Ajker Patrika

শার্শায় ৬০ বোতল ফেনসিডিলসহ ইজিবাইক চালক আটক

প্রতিনিধি
শার্শায় ৬০ বোতল ফেনসিডিলসহ ইজিবাইক চালক আটক

শার্শা (যশোর): যশোরের শার্শা সীমান্ত থেকে ৬০ বোতল ফেনসিডিলসহ আব্দুর রউফ মোড়ল (৪২) নামে এক ইজিবাইক চালককে আটক করেছে পুলিশ। সে দীর্ঘদিন ধরে ইজিবাইক চালানোর ছলে মাদক পাচার করে আসছিল।

আজ বৃহস্পতিবার (১০ জুন) দুপুর ১টায় উপজেলার সীমান্তবর্তী এলাকা রসুলপুর থেকে বাগআঁচড়া পুলিশ তদন্তকেন্দ্রের সদস্যরা তাঁকে আটক করে।

আটক রউফ বেনাপোল পোর্ট থানার কেষ্টপুর গ্রামের আবুল হোসেনের ছেলে।

পুলিশ জানায়, মাদক পাচারের গোপন খবরে শার্শার বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা অভিযান চালায়। এ সময় রসুলপুর এলাকা থেকে যশোর অভিমুখে যাওয়ার পথে সন্দেহ ভাজন ইজিবাইক থামিয়ে তল্লাশি করা হয়। এ সময় ইজিবাইকে সিটের তলে লুকানো অবস্থায় ৬০ বোতল ফেনসিডিল পাওয়া যায়। পরে মাদক পাচারের অভিযোগে ইজিবাইক চালককে আটক করা হয়।

শার্শার বাঁগআচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) ফিরোজ হোসেন জানান, জিজ্ঞাসাবাদে জানা গেছে আটক ইজিবাইক চালক দীর্ঘ দিন ধরে ইজিবাইক চালানোর ছলে ফেনসিডিল পাচার করে আসছিল। তাঁকে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে যশোর আদালতে সোপর্দ করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

খালেদা জিয়ার উপদেষ্টা মাসুদ আহমেদের সব পদ স্থগিত

টিআইএন নেওয়ার পরে কিন্তু ঘুমাইতে পারবেন না: এনবিআর চেয়ারম্যান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত