাবধায়ক নাসিমা বেগম মোহাম্মদপুর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
২৮ নভেম্বর ২০২৪রাজধানীর বিমানবন্দরে শরীরে বিশেষ কৌশলে গাঁজা নিয়ে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তিনজন কিশোর। তাঁরা বর্তমানে কিশোর সংশোধনাগারের রয়েছে।
০৮ নভেম্বর ২০২৪পরিবারে আর্থিক স্বচ্ছলতা ফেরাতে সিঙ্গাপুরে যান দুই ভাই উজ্জ্বল মিয়া ও মো. ঝন্টু। সেখানে থাকা অবস্থায় মুঠোফোনে ভাবির সঙ্গে পরকীয়ায় জড়ান ছোট ভাই মো. ঝন্টু। পরে দেশে ফিরে ভাবিকে বিয়ে করার জন্য আপন বড় ভাই উজ্জ্বল মিয়াকে খুন করে ছোট ভাই।
০৭ নভেম্বর ২০২৪রাজধানীর গেণ্ডারিয়ায় গত দুই মাসে দুই অটোরিকশা চালককে হত্যা করে রিকশা ছিনিয়ে নেওয়া ঘটনা ঘটেছে। পৃথক এই দুই ঘটনায় তদন্তে নেমে বিভিন্ন সময় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
০৭ নভেম্বর ২০২৪