Ajker Patrika

পাওনা টাকার জন্য বাড়িতে ডেকে ভ্যানচালককে হত্যা

কাজীপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ২৭ মার্চ ২০২২, ১৪: ১২
পাওনা টাকার জন্য বাড়িতে ডেকে ভ্যানচালককে হত্যা

সিরাজগঞ্জের কাজীপুরে হোসেন আলী (৪৫) নামের এক ভ্যানচালককে হত্যা করা হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত দেড়টায় একই গ্রামের উত্তরপাড়ার সিরাজুল ইসলাম ওরফে গুটু ডাক্তারের ছেলে ভ্যানচালক আব্দুস ছালামের বাড়িতে এই খুনের ঘটনা ঘটে। ঘটনার পর থেকেই আব্দুস ছালাম পলাতক রয়েছেন। 

নিহত হোসেন আলী উপজেলার সোনামুখী ইউনিয়নের রৌহাবাড়ী দক্ষিণপাড়া গ্রামের ফজল শেখের ছেলে। তিনি ভ্যান চালানোর পাশাপাশি চালের ব্যবসা করতেন। ছালামের কাছ থেকে চাল নিয়ে হোসেন ব্যবসা করতেন বলে জানা গেছে। 

খবর পেয়ে আজ রোববার সকালে ঘটনাস্থল আব্দুস ছালামের শোয়ার ঘর থেকে হোসেন আলীর মরদেহ উদ্ধার করে পুলিশ। এ সময় জিজ্ঞাসাবাদের জন্য ছালামের স্ত্রী রুবি খাতুন (৪৫), মেয়ে রাহা খাতুন (২৫) ও জেসমিন খাতুনকে (২৩) থানায় নিয়ে যায় পুলিশ। 

আব্দুস ছালামের মেয়ে রাহা খাতুনের সঙ্গে কথা হলে তিনি বলেন, ‘ব্যবসার পাওনা টাকাকে কেন্দ্র করে হোসেন ও আমার আব্বার মধ্যে কথা-কাটাকাটি হয়। পরে চাকুর (ছুরি) আঘাতে হোসেন মারা যায়।’ 

এদিকে হোসেন আলীর ছেলে মিলন মিয়া বলেন, ‘চালের টাকা পরিশোধ করার কথা বলে ছালাম আমার বাবাকে ডেকে নিয়ে গিয়ে খুন করেছে। টাকা নিয়ে কয়েক দিন আগেও বাবার সাথে ছালামের ঝগড়া হয়েছিল।’ 

নাম প্রকাশ না করার শর্তে আব্দুস ছালামের এক প্রতিবেশী বলেন, ‘গভীর রাতে চিৎকার শুনতে পাই। এরপর ছালামের বাড়ির মধ্যে গোঙানির শব্দ শুনি।’ 

কাজীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল কুমার দত্ত জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। মৃতের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ঘটনাস্থল থেকে আলামত হিসেবে একটি চাকু জব্দ করা হয়েছে। হত্যার কারণ উদ্ঘাটনে তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

রাজধানীতে ছিনতাইকারী সন্দেহে ইরানের দুই নাগরিককে মারধর

এক ছাতায় সব নাগরিক সেবা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত