Ajker Patrika

চালককে হত্যা করে সিএনজি ছিনতাই, মরদেহ উদ্ধার

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি 
আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২২, ১৬: ৩৪
চালককে হত্যা করে সিএনজি ছিনতাই, মরদেহ উদ্ধার

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মোজাম্মেল (২৫) নামে এক চালককে হত্যা করে সিএনজি ছিনতাই করে নিয়ে গেছেন দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার সকালে উপজেলার আঠারবাড়ির মৃগালী এলাকায় ঈশ্বরগঞ্জ-আঠারবাড়ি সড়কের পাশ থেকে ওই চালকের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত মোজাম্মেল নান্দাইলের ঝালুয়া বাজার সংলগ্ন সাভার গ্রামের মো. ফরিদ মিয়ার ছেলে।

মোজাম্মেলের ছোট ভাই শিপন মিয়া বলেন, গতকাল সোমবার রাতে বাবার মোবাইলে বড়ভাই মোজাম্মেলের নম্বর থেকে একটি কল আসে। কলে বাবার কাছে ২০ হাজার টাকা চাঁদা দাবি করা হয়। কথা বলা শেষ হলে সঙ্গে সঙ্গে নম্বরটি বন্ধ হয়ে যায়। 

পরে রাতে অনেক জায়গায় খোঁজাখুঁজি করেও বড়ভাইকে না পাওয়া গেলে আজ সকালে নান্দাইল থানায় জিডি করতে যাওয়ার সময় ফেসবুকে আঠারবাড়ি এলাকায় একটি মরদেহ পাওয়া গেছে বলে জানতে পারি। পরে ছবি দেখে বড়ভাইয়ের মরদেহ শনাক্ত করা হয়। 

শিপন মিয়া আরও বলেন, মোজাম্মেল নান্দাইল-কেন্দুয়া রোডে ভাড়ায় সিএনজি চালাত। তাঁর ৩ মাস বয়সী একটি কন্যা সন্তান রয়েছে। 

এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কাদের মিয়া বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজে হাসপাতালে পাঠানো হয়েছে। মামলা হওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

থানায় থানায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতাদের তালিকা হচ্ছে

চার মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানের সেবা ডিজিটাইজ করার নির্দেশ দিল সরকার

বনশ্রীতে স্বর্ণ ডাকাতির মামলায় গ্রেপ্তার আমিনুল ছাত্রলীগের, সুমন শ্রমিক দলের নেতা

ককটেল ফুটতেই সেলুনে লুকায় পুলিশ, রণক্ষেত্র হয় এলাকা

মসজিদে লুকিয়েও রক্ষা পেলেন না স্বেচ্ছাসেবক লীগ নেতা ও তাঁর ভাই, ঘরবাড়ি জ্বালিয়ে দিল প্রতিপক্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত