Ajker Patrika

আইসক্রিমের প্রলোভনে শিশুকে ধর্ষণের অভিযোগ ৬০ বছরের বৃদ্ধের বিরুদ্ধে

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি
আপডেট : ১৭ জুন ২০২৩, ১৬: ৪৮
আইসক্রিমের প্রলোভনে শিশুকে ধর্ষণের অভিযোগ ৬০ বছরের বৃদ্ধের বিরুদ্ধে

বাগেরহাটের ফকিরহাটে খাবারের লোভ দেখিয়ে প্রথম শ্রেণির এক শিশুকে (১১) ধর্ষণের অভিযোগ উঠেছে। উপজেলার নলধা-মৌভোগ ইউনিয়নের মৌভোগ পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই শিক্ষার্থীর মা বাদী হয়ে আজ শনিবার ফকিরহাট মডেল থানায় একজনকে অভিযুক্ত করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেছেন। ঘটনার পর আসামি আ. হামিদ শেখ পলাতক রয়েছেন। 

মামলার তদন্তকারী কর্মকর্তা মৌভোগ পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) বিজন সরকার জানান, গত বুধবার বিকেল ৪টার দিকে ওই শিশু বাড়ির পাশে অন্য শিশুদের সঙ্গে খেলছিল। এ সময় একই এলাকার আ. হামিদ শেখ ওরফে ছোটো (৬০) নামের এক ব্যক্তি শিশুটিকে খাবারের লোভ দেখিয়ে একটি ঘরে ডেকে নিয়ে যান। এরপর শিশুটিকে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করেন। ওই শিশু পরে বিষয়টি পরিবারকে জানায়। ঘটনাটি এলাকায় জানাজানির পর অভিযুক্ত আ. হামিদ শেখ পালিয়ে যান। 
 
শিশুটির পরিবার জানায়, ঘটনার দিন তাদের মেয়েকে আইসক্রিম খাওয়ানোর লোভ দেখিয়ে একটি ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করেন আ. হামিদ শেখ। 

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. আলীমুজ্জামান বলেন, ভিকটিমের ডাক্তারি পরীক্ষার জন্য আজ সকালে বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্ত আসামি আ. হামিদ শেখকে গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত