যশোর প্রতিনিধি
যশোরে গুলি ও ছুরিকাঘাতে মীর সামিল সাকিব সাদী (৩৫) ওরফে খোঁড়া সাদী নামের এক যুবক নিহত হয়েছেন। গতকাল সোমবার রাত সাড়ে ১১টার দিকে শহরের মুজিব সড়ক জয়ন্তী সোসাইটির পেছনে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত সাদী ওই এলাকার শওকত হোসেনের ছেলে। পুলিশ বলছে, সাদী যশোর রেলগেটের শীর্ষ সন্ত্রাসী ছিলেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার রাতে মোটরসাইকেলে চাচাতো ভাই রাকিবের সঙ্গে বাড়ির উদ্দেশে যাচ্ছিলেন সাদী। বাড়ির সামনের খানিকটা দূরে আগে থেকে অপেক্ষায় ছিলেন দুই শীর্ষ সন্ত্রাসী ট্যাটু সুমন ও মেহেদী। বাসার সামনে পৌঁছাতেই তাঁরা সাদীকে ছুরিকাঘাত করে।
এ সময় সাদীর মোটরসাইকেলে থাকা রাকিব ট্যাটু সুমনকে জড়িয়ে ধরলে তারা কয়েক রাউন্ড গুলি ছোড়ে এবং রাকিবকে আঘাত করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তাদের ছোড়া গুলি সাদীর গলা ও বুকে বিদ্ধ হয়। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে নিলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠান। পথে রাত ১টার দিকে সাদীর মৃত্যু হয়। মরদেহ উদ্ধার করে পুলিশ সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
হাসপাতালে যশোরের অতিরিক্ত পুলিশ সুপার নূর ই আলম সিদ্দিকী জানান, কারা কী কারণে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, সেটা পুলিশ তদন্ত করছে। নিহত সাদী সন্ত্রাসী এবং যাদের নাম আসছে তারাও সন্ত্রাসী। সবার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। যারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, তাদের গ্রেপ্তারে অভিযানে শুরু করেছে পুলিশ।
যশোরে গুলি ও ছুরিকাঘাতে মীর সামিল সাকিব সাদী (৩৫) ওরফে খোঁড়া সাদী নামের এক যুবক নিহত হয়েছেন। গতকাল সোমবার রাত সাড়ে ১১টার দিকে শহরের মুজিব সড়ক জয়ন্তী সোসাইটির পেছনে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত সাদী ওই এলাকার শওকত হোসেনের ছেলে। পুলিশ বলছে, সাদী যশোর রেলগেটের শীর্ষ সন্ত্রাসী ছিলেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার রাতে মোটরসাইকেলে চাচাতো ভাই রাকিবের সঙ্গে বাড়ির উদ্দেশে যাচ্ছিলেন সাদী। বাড়ির সামনের খানিকটা দূরে আগে থেকে অপেক্ষায় ছিলেন দুই শীর্ষ সন্ত্রাসী ট্যাটু সুমন ও মেহেদী। বাসার সামনে পৌঁছাতেই তাঁরা সাদীকে ছুরিকাঘাত করে।
এ সময় সাদীর মোটরসাইকেলে থাকা রাকিব ট্যাটু সুমনকে জড়িয়ে ধরলে তারা কয়েক রাউন্ড গুলি ছোড়ে এবং রাকিবকে আঘাত করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তাদের ছোড়া গুলি সাদীর গলা ও বুকে বিদ্ধ হয়। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে নিলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠান। পথে রাত ১টার দিকে সাদীর মৃত্যু হয়। মরদেহ উদ্ধার করে পুলিশ সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
হাসপাতালে যশোরের অতিরিক্ত পুলিশ সুপার নূর ই আলম সিদ্দিকী জানান, কারা কী কারণে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, সেটা পুলিশ তদন্ত করছে। নিহত সাদী সন্ত্রাসী এবং যাদের নাম আসছে তারাও সন্ত্রাসী। সবার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। যারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, তাদের গ্রেপ্তারে অভিযানে শুরু করেছে পুলিশ।
টিআইবি নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, ‘ধর্ষণ’ শব্দ ব্যবহার না করার অনুরোধের মাধ্যমে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বাস্তবে ধর্ষকের পক্ষ নিচ্ছেন। তিনি এই বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানিয়ে বলেন, অপরাধকে লঘু করার কোনো...
২ দিন আগেধর্ষণের শিকার নারীর ছবি বা পরিচয় সংবাদ মাধ্যম কিংবা ফেসবুকসহ সামাজিক মাধ্যমে কেউ প্রকাশ করলেই পুলিশ বা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে আটক করতে পারবে। নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১৪ ধারায় বর্ণিত এই অপরাধ আমলযোগ্য হওয়ায় জড়িত অভিযোগে কোনো ব্যক্তিকে সঙ্গে সঙ্গে আটক করা যাবে।
৯ দিন আগেসাতক্ষীরার ওয়ারী গ্রামে ব্যবসায়ী স্বামীকে শ্বাসরোধে হত্যার পর বুকের ওপর ‘সরি জান, আই লাভ ইউ’ লিখে স্ত্রী আত্মহত্যা করেছেন। আজ শুক্রবার দুপুরে সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের ওয়ারিয়ার পালপাড়ায় একটি ভাড়া বাড়ি থেকে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করেছে।
১৮ দিন আগেরাজধানীর উত্তরায় প্রকাশ্যে এক দম্পতিকে কুপিয়ে আহত করার ঘটনায় দায়ের করা হত্যাচেষ্টার মামলায় গ্রেপ্তার আরও ৩ ‘কিশোর গ্যাং’ সদস্যকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজা রিমান্ডে নেওয়ার এ আদেশ দেন।
১৯ ফেব্রুয়ারি ২০২৫