ঢাকা বিমানবন্দর থেকে সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

সিরাজগঞ্জ প্রতিনিধি  
প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৫, ২১: ৪৮
Thumbnail image
মো. আল-আমিন সরকার। ছবি: সংগৃহীত

ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের নেতা সাবেক ইউপি চেয়ারম্যান মো. আল-আমিন সরকারকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ। গতকাল বিকেলে তাঁকে আটক করার পর আজ সোমবার উল্লাপাড়া থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

মো. আল-আমিন সরকার উপজেলার পূর্ণিমাগাঁতী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান।

উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘সাবেক চেয়ারম্যান আল-আমিন সরকার বিদেশে পালিয়ে যাওয়ার সময় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক হন। আজ দুপুরে তাঁকে উল্লাপাড়া থানায় হস্তান্তর করা হয়। আগামীকাল মঙ্গলবার সকালে তাঁকে আদালতে পাঠানো হবে। তাঁর নামে আগের বেশ কয়েকটি মামলা রয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত