Ajker Patrika

ঘুষ নেওয়া ভূমি কর্মকর্তার লঘুদণ্ড: ‘ভুক্তভোগীর বক্তব্য না নিয়েই’ মামলা নিষ্পত্তি 

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি
ঘুষ নেওয়া ভূমি কর্মকর্তার লঘুদণ্ড: ‘ভুক্তভোগীর বক্তব্য না নিয়েই’ মামলা নিষ্পত্তি 

ময়মনসিংহের ত্রিশালের ঘুষ নেওয়া সেই ভূমি সহকারী কর্মকর্তাকে লঘুদণ্ডে হিসেবে দুই বছরের জন্য বেতন বৃদ্ধি স্থগিত এবং তা সার্ভিস বুকে লিপিবদ্ধ করার আদেশ প্রদান করে চাকরিতে বহাল করা হয়েছে। অভিযোগ উঠেছে, এ বিষয়ে ভিডিওর কথোপকথনে থাকা ভুক্তভোগী শামীমের কোনো বক্তব্য না নিয়েই মামলা নিষ্পত্তি করা হয়েছে।

এ বিষয়ে গত বৃহস্পতিবার ভুক্তভোগী শামীমের আজকের পত্রিকাকে এই তথ্য নিশ্চিত করেন। এ বিষয়ে জানতে সংশ্লিষ্ট কেউ তাঁর সঙ্গে যোগাযোগ করেননি বলে জানান তিনি। 

জানতে চাইলে শামীম বলেন, ‘হুনছি ওই নায়েব আবার এখানে আইবো, অফিস করবো। আমার পরিচিত একজন এটি আমারে জানাইছে। তবে এ বিষয়ে জানতে কেউই তো আমারে কিছু  জিগাইছে না, এসিল্যান্ডও আমারে ডাকছে না, ডিসিও আমারে ডাকছে না, ওই রেডিও তো আমারে ডাকছে না।’ 

এর আগে ৩ মে ময়মনসিংহের জেলা প্রশাসক মো. মোস্তাফিজার রহমান স্বাক্ষরিত এক আদেশে ওই ভূমি সহকারী কর্মকর্তার চাকরিতে বহালের বিষয়টি নিশ্চিত করা হয়। ওই আদেশের প্রেক্ষিতে গত ১৪ মে ওই কর্মকর্তা উপজেলা ভূমি অফিসে যোগদান করেন। 

আদেশে জানানো হয়, ঘুষ গ্রহণের ঘটনাটির ভিডিও ফুটেজ ব্যতীত কোনো সুনির্দিষ্ট অভিযোগকারী পাওয়া যায়নি। সমস্ত কাগজপত্র এবং সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আনীত ঘুষ গ্রহণের অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়নি। কিন্তু অভিযুক্ত ভিডিও ফুটেজে তাঁর (ওই কর্মকর্তা) কথোপকথন এবং প্রচারিত ভিডিও ফুটেজে অভিযুক্ত কথিত ভূমি উন্নয়ন করের টাকা একজন সেবাপ্রার্থীর সামনে যেভাবে বাতাসে দোলাচ্ছিল প্রজাতন্ত্রের একজন কর্মচারী হিসেবে তাঁর এই আচরণ চিত্র অসদাচরণের শামিল। অভিযুক্তের যেভাবে দাপ্তরিক কাজকর্ম সম্পাদন করা এবং দলিলাদি সংরক্ষণের চিত্র ফুটে উঠেছে তাতে অভিযুক্তের অদক্ষতা ও অসদাচরণের বিষয়টি সুনির্দিষ্টভাবে প্রমাণিত হয়েছে। 

ত্রিশাল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হাসান আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, ‘বিভাগীয় মামলাটি নিষ্পত্তি হওয়ায় বিধি মোতাবেক গত ১৪ মে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা নাসরিন সুলতানা ওই উপজেলা ভূমি অফিসে যোগদান করেছেন।’ 

এদিকে দর কষে ঘুষ গ্রহণের ভিডিওতে ভাইরাল হওয়া ওই ইউনিয়ন ভূমি কর্মকর্তার যোগদানের খবরে এলাকায় চলছে আলোচনা–সমালোচনা। 

স্থানীয় মেহেদী জামান লিজন আজকের পত্রিকাকে বলেন, ‘সরকারি অফিসে বসে উন্মুক্তভাবে ঘোষ গ্রহণ করে এমন লঘু সাজা দুর্নীতিবাজ কর্মকর্তা কর্মচারীদের উৎসাহ প্রদান করে। তাই সরকারের কাছে আহ্বান জানাই দোষী ইউনিয়ন সহকারী কর্মকর্তার লঘু শাস্তি স্থগিত করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হোক।’ 

আব্দুল্লাহ আল নোমান ফকির নামে আরেকজন আজকের পত্রিকাকে বলেন, ‘দুর্নীতির প্রত্যক্ষ ভিডিওর পরও আরও কোনো প্রমাণের প্রয়োজন আছে কি? এমন দুর্নীতিবাজ কর্মকর্তার এমন লঘু শাস্তি দেখে আমরা আশ্চর্য!’ 

আজ রোববার এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা ময়মনসিংহের সিনিয়র সহকারী কমিশনার দিলরুবা ইসলামের কাছে জানতে চাইলে তিনি বক্তব্য দিতে অস্বীকৃতি জানান। 

উল্লেখ্য, গত বছরের ৩১ অক্টোবর ওই কর্মকর্তার ঘুষ গ্রহণের একটি ভিডিও আজকের পত্রিকার ফেসবুক পেজে প্রচারিত হয়। প্রাথমিক অনুসন্ধানে তা প্রমাণিত হলে তাঁকে সাময়িক বরখাস্ত করা হয় এবং তাঁর বিরুদ্ধে বিভাগীয় মামলা রুজু করা হয়। এর পরিপ্রেক্ষিতে ওই কর্মকর্তার ব্যক্তিগত শুনানি সন্তোষজনক না হওয়ায় ময়মনসিংহের সিনিয়র সহকারী কমিশনার দিলরুবা ইসলামকে তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করা হয়। তাঁর দেওয়া তদন্ত রিপোর্টের ভিত্তিতে এই আদেশ জারি করেন ময়মনসিংহের জেলা প্রশাসক।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

খালেদা জিয়ার উপদেষ্টা মাসুদ আহমেদের সব পদ স্থগিত

টিআইএন নেওয়ার পরে কিন্তু ঘুমাইতে পারবেন না: এনবিআর চেয়ারম্যান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত