কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে আহত অন্তত ১০ জনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ রোববার রাত ৮টার দিকে কুষ্টিয়া সরকারি কলেজ মাঠে এ ঘটনা ঘটে।
জানতে চাইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র পারভেজ মোশাররফ বলেন, যারা বর্তমান কমিটিকে বিতর্কিত করতে চাচ্ছে, তারাই এ ঘটনা ঘটিয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যসচিব ও নাগরিক কমিটির নেতাসহ তাঁদের অন্তত ৮-৯ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কয়েকজনের অবস্থা গুরুতর।
আহত ব্যক্তিদের মধ্যে রয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির সদস্যসচিব মোস্তাফিজুর রহমান, নাগরিক কমিটির সদস্য সুলতান মারুফ তালহা, আলভী, ইব্রাহিম, জুবায়ের, নয়ন, আলী আহসান, সোহান ও রেজোয়ান। এর মধ্যে ইব্রাহিমের অবস্থা গুরুতর। তাঁর মাথায় লাঠির আঘাতসহ বেশ কয়েকটি আঘাত রয়েছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক সায়াদ ইসলাম শ্রেষ্ঠ সাংবাদিকদের জানান, কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে সমবায় মার্কেটে সম্প্রতি আবরার ফাহাদ লাইব্রেরি নামের একটি পাঠাগার উদ্বোধন করা হয়েছে। সেখানে নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা বসেন। কিছু উগ্রপন্থী মানুষ, যারা লাইব্রেরিকে ধ্বংস করার চেষ্টা করছে, তারাই এ হামলা চালিয়েছে। হামলায় আমাদের ১৫-১৬ জন আহত হয়েছেন।’
কুষ্টিয়া মডেল থানার পরিদর্শক (তদন্ত) আবদুল আলীম বলেন, ‘কলেজ মাঠে একটা ঘটনা ঘটেছে। এরপর হাসপাতালেও সামান্য ঝামেলা হয়। সবখানেই পুলিশ রয়েছে। পরিস্থিতি শান্ত করতে আমরা কাজ করছি।’
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক হামিদুল ইসলাম বলেন, রাত সাড়ে ৯টা পর্যন্ত ১০ জনকে ভর্তি করা হয়েছে। এর মধ্যে একজনের অবস্থা গুরুতর।
কুষ্টিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে আহত অন্তত ১০ জনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ রোববার রাত ৮টার দিকে কুষ্টিয়া সরকারি কলেজ মাঠে এ ঘটনা ঘটে।
জানতে চাইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র পারভেজ মোশাররফ বলেন, যারা বর্তমান কমিটিকে বিতর্কিত করতে চাচ্ছে, তারাই এ ঘটনা ঘটিয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যসচিব ও নাগরিক কমিটির নেতাসহ তাঁদের অন্তত ৮-৯ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কয়েকজনের অবস্থা গুরুতর।
আহত ব্যক্তিদের মধ্যে রয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির সদস্যসচিব মোস্তাফিজুর রহমান, নাগরিক কমিটির সদস্য সুলতান মারুফ তালহা, আলভী, ইব্রাহিম, জুবায়ের, নয়ন, আলী আহসান, সোহান ও রেজোয়ান। এর মধ্যে ইব্রাহিমের অবস্থা গুরুতর। তাঁর মাথায় লাঠির আঘাতসহ বেশ কয়েকটি আঘাত রয়েছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক সায়াদ ইসলাম শ্রেষ্ঠ সাংবাদিকদের জানান, কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে সমবায় মার্কেটে সম্প্রতি আবরার ফাহাদ লাইব্রেরি নামের একটি পাঠাগার উদ্বোধন করা হয়েছে। সেখানে নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা বসেন। কিছু উগ্রপন্থী মানুষ, যারা লাইব্রেরিকে ধ্বংস করার চেষ্টা করছে, তারাই এ হামলা চালিয়েছে। হামলায় আমাদের ১৫-১৬ জন আহত হয়েছেন।’
কুষ্টিয়া মডেল থানার পরিদর্শক (তদন্ত) আবদুল আলীম বলেন, ‘কলেজ মাঠে একটা ঘটনা ঘটেছে। এরপর হাসপাতালেও সামান্য ঝামেলা হয়। সবখানেই পুলিশ রয়েছে। পরিস্থিতি শান্ত করতে আমরা কাজ করছি।’
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক হামিদুল ইসলাম বলেন, রাত সাড়ে ৯টা পর্যন্ত ১০ জনকে ভর্তি করা হয়েছে। এর মধ্যে একজনের অবস্থা গুরুতর।
টিআইবি নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, ‘ধর্ষণ’ শব্দ ব্যবহার না করার অনুরোধের মাধ্যমে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বাস্তবে ধর্ষকের পক্ষ নিচ্ছেন। তিনি এই বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানিয়ে বলেন, অপরাধকে লঘু করার কোনো...
১ দিন আগেধর্ষণের শিকার নারীর ছবি বা পরিচয় সংবাদ মাধ্যম কিংবা ফেসবুকসহ সামাজিক মাধ্যমে কেউ প্রকাশ করলেই পুলিশ বা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে আটক করতে পারবে। নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১৪ ধারায় বর্ণিত এই অপরাধ আমলযোগ্য হওয়ায় জড়িত অভিযোগে কোনো ব্যক্তিকে সঙ্গে সঙ্গে আটক করা যাবে।
৮ দিন আগেসাতক্ষীরার ওয়ারী গ্রামে ব্যবসায়ী স্বামীকে শ্বাসরোধে হত্যার পর বুকের ওপর ‘সরি জান, আই লাভ ইউ’ লিখে স্ত্রী আত্মহত্যা করেছেন। আজ শুক্রবার দুপুরে সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের ওয়ারিয়ার পালপাড়ায় একটি ভাড়া বাড়ি থেকে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করেছে।
১৭ দিন আগেরাজধানীর উত্তরায় প্রকাশ্যে এক দম্পতিকে কুপিয়ে আহত করার ঘটনায় দায়ের করা হত্যাচেষ্টার মামলায় গ্রেপ্তার আরও ৩ ‘কিশোর গ্যাং’ সদস্যকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজা রিমান্ডে নেওয়ার এ আদেশ দেন।
১৯ ফেব্রুয়ারি ২০২৫