Ajker Patrika

ঈশ্বরগঞ্জে নির্বাচনী সহিংসতায় পাবেল হত্যা মামলায় গ্রেপ্তার ১

ময়মনসিংহ প্রতিনিধি
ঈশ্বরগঞ্জে নির্বাচনী সহিংসতায় পাবেল হত্যা মামলায় গ্রেপ্তার ১

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে নির্বাচন পরবর্তী সহিংসতায় পাবেল মিয়া হত্যা মামলায় মো. রমজান আলী (৪৫) নামে একজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। আজ বৃহস্পতিবার সকালে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে বলে র‍্যাব-১৪ কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

গ্রেপ্তারকৃত রমজান আলী ঈশ্বরগঞ্জের গাতীপাড়া গ্রামের মৃত আসন আলীর ছেলে। নিহত পাবেল মিয়া ওই এলাকার রুহুল আমিনের ছেলে। 

জানা যায়, সপ্তম ধাপে গত ৭ ফেব্রুয়ারি জেলার ঈশ্বরগঞ্জের বড়হিত ইউনিয়নে রঘুনাথপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে মেম্বার প্রার্থী মতিউর রহমানের বাচ্চুর পক্ষে কাজ করে নিহত পাবেল মিয়া। নির্বাচনে মোহাম্মদ আলী বিজয়ী হয়। এ নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলে। পরদিন ৮ ফেব্রুয়ারি সকালে পাবেলের পরিবারের সঙ্গে রমজান আলীর লোকজনের সংঘর্ষ হয়। এতে পাবেল গুরুতর আহত হন। এরপর তাঁকে প্রথমে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় পাবেলের মৃত্যু হয়। 

এ ঘটনায় ঈশ্বরগঞ্জ থানায় নিহতের বাবা রুহুল আমিন বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

থানায় থানায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতাদের তালিকা হচ্ছে

চার মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানের সেবা ডিজিটাইজ করার নির্দেশ দিল সরকার

বনশ্রীতে স্বর্ণ ডাকাতির মামলায় গ্রেপ্তার আমিনুল ছাত্রলীগের, সুমন শ্রমিক দলের নেতা

ককটেল ফুটতেই সেলুনে লুকায় পুলিশ, রণক্ষেত্র হয় এলাকা

মসজিদে লুকিয়েও রক্ষা পেলেন না স্বেচ্ছাসেবক লীগ নেতা ও তাঁর ভাই, ঘরবাড়ি জ্বালিয়ে দিল প্রতিপক্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত