Ajker Patrika

কবরস্থানে নিয়ে শিশুকে ধর্ষণের চেষ্টা, মামলায় যুবক কারাগারে

শেরপুর (বগুড়া) প্রতিনিধি
আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৩, ১৪: ৫২
কবরস্থানে নিয়ে শিশুকে ধর্ষণের চেষ্টা, মামলায় যুবক কারাগারে

বগুড়ার শেরপুরে ৯ বছরের এক শিশু ধর্ষণচেষ্টার মামলায় যুবক মো. আল আমিন হোসেনকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে গতকাল বুধবার রাত পৌনে ১২টায় উপজেলার মির্জাপুর এলাকার রানীর হাট মোড় থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আল আমিন ওই এলাকার বাসিন্দা। তিনি একজন ভাঙারি ব্যবসায়ী। শিশুটি মাদ্রাসার প্রথম শ্রেণির শিক্ষার্থী।

মামলার এজাহারে জানা গেছে, বুধবার দুপুরে শিশুটি তার বাড়ির সামনে একটি মুদির দোকানে যায়। আল আমিন তাঁকে আইসক্রিম কিনে দেন। সঙ্গে ২০ টাকার একটি নোট হাতে দিয়ে প্রলোভন দেখিয়ে পাশের একটি কবরস্থানে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন। বিষয়টি এক নারী দেখে ফেললে আল আমিন দৌড়ে পালিয়ে যান। ঘটনার দিন রাতেই শিশুটির মা শেরপুর থানায় একটি অভিযোগ দায়ের করলে পুলিশ তা মামলা হিসেবে গ্রহণ করে।

মামলার তদন্তকারী কর্মকর্তা শেরপুর থানার উপপরিদর্শক (এসআই) রয়েল হোসেন বলেন, মামলার পর রাতেই তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। ডাক্তারি পরীক্ষার জন্য বৃহস্পতিবার সকালে শিশুটিকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে নেওয়া হয়েছে।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবু কুমার সাহা বলেন, আজ সকালে আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

৬ জ্যান্ত হাতি নিয়ে রাশিয়ায় মিয়ানমারের জান্তাপ্রধান, উচ্ছ্বসিত পুতিন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত