Ajker Patrika

ত্রিশালে মাকে নির্যাতন করায় ছেলের হাতে বাবা খুন

প্রতিনিধি, ত্রিশাল (ময়মনসিংহ) 
ত্রিশালে মাকে নির্যাতন করায় ছেলের হাতে বাবা খুন

ময়মনসিংহের ত্রিশালে মাকে নির্যাতনের জেরে ছেলের হাতে বাবা খুন হয়েছে বলে অভিযোগ উঠেছে। গতকাল বুধবার রাত সাড়ে ৮টায় উপজেলার মোক্ষপুর ইউনিয়নের সাতাইডিঙ্গি গ্রামে এই ঘটনা ঘটে। 

নিহত ব্যক্তি আলী হোসেন উপজেলার মোক্ষপুর ইউনিয়নের সাতাইডিঙ্গি গ্রামের মৃত ওয়াহেদ আলীর ছেলে। ঘটনাটি নিহত ব্যক্তির নিজ গ্রামের বাড়িতেই ঘটেছে বলে নিশ্চিত করেছে ত্রিশাল থানার এসআই বিল্লাল হোসেন। 

জানা যায়, আলী হোসেন (৫০) প্রায়ই তাঁর স্ত্রীকে নির্যাতন করতেন। বুধবার রাত ৮টার দিকে যখন একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে তখন সেখানেই উপস্থিত ছিল তার অনার্স পড়ুয়া ছেলে আরিফ হোসেন (২০)। মাকে চোখের সামনে মারধরের দৃশ্য দেখে বাবাকে ফেরানোর চেষ্টা করে সে। তাঁর কথা না মানায় একপর্যায়ে উত্তেজিত হয়ে ঘরে থাকা দা দিয়ে কুপিয়ে বাবা আলী হোসেনকে আহত করে সে। পরে স্থানীয়রা আলী হোসেনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়। ঘটনার পর থেকে আরিফ পলাতক রয়েছে। 

এ বিষয়ে ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইন উদ্দিন বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনার পর থেকেই ছেলে আরিফ পালিয়েছে। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদত্যাগ করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

পাগল বেশে রাস্তায় মেয়েদের উত্ত্যক্ত করা কন্টেন্ট ক্রিয়েটর সম্পর্কে যা জানা গেল

প্রধান উপদেষ্টার নতুন বিশেষ সহকারী কে এই আনিসুজ্জামান চৌধুরী

সেনাবাহিনীর ভূমিকা নিয়ে জাতিসংঘের ফলকার তুর্কের মন্তব্যের প্রতিক্রিয়া জানাল আইএসপিআর

হাবিবুল্লাহ বাহার কলেজের উপাধ্যক্ষকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত