খুলনা প্রতিনিধি
খুলনায় ইজিবাইকচালক হাফিজুল ইসলাম হত্যার বিচার দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী। আজ রোববার বেলা সাড়ে ১১টায় নগরীতে বিক্ষোভ মিছিল করে খুলনা প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে খালিশপুর ১১ নম্বর ওয়ার্ডবাসী।
কর্মসূচিতে বক্তারা বলেন, হাফিজুল হত্যা মামলায় পুলিশ এ পর্যন্ত হাসান নাকিব ও তাঁর স্ত্রী রেশমা খাতুনকে গ্রেপ্তার করেছে। এই দুই আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেও ঘটনার সময় আরেক যুবক ওই ইজিবাইকে ছিলেন। তাঁকে পুলিশ এখনো গ্রেপ্তার করতে পারেনি। এ ছাড়া এ হত্যা মামলায় আসামিদের পক্ষে মামলা পরিচালনা না করার জন্য আইনজীবীদের প্রতি আহ্বান জানান তাঁরা।
এ সময় বক্তব্য দেন নিহত হাফিজুলের বড় ভাই মঈনুল ইসলাম ও ছোট ভাই শরিফুল ইসলাম রানা। সংহতি প্রকাশ করে বক্তব্য দেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সম্পাদকমণ্ডলীর সদস্য মিজানুর রহমান বাবু, শ্রমিক দল খুলনা নগর শাখার সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, গণসংহতি আন্দোলনের জেলা শাখার নেতা মুনীর চৌধুরী সোহেল, শ্রমিক ফ্রন্ট জেলা শাখার সভাপতি মো. করিম প্রমুখ।
জানা গেছে, গত ৭ মার্চ সকাল ৮টার দিকে বটিয়াঘাটা উপজেলার ২ নম্বর ইউনিয়নের জনৈক সত্যজিত রায়ের জমি থেকে খুলনার খালিশপুর এলাকার ইজিবাইকচালক হাফিজুলের গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের ভাই অজ্ঞাতনামা আসামিদের নাম উল্লেখ করে বটিয়াঘাটা থানায় মামলা দায়ের করেন।
ঘটনার পর থেকে পুলিশ আসামিদের গ্রেপ্তারে বিভিন্ন স্থানে অভিযান চালায়। পরে প্রযুক্তি ব্যবহার করে হাসান নাকিব ও তাঁর স্ত্রী রেশমা খাতুনকে গ্রেপ্তার করে। তাঁরা হত্যার দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
খুলনায় ইজিবাইকচালক হাফিজুল ইসলাম হত্যার বিচার দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী। আজ রোববার বেলা সাড়ে ১১টায় নগরীতে বিক্ষোভ মিছিল করে খুলনা প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে খালিশপুর ১১ নম্বর ওয়ার্ডবাসী।
কর্মসূচিতে বক্তারা বলেন, হাফিজুল হত্যা মামলায় পুলিশ এ পর্যন্ত হাসান নাকিব ও তাঁর স্ত্রী রেশমা খাতুনকে গ্রেপ্তার করেছে। এই দুই আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেও ঘটনার সময় আরেক যুবক ওই ইজিবাইকে ছিলেন। তাঁকে পুলিশ এখনো গ্রেপ্তার করতে পারেনি। এ ছাড়া এ হত্যা মামলায় আসামিদের পক্ষে মামলা পরিচালনা না করার জন্য আইনজীবীদের প্রতি আহ্বান জানান তাঁরা।
এ সময় বক্তব্য দেন নিহত হাফিজুলের বড় ভাই মঈনুল ইসলাম ও ছোট ভাই শরিফুল ইসলাম রানা। সংহতি প্রকাশ করে বক্তব্য দেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সম্পাদকমণ্ডলীর সদস্য মিজানুর রহমান বাবু, শ্রমিক দল খুলনা নগর শাখার সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, গণসংহতি আন্দোলনের জেলা শাখার নেতা মুনীর চৌধুরী সোহেল, শ্রমিক ফ্রন্ট জেলা শাখার সভাপতি মো. করিম প্রমুখ।
জানা গেছে, গত ৭ মার্চ সকাল ৮টার দিকে বটিয়াঘাটা উপজেলার ২ নম্বর ইউনিয়নের জনৈক সত্যজিত রায়ের জমি থেকে খুলনার খালিশপুর এলাকার ইজিবাইকচালক হাফিজুলের গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের ভাই অজ্ঞাতনামা আসামিদের নাম উল্লেখ করে বটিয়াঘাটা থানায় মামলা দায়ের করেন।
ঘটনার পর থেকে পুলিশ আসামিদের গ্রেপ্তারে বিভিন্ন স্থানে অভিযান চালায়। পরে প্রযুক্তি ব্যবহার করে হাসান নাকিব ও তাঁর স্ত্রী রেশমা খাতুনকে গ্রেপ্তার করে। তাঁরা হত্যার দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
টিআইবি নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, ‘ধর্ষণ’ শব্দ ব্যবহার না করার অনুরোধের মাধ্যমে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বাস্তবে ধর্ষকের পক্ষ নিচ্ছেন। তিনি এই বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানিয়ে বলেন, অপরাধকে লঘু করার কোনো...
১ দিন আগেধর্ষণের শিকার নারীর ছবি বা পরিচয় সংবাদ মাধ্যম কিংবা ফেসবুকসহ সামাজিক মাধ্যমে কেউ প্রকাশ করলেই পুলিশ বা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে আটক করতে পারবে। নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১৪ ধারায় বর্ণিত এই অপরাধ আমলযোগ্য হওয়ায় জড়িত অভিযোগে কোনো ব্যক্তিকে সঙ্গে সঙ্গে আটক করা যাবে।
৮ দিন আগেসাতক্ষীরার ওয়ারী গ্রামে ব্যবসায়ী স্বামীকে শ্বাসরোধে হত্যার পর বুকের ওপর ‘সরি জান, আই লাভ ইউ’ লিখে স্ত্রী আত্মহত্যা করেছেন। আজ শুক্রবার দুপুরে সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের ওয়ারিয়ার পালপাড়ায় একটি ভাড়া বাড়ি থেকে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করেছে।
১৭ দিন আগেরাজধানীর উত্তরায় প্রকাশ্যে এক দম্পতিকে কুপিয়ে আহত করার ঘটনায় দায়ের করা হত্যাচেষ্টার মামলায় গ্রেপ্তার আরও ৩ ‘কিশোর গ্যাং’ সদস্যকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজা রিমান্ডে নেওয়ার এ আদেশ দেন।
১৯ ফেব্রুয়ারি ২০২৫