Ajker Patrika

কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মানববন্ধন

জাককানইবি প্রতিনিধি
আপডেট : ২১ মে ২০২৩, ১৫: ৫৬
কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মানববন্ধন

‘নিরাপদ ক্যাম্পাস চাই, বহিরাগতদের জায়গা নাই’, ‘লোকালদের ভয়ে প্রশাসন চুপ কেন’, ‘মাদকমুক্ত ক্যাম্পাস চাই’সহ নানা প্রতিবাদী প্ল্যাকার্ড নিয়ে মানববন্ধন করেছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) সাধারণ শিক্ষার্থীরা। এ সময় স্লোগানে মুখরিত হয়ে ওঠে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন চত্বর।

আজ রোববার ক্যাম্পাসের প্রশাসনিক ভবনের সামনে স্থানীয়দের প্রভাবমুক্ত ও নিরাপদ ক্যাম্পাসের দাবিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই মানববন্ধন করেন।

গতকাল শনিবার গুচ্ছ ভর্তি পরীক্ষা চলাকালীন মাদক সেবনে নিষেধ করায় স্থানীয় কয়েকজন সন্ত্রাসীর সঙ্গে বিশ্ববিদ্যালয়ের আইন ও বিচার বিভাগের দুই শিক্ষার্থীর বাগ্‌বিতণ্ডা হয়। এরপর ওই সন্ত্রাসীরা রিয়াজুল ও লিংকন নামের দুই শিক্ষার্থীকে মারধর করে।

আন্দোলনরত এক শিক্ষার্থী বলেন, শিক্ষার্থীদের নিরাপত্তা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকেই নিশ্চিত করতে হবে। নয়তো নিরাপত্তার অভাবে কোথাও অপ্রীতিকর কোনো ঘটনা ঘটলে এর দায়ভার বিশ্ববিদ্যালয় প্রশাসনকে নিতে হবে।

মানববন্ধনে উপস্থিত হয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. উজ্জ্বল কুমার প্রধান বক্তব্য দেন। তিনি মানববন্ধনকারীদের আশ্বস্ত করেন এবং দেশের প্রচলিত আইনে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান। সংকট সমাধানে বিশ্ববিদ্যালয় প্রশাসন খুব দ্রুততার সঙ্গে কাজ করছে বলে তিনি উল্লেখ করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

খালেদা জিয়ার উপদেষ্টা মাসুদ আহমেদের সব পদ স্থগিত

৬ জ্যান্ত হাতি নিয়ে রাশিয়ায় মিয়ানমারের জান্তাপ্রধান, উচ্ছ্বসিত পুতিন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত