Ajker Patrika

পাঞ্জাবিতে ময়লা ছিটিয়ে ব্যবসায়ীর ৪ লাখ টাকা ছিনতাই

ময়মনসিংহ প্রতিনিধি
পাঞ্জাবিতে ময়লা ছিটিয়ে ব্যবসায়ীর ৪ লাখ টাকা ছিনতাই

ময়মনসিংহে পাঞ্জাবিতে ময়লা ছিটিয়ে শামসুল আলম (৬০) নামের এক ব্যবসায়ীর কাছ থেকে ৪ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে প্রতারক চক্রের সদস্যরা। আজ বুধবার বেলা ২টার দিকে নগরীর আঠারবাড়ি মোড় এলাকায় এই ঘটনা ঘটে। শামসুল আলম নগর আকুয়া এলাকার বাসিন্দা। তিনি পেশায় একজন সার ব্যবসায়ী ও ঠিকাদার।

এ নিয়ে শামসুল আলম বলেন, ‘আজ বেলা ২টার দিকে ছোট বাজার এলাকার একটি বেসরকারি ব্যাংক থেকে ৯ লাখ টাকা তুলে পাঁচ লাখ টাকা আরেকটি ব্যাংকে জমা দিই। বাকি ৪ লাখ টাকা নিয়ে আরেকটি ব্যাংকে জমা দিতে যাচ্ছিলাম। পথে নগরীর আঠারবাড়ি মোড়ে যেতেই পেছন থেকে একজন বলে উঠে আপনার পাঞ্জাবিতে ময়লা লেগেছে। এরপর ময়লা পরিষ্কার করার সময় টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যায় তাঁরা। পরে আশপাশের এলাকায় খোঁজে তাঁদের না পেয়ে থানায় অভিযোগ করি।’

এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ বলেন, ‘এ ঘটনায় ভিক্টিম লিখিত অভিযোগ করেছেন। এরপর ওই এলাকার কয়েকটি সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে দেখছি এবং চক্রটিকে ধরতে পুলিশ মাঠে নেমেছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

খালেদা জিয়ার উপদেষ্টা মাসুদ আহমেদের সব পদ স্থগিত

টিআইএন নেওয়ার পরে কিন্তু ঘুমাইতে পারবেন না: এনবিআর চেয়ারম্যান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত