Ajker Patrika

ঈশ্বরগঞ্জে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা, থানায় মামলা 

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি 
আপডেট : ১২ ডিসেম্বর ২০২১, ১৮: ৪৯
ঈশ্বরগঞ্জে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা, থানায় মামলা 

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগে দুজনের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে। আজ রোববার ওই শিক্ষার্থীর বাবা বাদী হয়ে ঈশ্বরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন বলে নিশ্চিত করেন ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল কাদের মিয়া। 

আসামিরা হলেন উপজেলার রাজিবপুর ইউনিয়নের হাটভূলসুমা গ্রামের দিলওয়ার হোসেনের ছেলে মারুফ মিয়া (১৪) ও মৃত মাতাব উদ্দিনের ছেলে দুলাল মিয়া (৪০)। 

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৭ নভেম্বর স্থানীয় বিদ্যালয়ের পরিত্যক্ত কক্ষে নিয়ে গিয়ে শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টা করেন তাঁরা। এ সময় ওই শিশু শিক্ষার্থীর চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্ত ব্যক্তিরা কৌশলে পালিয়ে যান। পরে ভুক্তভোগী শিশুর বাবা স্থানীয়ভাবে বিচার প্রার্থী হলে আক্তার মিয়া ও সাবেক মেম্বার আব্দুল মোতালেব মীমাংসা করে দেওয়ার কথা বলে বিলম্ব করেন। অপরদিকে, অভিযুক্ত ব্যক্তিরা ওই শিক্ষার্থীর পরিবারকে আইনের আশ্রয় না নেওয়ার জন্য হুমকিও দিতে থাকেন। 
 
এ বিষয়ে জানতে চাইলে মুঠোফোনে আক্তার উদ্দিন বলেন, ‘বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার জন্য আজকেও বাদীর বাড়িতে গিয়েছি। কিন্তু তাঁকে বাড়িতে পাওয়া যায়নি।’ 

অভিযোগ সম্পর্কে জানতে অভিযুক্ত ব্যক্তিদের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের মোবাইল বন্ধ পাওয়া যায়। 

ঈশ্বরগঞ্জ থানার ওসি মো. আবদুল কাদের মিয়া বলেন, তৃতীয় শ্রেণির শিশুকে ধর্ষণের চেষ্টায় থানায় মামলা করা হয়। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। ভুক্তভোগীকে স্বীকারোক্তির জন্য আদালতে পাঠানো হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত