সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার সারিয়াকান্দিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে জুতা দিয়ে পেটানোর অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার কুতুবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গত বুধবার সকাল পৌনে ১১টায়।
ঘটনার শিকার কুতুবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবদুল গফুর সরকার বলেন, ‘২০০৭ সালের ৫ জুলাই মাসে যোগদান করি স্কুলটিতে। গত বুধবার বিদ্যালয়ে যথারীতি এসে পাঠদান শুরু করি। সকাল পৌনে ১১টার দিকে বিদ্যালয় কমিটির সভাপতি মামদুদুর রহমান রিপন সাহেবের স্ত্রী জান্নাতুল মাওয়া লিজা (৩০) আসেন। কথা আছে বলে আমাকে শ্রেণিকক্ষ থেকে ডেকে অফিস রুমে আনেন। এ সময় কক্ষে আরও ক’জন অভিভাবক, শিক্ষক ও কর্মচারী উপস্থিত ছিল। ওই নারী আমাকে বলেন যে, আপনার নামে নারী কেলেঙ্কারি হতে পারে। আপনি বদলি হয়ে অন্য বিদ্যালয়ে চলে যান। এ নিয়ে কথা বলাবলির একপর্যায়ে পা থেকে স্যান্ডেল খুলে আমাকে এলোপাতাড়ি মারধর করতে থাকেন। এর পরপরই তিনি ঘটনাস্থল ত্যাগ করেন।’
জানাজানি হলে কুতুবপুর চেয়ারম্যান শহিদুল ইসলাম সুজন এসে ঘটনাটি মীমাংসার চেষ্টা করেন।
অভিযোগের বিষয়ে জানতে যোগাযোগ করা হলে জান্নাতুল মাওয়া লিজা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘এ ঘটনা তো বুধবারই মীমাংসা হয়ে গেছে। আমাদের চেয়ারম্যান সাহেব এসে ঘটনাটির মীমাংসা করে দিয়েছেন।’
জানতে চাইলে বিদ্যালয় কমিটির সভাপতি মামদুদুর রহমান রিপন বলেন, ‘এটি ছিল একটি মিসটেক ঘটনা। সেটাতো আপস-মীমাংসা হয়েই গেছে।’
উপজেলা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ফজলে নূর নান্নু ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরাতো স্থানীয় না। তাঁরা দূর থেকে এসে পাঠদান করেন। যে যার মতো মারধর বা অপমান করলেও কারও কিছু বলার থাকে না। আমরা ঘটনাটি নিয়ে উপজেলা শিক্ষা অফিসার ও ইউএনও সাহেবের কাছে অভিযোগ করব।’
ঘটনা মীমাংসা করে দেওয়ার ব্যাপারে জানতে চাইলে কুতুবপুর ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম সুজন বলেন, ‘ঘটনাটি জানার পর দুপুরে আমি বিদ্যালয়ে গিয়েছিলাম। প্রধান শিক্ষক আবদুল গফুর ছাড়া তেমন কাউকে পাইনি। শিক্ষককে মারধর করার ঘটনা খুবই দুঃখজনক। কোনো দোষ করে থাকলে তা শিক্ষা কর্মকর্তাদের জানাবেন। আইন নিজের হাতে তুলে নেওয়া ঠিক হয়নি। আমি মিটমাট করে দিইনি।’
এ ঘটনায় কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কি না জানতে চাইলে সারিয়াকান্দি উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ গোলাম কবির বলেন, ‘বৃহস্পতিবার বিকালে ওই প্রধান শিক্ষক বিষয়টি সম্পর্কে আমাকে একটি লিখিত অভিযোগ দিয়েছেন। এ বিষয়ে আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি। রবিবার তাঁদের সঙ্গে আলোচনা করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
বগুড়ার সারিয়াকান্দিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে জুতা দিয়ে পেটানোর অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার কুতুবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গত বুধবার সকাল পৌনে ১১টায়।
ঘটনার শিকার কুতুবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবদুল গফুর সরকার বলেন, ‘২০০৭ সালের ৫ জুলাই মাসে যোগদান করি স্কুলটিতে। গত বুধবার বিদ্যালয়ে যথারীতি এসে পাঠদান শুরু করি। সকাল পৌনে ১১টার দিকে বিদ্যালয় কমিটির সভাপতি মামদুদুর রহমান রিপন সাহেবের স্ত্রী জান্নাতুল মাওয়া লিজা (৩০) আসেন। কথা আছে বলে আমাকে শ্রেণিকক্ষ থেকে ডেকে অফিস রুমে আনেন। এ সময় কক্ষে আরও ক’জন অভিভাবক, শিক্ষক ও কর্মচারী উপস্থিত ছিল। ওই নারী আমাকে বলেন যে, আপনার নামে নারী কেলেঙ্কারি হতে পারে। আপনি বদলি হয়ে অন্য বিদ্যালয়ে চলে যান। এ নিয়ে কথা বলাবলির একপর্যায়ে পা থেকে স্যান্ডেল খুলে আমাকে এলোপাতাড়ি মারধর করতে থাকেন। এর পরপরই তিনি ঘটনাস্থল ত্যাগ করেন।’
জানাজানি হলে কুতুবপুর চেয়ারম্যান শহিদুল ইসলাম সুজন এসে ঘটনাটি মীমাংসার চেষ্টা করেন।
অভিযোগের বিষয়ে জানতে যোগাযোগ করা হলে জান্নাতুল মাওয়া লিজা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘এ ঘটনা তো বুধবারই মীমাংসা হয়ে গেছে। আমাদের চেয়ারম্যান সাহেব এসে ঘটনাটির মীমাংসা করে দিয়েছেন।’
জানতে চাইলে বিদ্যালয় কমিটির সভাপতি মামদুদুর রহমান রিপন বলেন, ‘এটি ছিল একটি মিসটেক ঘটনা। সেটাতো আপস-মীমাংসা হয়েই গেছে।’
উপজেলা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ফজলে নূর নান্নু ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরাতো স্থানীয় না। তাঁরা দূর থেকে এসে পাঠদান করেন। যে যার মতো মারধর বা অপমান করলেও কারও কিছু বলার থাকে না। আমরা ঘটনাটি নিয়ে উপজেলা শিক্ষা অফিসার ও ইউএনও সাহেবের কাছে অভিযোগ করব।’
ঘটনা মীমাংসা করে দেওয়ার ব্যাপারে জানতে চাইলে কুতুবপুর ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম সুজন বলেন, ‘ঘটনাটি জানার পর দুপুরে আমি বিদ্যালয়ে গিয়েছিলাম। প্রধান শিক্ষক আবদুল গফুর ছাড়া তেমন কাউকে পাইনি। শিক্ষককে মারধর করার ঘটনা খুবই দুঃখজনক। কোনো দোষ করে থাকলে তা শিক্ষা কর্মকর্তাদের জানাবেন। আইন নিজের হাতে তুলে নেওয়া ঠিক হয়নি। আমি মিটমাট করে দিইনি।’
এ ঘটনায় কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কি না জানতে চাইলে সারিয়াকান্দি উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ গোলাম কবির বলেন, ‘বৃহস্পতিবার বিকালে ওই প্রধান শিক্ষক বিষয়টি সম্পর্কে আমাকে একটি লিখিত অভিযোগ দিয়েছেন। এ বিষয়ে আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি। রবিবার তাঁদের সঙ্গে আলোচনা করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
সাতক্ষীরার ওয়ারী গ্রামে ব্যবসায়ী স্বামীকে শ্বাসরোধে হত্যার পর বুকের ওপর ‘সরি জান, আই লাভ ইউ’ লিখে স্ত্রী আত্মহত্যা করেছেন। আজ শুক্রবার দুপুরে সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের ওয়ারিয়ার পালপাড়ায় একটি ভাড়া বাড়ি থেকে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করেছে।
৫ দিন আগেরাজধানীর উত্তরায় প্রকাশ্যে এক দম্পতিকে কুপিয়ে আহত করার ঘটনায় দায়ের করা হত্যাচেষ্টার মামলায় গ্রেপ্তার আরও ৩ ‘কিশোর গ্যাং’ সদস্যকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজা রিমান্ডে নেওয়ার এ আদেশ দেন।
১৪ দিন আগেরাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় নির্যাতনের শিকার কল্পনা (১৩) সাড়ে তিন মাস চিকিৎসার পর সুস্থ হয়ে বাড়ি ফিরছে। আজ বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) ঢাকা মেডিকেল বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিট থেকে তাঁকে ছাড়পত্র দেওয়া হয়।
০৬ ফেব্রুয়ারি ২০২৫গণহত্যার সংজ্ঞা ও বিচার নিয়ে বিশ্বব্যাপী স্বীকৃত সনদ হলো Genocide Convention বা গণহত্যা সনদ, যা ১৯৪৮ সালে জাতিসংঘ কর্তৃক গৃহীত হয়। এই সনদের আওতায় একটি জাতি, নৃগোষ্ঠী, বর্ণ বা ধর্মীয় গোষ্ঠীকে সম্পূর্ণ বা আংশিক ধ্বংস করার লক্ষ্যে সংঘটিত অপরাধকেই গণহত্যা বলা হয়। এর মধ্যে হত্যা, শারীরিক বা মানসিক ক্ষতি,
০২ ফেব্রুয়ারি ২০২৫