অনলাইন ডেস্ক
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বিভিন্ন সময়ই দাবি করেছেন, যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর ভালো বন্ধু। এবারে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্প জেতার পরও এ কথা বলেছেন তিনি। তবে সম্প্রতি ইসরায়েলের প্রধানমন্ত্রীকে গালি দেওয়ার একটি ভিডিও প্রকাশ করেছেন ট্রাম্প। সেখানে বলা হচ্ছে, নেতানিয়াহু ‘কুচকুচে কালো কুকুরছানা’।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, নেতানিয়াহুকে এই গালি দিয়েছেন ব্রিটিশ অর্থনীতিবিদ জেফরি শ্যাক্স। ইসরায়েল ও নেতানিয়াহুর নীতির কঠোর সমালোচনা করে তিনি যে বক্তব্য দিয়েছেন সেই ভিডিও শেয়ার করেছেন ট্রাম্প।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এই ভিডিও শেয়ার করেন ট্রাম্প। এতে দেখা যায়, নেতানিয়াহুর বন্দীবিনিময় এবং সিরিয়া নীতি নিয়ে কথা বলছেন জেফরি শ্যাক্স। একই সঙ্গে মার্কিন পররাষ্ট্রনীতি প্রভাবিত করার ক্ষেত্রে ইসরায়েলের প্রধানমন্ত্রীকে দায়ী করেছেন তিনি। জেফরির মতে, মধ্যপ্রাচ্যকে একটি গন্তব্যহীন যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছেন নেতানিয়াহু।
ইংল্যান্ডের বিতার্কিকদের সংগঠন ক্যামব্রিজ ইউনিয়নের এক সভায় সম্প্রতি বক্তব্য দেন অর্থনীতিবিদ জেফরি শ্যাক্স। এতে তিনি বলেন, ‘১৯৯৫ সাল থেকে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে নির্মূলের চেষ্টা চালিয়ে যাচ্ছেন নেতানিয়াহু। এর পেছনে আরেকটি উদ্দেশ্য হলো সিরিয়া, ইরান ও ইরাককে কাবু করা।’ তিনি আরও বলেন, ‘নেতানিয়াহু আমাদের একটি গন্তব্যহীন যুদ্ধের মধ্যে ঠেলে দিয়েছেন। এই কাজে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক শক্তিকে ব্যবহার করছেন তিনি।’
যুক্তরাষ্ট্রের রাজনীতিতে ইসরায়েলপন্থী গোষ্ঠীর প্রভাব প্রসঙ্গে বলতে গিয়ে অর্থনীতিবিদ জেফরি শ্যাক্স এসব কথা বলেন। তবে এই ভিডিও ট্রাম্প কেন সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন সেটা এখনো স্পষ্ট নয়। যদিও ট্রাম্পের যুদ্ধ নিয়ে একটি নিজস্ব অবস্থান রয়েছে। প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার আগেই তিনি বলেছিলেন, ইউক্রেন যুদ্ধ তিনি থামাতে চান ক্ষমতায় বসার আগে কিংবা ক্ষমতায় বসার এক দিনের মধ্যে।
এ ছাড়া গাজা যুদ্ধ থামানোর কথাও তিনি বলেছেন। একই সঙ্গে নেতানিয়াহু যা চান, তা-ই করার কথাও বলেছেন। তবে এই ভিডিও শেয়ার করে নেতানিয়াহুর ওপর ট্রাম্প চাপ সৃষ্টি করতে চাইছেন কি না, সেটাও স্পষ্ট নয়।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বিভিন্ন সময়ই দাবি করেছেন, যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর ভালো বন্ধু। এবারে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্প জেতার পরও এ কথা বলেছেন তিনি। তবে সম্প্রতি ইসরায়েলের প্রধানমন্ত্রীকে গালি দেওয়ার একটি ভিডিও প্রকাশ করেছেন ট্রাম্প। সেখানে বলা হচ্ছে, নেতানিয়াহু ‘কুচকুচে কালো কুকুরছানা’।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, নেতানিয়াহুকে এই গালি দিয়েছেন ব্রিটিশ অর্থনীতিবিদ জেফরি শ্যাক্স। ইসরায়েল ও নেতানিয়াহুর নীতির কঠোর সমালোচনা করে তিনি যে বক্তব্য দিয়েছেন সেই ভিডিও শেয়ার করেছেন ট্রাম্প।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এই ভিডিও শেয়ার করেন ট্রাম্প। এতে দেখা যায়, নেতানিয়াহুর বন্দীবিনিময় এবং সিরিয়া নীতি নিয়ে কথা বলছেন জেফরি শ্যাক্স। একই সঙ্গে মার্কিন পররাষ্ট্রনীতি প্রভাবিত করার ক্ষেত্রে ইসরায়েলের প্রধানমন্ত্রীকে দায়ী করেছেন তিনি। জেফরির মতে, মধ্যপ্রাচ্যকে একটি গন্তব্যহীন যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছেন নেতানিয়াহু।
ইংল্যান্ডের বিতার্কিকদের সংগঠন ক্যামব্রিজ ইউনিয়নের এক সভায় সম্প্রতি বক্তব্য দেন অর্থনীতিবিদ জেফরি শ্যাক্স। এতে তিনি বলেন, ‘১৯৯৫ সাল থেকে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে নির্মূলের চেষ্টা চালিয়ে যাচ্ছেন নেতানিয়াহু। এর পেছনে আরেকটি উদ্দেশ্য হলো সিরিয়া, ইরান ও ইরাককে কাবু করা।’ তিনি আরও বলেন, ‘নেতানিয়াহু আমাদের একটি গন্তব্যহীন যুদ্ধের মধ্যে ঠেলে দিয়েছেন। এই কাজে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক শক্তিকে ব্যবহার করছেন তিনি।’
যুক্তরাষ্ট্রের রাজনীতিতে ইসরায়েলপন্থী গোষ্ঠীর প্রভাব প্রসঙ্গে বলতে গিয়ে অর্থনীতিবিদ জেফরি শ্যাক্স এসব কথা বলেন। তবে এই ভিডিও ট্রাম্প কেন সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন সেটা এখনো স্পষ্ট নয়। যদিও ট্রাম্পের যুদ্ধ নিয়ে একটি নিজস্ব অবস্থান রয়েছে। প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার আগেই তিনি বলেছিলেন, ইউক্রেন যুদ্ধ তিনি থামাতে চান ক্ষমতায় বসার আগে কিংবা ক্ষমতায় বসার এক দিনের মধ্যে।
এ ছাড়া গাজা যুদ্ধ থামানোর কথাও তিনি বলেছেন। একই সঙ্গে নেতানিয়াহু যা চান, তা-ই করার কথাও বলেছেন। তবে এই ভিডিও শেয়ার করে নেতানিয়াহুর ওপর ট্রাম্প চাপ সৃষ্টি করতে চাইছেন কি না, সেটাও স্পষ্ট নয়।
রাজধানীর মোহাম্মদপুরে আবারও অস্ত্রের মুখে একটি পরিবারকে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার ভোররাতে মোহাম্মদপুরের বছিলাসংলগ্ন লাউতলা এলাকার ৮ নম্বর সড়কের ১০ নম্বর বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী তত্ত্বাবধায়ক নাসিমা বেগম মোহাম্মদপুর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
২৮ নভেম্বর ২০২৪রাজধানীর বিমানবন্দরে শরীরে বিশেষ কৌশলে গাঁজা নিয়ে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তিনজন কিশোর। তাঁরা বর্তমানে কিশোর সংশোধনাগারের রয়েছে।
০৮ নভেম্বর ২০২৪পরিবারে আর্থিক স্বচ্ছলতা ফেরাতে সিঙ্গাপুরে যান দুই ভাই উজ্জ্বল মিয়া ও মো. ঝন্টু। সেখানে থাকা অবস্থায় মুঠোফোনে ভাবির সঙ্গে পরকীয়ায় জড়ান ছোট ভাই মো. ঝন্টু। পরে দেশে ফিরে ভাবিকে বিয়ে করার জন্য আপন বড় ভাই উজ্জ্বল মিয়াকে খুন করে ছোট ভাই।
০৭ নভেম্বর ২০২৪রাজধানীর গেণ্ডারিয়ায় গত দুই মাসে দুই অটোরিকশা চালককে হত্যা করে রিকশা ছিনিয়ে নেওয়া ঘটনা ঘটেছে। পৃথক এই দুই ঘটনায় তদন্তে নেমে বিভিন্ন সময় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
০৭ নভেম্বর ২০২৪