Ajker Patrika

শেরপুরে জমি নিয়ে বিরোধে কান ছিঁড়ে নিল প্রতিপক্ষ

শেরপুর (বগুড়া) প্রতিনিধি
আপডেট : ০৪ জুলাই ২০২৩, ১৮: ৩৬
শেরপুরে জমি নিয়ে বিরোধে কান ছিঁড়ে নিল প্রতিপক্ষ

বগুড়ার শেরপুরে জমি নিয়ে সংঘর্ষে প্রতিপক্ষের কামড়ে কান হারিয়েছেন শাহীন হোসেন (৩৩) নামের এক যুবক। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত পাঁচজন আহত হয়েছেন। 

আজ মঙ্গলবার সকালে উপজেলার মদনপুর উত্তরপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। 

আহত শাহীন মদনপুর উত্তরপাড়া গ্রামের সোহরাওয়ার্দী হোসেনের ছেলে। অন্য আহতরা হলেন রিফাত (১৯), ফেরদৌসী (৫২), হাসিনা (৫০) ও জনি (২৪)। 

স্থানীয়রা জানান, শাহিন হোসেনের বাড়ির জমি নিয়ে দীর্ঘদিন ধরে একই গ্রামের প্রতিপক্ষ মৃত সবুর উদ্দীনের স্ত্রী হাসিনা বেগমের সঙ্গে বিরোধ চলছিল। কয়েক দিন আগে হাসিনা বেগম শাহিনের বাড়ির সামনে ইট ফেলে রাখেন। আজ সকালে শাহিন ইটগুলো সরিয়ে নিতে বললে দুই পক্ষের সংঘর্ষ শুরু হয়। প্রতিপক্ষের লাঠির আঘাতে শাহিন হোসেন মাটিতে পড়ে গেলে হাসিনা বেগম শাহিনের কানে কামড় দিয়ে ছিঁড়ে নেয়। 

স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করেন। এ ঘটনায় শাহিন হোসেন প্রাথমিক চিকিৎসা নিয়ে শেরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। 

এ বিষয়ে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবু কুমার সাহা বলেন, ‘এ ঘটনায় উভয় পক্ষের অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

খালেদা জিয়ার উপদেষ্টা মাসুদ আহমেদের সব পদ স্থগিত

টিআইএন নেওয়ার পরে কিন্তু ঘুমাইতে পারবেন না: এনবিআর চেয়ারম্যান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত