মেসির বিশাল ছবি এঁকে প্রশংসায় ভাসছেন খুলনার নয়ন মন্ডল

নিজস্ব প্রতিবেদক, খুলনা 
আপডেট : ২১ জানুয়ারি ২০২৫, ১৭: ৩৯
Thumbnail image
বিএল কলেজ প্রাঙ্গণে মেসির ছবি প্রদর্শন করছেন নয়ন। ছবি: আজকের পত্রিকা

খুলনা সরকারি ব্রজলাল (বিএল) কলেজের অর্থনীতি বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র নয়ন মন্ডল নিজের দক্ষতায় তাক লাগিয়েছেন। লিওনেল মেসির বিশাল আকৃতির ছবি এঁকে তিনি সবার দৃষ্টি কেড়েছেন। ২০ ফুট বাই ১৭ ফুটের এই চিত্রকর্ম তৈরি করতে নয়ন ব্যবহার করেছেন ৫০৪টি এ ফোর সাইজের কাগজ। গতকাল সোমবার বিএল কলেজ প্রাঙ্গণে ছবিটি প্রদর্শন করেন তিনি।

করোনা মহামারির সময় ছবি আঁকায় হাতেখড়ি হয়েছিল নয়নের। তখন থেকেই বাংলাদেশের সবচেয়ে বড় ছবি আঁকার স্বপ্ন দেখা শুরু করেন তিনি। এক মাসের বেশি সময় ধরে অক্লান্ত পরিশ্রম করে এবং বন্ধুদের সহযোগিতায় সেই স্বপ্ন এখন বাস্তবে রূপ নিয়েছে।

নয়নের এই সাফল্যে তার সহপাঠী এবং শিক্ষকেরা বেশ খুশি। তাঁরা মনে করেন, নয়নের প্রতিভা তাঁকে ভবিষ্যতে একজন বিখ্যাত চিত্রশিল্পী হতে সাহায্য করবে।

সহপাঠী মো. ছাবিরুল ইসলাম বলেন, ‘আমার সহপাঠী এত বড় ছবি এঁকেছে, এটা আমাদের জন্য গর্বের বিষয়। সে আমাদের এবং কলেজের নাম উজ্জ্বল করেছে। আমি চাই নয়ন এভাবেই সামনে এগিয়ে যাক।’

অন্য এক সহপাঠী সারমিন সুলতানা বলেন, ‘আমি মেসির বড় ভক্ত। আমার বন্ধু যখন আমার প্রিয় খেলোয়াড়ের ছবি এঁকেছে, তখন আমার খুব ভালো লেগেছে। নয়ন এটি পেশা হিসেবে নিতে চাইছে, আমি তার জন্য শুভকামনা জানাই।’

অর্থনীতি বিভাগের প্রধান প্রফেসর খন্দকার মফিজুর রহমান বলেন, ‘আমি ফুটবল পছন্দ করি এবং আমার প্রিয় খেলোয়াড় লিওনেল মেসি। নয়নের আঁকা এত বড় এবং সুন্দর ছবি দেখে আমি আনন্দিত। তার এমন প্রতিভার কথা আগে জানতাম না।’

কলেজের অধ্যক্ষ প্রফেসর শেখ মোহাম্মদ হুমায়ুন কবির ছাত্রের কাজের প্রশংসা করে বলেন, ‘নয়নের এই চিত্রকর্ম বিএল কলেজে প্রদর্শিত হচ্ছে, যা আমাদের জন্য গর্বের। এটি অন্যান্য জায়গায় প্রদর্শনীর জন্য প্রয়োজনীয় সহায়তা করতে আমরা প্রস্তুত।’

নয়ন মন্ডল তাঁর এই চিত্রকর্মটি লিওনেল মেসির কাছে পৌঁছে দিতে চান। তাঁর স্বপ্ন, পৃথিবীর সবচেয়ে বড় ছবি আঁকিয়ে হিসেবে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে নিজের নাম অন্তর্ভুক্ত করা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

৭ টেলিকম সংস্থার লাইসেন্স বাতিল করল বিটিআরসি

বিপিএলে আতশি কাচের নিচে চল্লিশের বেশি ক্রিকেটার

রাউজানে ছাত্র আন্দোলনের সহসমন্বয়ক রাফির ওপর হামলার অভিযোগ

রাজধানীর বাংলামোটরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুপক্ষে মারামারি

ফরিদপুরে কলেজে যাওয়ার পথে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে শিক্ষার্থীর মৃত্যু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত