সুন্দরবনে ৩ বাঘের দেখা পেলেন পর্যটকেরা, তুললেন ছবিও

বাগেরহাট প্রতিনিধি
Thumbnail image
বাঘ-সুন্দরবনের কটকার বেতমোড় খালে বাঘ। ছবি: আজকের পত্রিকা

সুন্দরবন ভ্রমণে গিয়ে একসঙ্গে তিনটি বাঘের দেখা পেয়েছেন দর্শনার্থীরা। গত রোববার দুপুরে সুন্দরবন পূর্ব বন বিভাগের কটকা অভয়ারণ্য এলাকার বেতমোড় খালে এবং খালসংলগ্ন বনে বাঘগুলো দেখতে পান পর্যটকবাহী লঞ্চ এমভি আলাস্কার দর্শনার্থীরা। তাঁরা মোবাইল ফোন দিয়ে বাঘগুলোর ছবি তোলেন।

সুন্দরবনের অভ্যন্তরে মুঠোফোনের নেটওয়ার্ক স্বাভাবিক না থাকার কারণে বিষয়টি সোমবার বিকেলে জানাজানি হয়। বাঘের দেখা পাওয়া পর্যটকবাহী লঞ্চ এমভি আলাস্কার পর্যটক গাইড মো. আলামিন মোবাইল ফোনে বলেন, ওই দিন দুপুরে আমাদের লঞ্চ কটকার বেতমোড় খালের কাছে আসার পর একই জায়গায় তিনটি বাঘের উপস্থিতি দেখতে পান পর্যটকেরা। বাঘ তিনটির ছবিও তোলেন তাঁরা।

বাঘ-সুন্দরবনের কটকার বেতমোড় খালে বাঘ। ছবি: আজকের পত্রিকা
বাঘ-সুন্দরবনের কটকার বেতমোড় খালে বাঘ। ছবি: আজকের পত্রিকা

তিনি আরও বলেন, বাঘগুলো অনেক সময় ধরে ওই এলাকায় ছিল। কটকা অফিস পাড় থেকে দুটি বাঘ এবং বেতমোর নদী পেরিয়ে একটি বাঘ এসে একত্রিত হয়েছিল। কিন্তু বেতমোড় এলাকা থেকে আসা বাঘটিকে অপর দুটি বাঘ আক্রমণ করে প্রথমে নদীতে ফেলে দেয়। নদীতে পড়ে যাওয়া বাঘটি অনেকক্ষণ ধরে পানিতে ভাসছিল। পরে সাঁতরে উঠে বনের মধ্যে পালিয়ে যায়।

পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কটকা অভয়ারণ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সোয়েবুর রহমান সুমন বলেন, কিছুদিন আগে কটকার বাদামতলা এলাকায় টহলের সময় একসঙ্গে চারটি বাঘ দেখেছিলাম। এবার পর্যটকবাহী একটি লঞ্চের দর্শনার্থীরা একসঙ্গে তিনটি বাঘ দেখতে পেয়েছেন বলে আমাদের জানিয়েছেন। চোরা শিকারির সংখ্যা কমে যাওয়া এবং বাঘ সুস্থ আবাসস্থল ফিরে পাওয়ায় সুন্দরবনে বাঘের সংখ্যা বৃদ্ধি পেয়েছে।

বাঘ-সুন্দরবনের কটকার বেতমোড় খালে বাঘ। ছবি: আজকের পত্রিকা
বাঘ-সুন্দরবনের কটকার বেতমোড় খালে বাঘ। ছবি: আজকের পত্রিকা

এর আগে ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে শরণখোলা রেঞ্জের চান্দেশ্বর ফরেস্ট টহল ফাঁড়ি এলাকায় একসঙ্গে তিনটি বাঘ ২০ ঘণ্টা ধরে অবস্থান করছিল। তখনো বনরক্ষীরা বাঘ তিনটির ছবি ও ভিডিও ধারণ করেছিলেন। বাঘের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করলে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছিল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

৭ টেলিকম সংস্থার লাইসেন্স বাতিল করল বিটিআরসি

রাউজানে ছাত্র আন্দোলনের সহসমন্বয়ক রাফির ওপর হামলার অভিযোগ

রাজধানীর বাংলামোটরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুপক্ষে মারামারি

ফরিদপুরে কলেজে যাওয়ার পথে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে শিক্ষার্থীর মৃত্যু

তথ্য কমিশনারের পদ থেকে মাসুদা ভাট্টিকে অপসারণ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত