অনলাইন ডেস্ক
ভারতের মধ্যপ্রদেশ রাজ্যে এক বিধায়কের বিরুদ্ধে বিক্ষোভের খবর সংগ্রহ করতে গিয়ে পুলিশের হেনস্তার শিকার হয়েছেন কয়েকজন সাংবাদিক ও সংস্কৃতিকর্মী। পুলিশ স্টেশনে শুধু অন্তর্বাস পরা অবস্থায় ওই আট ব্যক্তির ছবি ভাইরাল হয়েছে।
ওই ছবিতে দেখা গেছে একজন স্থানীয় সাংবাদিক ও ইউটিউবারকে। তিনি ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে বলেছেন, তাঁকে হেনস্তা করা হয়েছে। স্থানীয় একজন বিজেপি এমএলএর বিরুদ্ধে বিক্ষোভের খবর সংগ্রহ করতে গিয়ে তাঁরা পুলিশের হেনস্তার শিকার হন। পুলিশ তাঁদের ধরে নিয়ে গিয়ে কাপড় খুলতে বাধ্য করে।
জানা গেছে, ঘটনাটি ঘটেছে গত ২ এপ্রিল, মধ্যপ্রদেশ রাজ্যের সিধি জেলায়। বিজেপি এমএলএ কেদারনাথ শুক্লা এবং তাঁর ছেলে গুরুদত্ত শুক্লার বিরুদ্ধে ভুয়া অ্যাকাউন্ট খুলে ‘আপত্তিকর’ মন্তব্য করার অভিযোগে থিয়েটারকর্মী নিরাজ কুন্দ্রাকে গ্রেপ্তারের প্রতিবাদে বিক্ষোভ চলছিল। ওই সাংবাদিকেরা সেই বিক্ষোভের সংবাদ সংগ্রহ করতে গিয়ে পুলিশের কোপানলে পড়েন।
গ্রেপ্তার আটজনের মধ্যে কারিষ্কা তিওয়ারি নামে এক সাংবাদিক অভিযোগ করেন, তাঁর ক্যামেরা পারসনকে গ্রেপ্তার করে কয়েকটি ধারায় মামলা দেওয়া হয়েছে। ‘কেন এমএলএর বিরুদ্ধে তোমরা রিপোর্ট করছ’—এমন কথা বলে পুলিশ। তিওয়ারি আরও বলেন, তাঁদের কাপড় খুলে নিয়ে ১৮ ঘণ্টা পুলিশ হেফাজতে রাখা হয়। গত ২ এপ্রিল রাত প্রায় ৮টায় তাঁদের তুলে নিয়ে যাওয়া হয়। ছাড়া হয় পরদিন সন্ধ্যা ৬টায়। এমএলএর বিরুদ্ধে খবর প্রকাশ করলে উলঙ্গ করে শহরে ঘোরানো হবে বলেও হুমকি দেয় পুলিশ।
এদিকে এ ছবি ভাইরাল হওয়ার পর ভারতজুড়ে সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে। অবশেষে সেই ঘটনার একটি ব্যাখ্যা দিয়েছে পুলিশ। পুলিশ বলছে, হেফাজতে রাখার সময় তাদের শুধু অন্তর্বাস পরে থাকতে দেওয়া হয়েছিল, যাতে তারা আত্মহত্যা করার সুযোগ না পান।
আজ শুক্রবার পুলিশ কর্মকর্তা মনোজ সোনি সাংবাদিকদের বলেন, ‘একটা ছবি ভাইরাল হয়েছে। বলা হচ্ছে, তাঁরা সবাই সাংবাদিক। আমি পরিষ্কার করে বলতে চাই, তাঁরা সবাই সাংবাদিক নন, এর মধ্যে মাত্র একজন সাংবাদিক (ইউটিউবার)। বাকিরা তাঁর বন্ধুবান্ধব।’
ওই পুলিশ কর্মকর্তা বলেন, ‘বিখ্যাত ব্যক্তি ও রাজনীতিকদের’ বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে অবমাননাকর বক্তব্য দেওয়ার কারণে নিরাজ কুন্দ্রা নামে এক ব্যক্তির নামে এফআইআর করা হয়েছে। এর প্রতিবাদে গোটা তিরিশেক লোক বিক্ষোভ করেন। তাঁদের মধ্যে ইউটিউবার কানিষ্ক তিওয়ারিও ছিলেন। তিনি নিজেকে সাংবাদিক বলে দাবি করেছেন।
এই পুলিশ কর্মকর্তার দাবি, ওই ইউটিউবার বিক্ষোভে শামিল ছিলেন। তাঁরা পুলিশ ও প্রশাসনের বিরুদ্ধে লোকজনকে উসকানি দিচ্ছিলেন।
ভাইরাল ছবিটির ব্যাপারে জিজ্ঞেস করলে মনোজ সোনি বলেন, ‘তাঁদের কাপড় খুলে নেওয়া হয়েছে এ তথ্য সঠিক নয়। তাঁদের শুধু অন্তর্বাস পরিয়ে রাখা হয়েছিল, যাতে তাঁরা নিজেদের কাপড় পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করতে না পারেন।’
ভারতের মধ্যপ্রদেশ রাজ্যে এক বিধায়কের বিরুদ্ধে বিক্ষোভের খবর সংগ্রহ করতে গিয়ে পুলিশের হেনস্তার শিকার হয়েছেন কয়েকজন সাংবাদিক ও সংস্কৃতিকর্মী। পুলিশ স্টেশনে শুধু অন্তর্বাস পরা অবস্থায় ওই আট ব্যক্তির ছবি ভাইরাল হয়েছে।
ওই ছবিতে দেখা গেছে একজন স্থানীয় সাংবাদিক ও ইউটিউবারকে। তিনি ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে বলেছেন, তাঁকে হেনস্তা করা হয়েছে। স্থানীয় একজন বিজেপি এমএলএর বিরুদ্ধে বিক্ষোভের খবর সংগ্রহ করতে গিয়ে তাঁরা পুলিশের হেনস্তার শিকার হন। পুলিশ তাঁদের ধরে নিয়ে গিয়ে কাপড় খুলতে বাধ্য করে।
জানা গেছে, ঘটনাটি ঘটেছে গত ২ এপ্রিল, মধ্যপ্রদেশ রাজ্যের সিধি জেলায়। বিজেপি এমএলএ কেদারনাথ শুক্লা এবং তাঁর ছেলে গুরুদত্ত শুক্লার বিরুদ্ধে ভুয়া অ্যাকাউন্ট খুলে ‘আপত্তিকর’ মন্তব্য করার অভিযোগে থিয়েটারকর্মী নিরাজ কুন্দ্রাকে গ্রেপ্তারের প্রতিবাদে বিক্ষোভ চলছিল। ওই সাংবাদিকেরা সেই বিক্ষোভের সংবাদ সংগ্রহ করতে গিয়ে পুলিশের কোপানলে পড়েন।
গ্রেপ্তার আটজনের মধ্যে কারিষ্কা তিওয়ারি নামে এক সাংবাদিক অভিযোগ করেন, তাঁর ক্যামেরা পারসনকে গ্রেপ্তার করে কয়েকটি ধারায় মামলা দেওয়া হয়েছে। ‘কেন এমএলএর বিরুদ্ধে তোমরা রিপোর্ট করছ’—এমন কথা বলে পুলিশ। তিওয়ারি আরও বলেন, তাঁদের কাপড় খুলে নিয়ে ১৮ ঘণ্টা পুলিশ হেফাজতে রাখা হয়। গত ২ এপ্রিল রাত প্রায় ৮টায় তাঁদের তুলে নিয়ে যাওয়া হয়। ছাড়া হয় পরদিন সন্ধ্যা ৬টায়। এমএলএর বিরুদ্ধে খবর প্রকাশ করলে উলঙ্গ করে শহরে ঘোরানো হবে বলেও হুমকি দেয় পুলিশ।
এদিকে এ ছবি ভাইরাল হওয়ার পর ভারতজুড়ে সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে। অবশেষে সেই ঘটনার একটি ব্যাখ্যা দিয়েছে পুলিশ। পুলিশ বলছে, হেফাজতে রাখার সময় তাদের শুধু অন্তর্বাস পরে থাকতে দেওয়া হয়েছিল, যাতে তারা আত্মহত্যা করার সুযোগ না পান।
আজ শুক্রবার পুলিশ কর্মকর্তা মনোজ সোনি সাংবাদিকদের বলেন, ‘একটা ছবি ভাইরাল হয়েছে। বলা হচ্ছে, তাঁরা সবাই সাংবাদিক। আমি পরিষ্কার করে বলতে চাই, তাঁরা সবাই সাংবাদিক নন, এর মধ্যে মাত্র একজন সাংবাদিক (ইউটিউবার)। বাকিরা তাঁর বন্ধুবান্ধব।’
ওই পুলিশ কর্মকর্তা বলেন, ‘বিখ্যাত ব্যক্তি ও রাজনীতিকদের’ বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে অবমাননাকর বক্তব্য দেওয়ার কারণে নিরাজ কুন্দ্রা নামে এক ব্যক্তির নামে এফআইআর করা হয়েছে। এর প্রতিবাদে গোটা তিরিশেক লোক বিক্ষোভ করেন। তাঁদের মধ্যে ইউটিউবার কানিষ্ক তিওয়ারিও ছিলেন। তিনি নিজেকে সাংবাদিক বলে দাবি করেছেন।
এই পুলিশ কর্মকর্তার দাবি, ওই ইউটিউবার বিক্ষোভে শামিল ছিলেন। তাঁরা পুলিশ ও প্রশাসনের বিরুদ্ধে লোকজনকে উসকানি দিচ্ছিলেন।
ভাইরাল ছবিটির ব্যাপারে জিজ্ঞেস করলে মনোজ সোনি বলেন, ‘তাঁদের কাপড় খুলে নেওয়া হয়েছে এ তথ্য সঠিক নয়। তাঁদের শুধু অন্তর্বাস পরিয়ে রাখা হয়েছিল, যাতে তাঁরা নিজেদের কাপড় পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করতে না পারেন।’
রাজধানীর বিমানবন্দরে শরীরে বিশেষ কৌশলে গাঁজা নিয়ে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তিনজন কিশোর। তাঁরা বর্তমানে কিশোর সংশোধনাগারের রয়েছে।
১৫ দিন আগেপরিবারে আর্থিক স্বচ্ছলতা ফেরাতে সিঙ্গাপুরে যান দুই ভাই উজ্জ্বল মিয়া ও মো. ঝন্টু। সেখানে থাকা অবস্থায় মুঠোফোনে ভাবির সঙ্গে পরকীয়ায় জড়ান ছোট ভাই মো. ঝন্টু। পরে দেশে ফিরে ভাবিকে বিয়ে করার জন্য আপন বড় ভাই উজ্জ্বল মিয়াকে খুন করে ছোট ভাই।
১৫ দিন আগেরাজধানীর গেণ্ডারিয়ায় গত দুই মাসে দুই অটোরিকশা চালককে হত্যা করে রিকশা ছিনিয়ে নেওয়া ঘটনা ঘটেছে। পৃথক এই দুই ঘটনায় তদন্তে নেমে বিভিন্ন সময় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
১৫ দিন আগেপাবনার পদ্মা নদী থেকে কয়েক ঘণ্টার ব্যবধানে ১২ বছরের এক কিশোর এবং ২২ বছরের এক তরুণীর অর্ধগলিত দুইটি মরদেহ উদ্ধার করেছে নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ি। উদ্ধারের দুইদিনেও কোনো পরিচয় পাওয়া যায়নি। রোববার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইদুর রহমান।
১৯ দিন আগে