ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
পাবনার ঈশ্বরদীতে বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক ইব্রাহিম রহমানের (২১) ওপর হামলা ও তাঁকে লোহার পাইপ দিয়ে পিটিয়ে আহত করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে ঈশ্বরদী সরকারি কলেজ গেটসংলগ্ন একটি দোকানের সামনে এ হামলার ঘটনা ঘটে।
আহত ইব্রাহিম হোসেন শহরের পূর্বটেংরী এলাকার আব্দুস সালাম ডালুর ছেলে এবং পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্র। তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
এদিকে হামলার ঘটনায় প্রতিবাদ ও জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে আজ শুক্রবার দুপুরে ঈশ্বরদী থানার সামনে বিক্ষোভ সমাবেশ করেছেন বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা।
হামলার পরপরই গতকাল রাতে ফেসবুক আইডিতে আহত ইব্রাহিম রহমান জানান, বন্ধু শান্তকে সঙ্গে নিয়ে বৃহস্পতিবার রাত ১০টার দিকে সরকারি কলেজ গেটসংলগ্ন সড়কের পাশে একটি চায়ের দোকানে যান চা খেতে। এ সময় নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের ঈশ্বরদী পৌর শাখার ৬ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক শাকিল হোসেন ও রিফাত হোসেনসহ আরও কয়েকজন লোহার পাইপ ও চাপাতি দিয়ে হামলা চালান। এ সময় পিস্তল দিয়ে গুলি করার চেষ্টা করেন। কিন্তু দোকানদারেরা বাধা দিলে তাঁরা চলে যান।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, খবর পাওয়ার পরপরই তাঁরা জড়িতদের গ্রেপ্তারে অভিযান চালান। ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামীসহ তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি আরও বলেন, হামলার সঙ্গে যাঁরা জড়িত তাঁদের ধরতে পুলিশ কাজ করছে।
পাবনার ঈশ্বরদীতে বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক ইব্রাহিম রহমানের (২১) ওপর হামলা ও তাঁকে লোহার পাইপ দিয়ে পিটিয়ে আহত করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে ঈশ্বরদী সরকারি কলেজ গেটসংলগ্ন একটি দোকানের সামনে এ হামলার ঘটনা ঘটে।
আহত ইব্রাহিম হোসেন শহরের পূর্বটেংরী এলাকার আব্দুস সালাম ডালুর ছেলে এবং পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্র। তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
এদিকে হামলার ঘটনায় প্রতিবাদ ও জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে আজ শুক্রবার দুপুরে ঈশ্বরদী থানার সামনে বিক্ষোভ সমাবেশ করেছেন বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা।
হামলার পরপরই গতকাল রাতে ফেসবুক আইডিতে আহত ইব্রাহিম রহমান জানান, বন্ধু শান্তকে সঙ্গে নিয়ে বৃহস্পতিবার রাত ১০টার দিকে সরকারি কলেজ গেটসংলগ্ন সড়কের পাশে একটি চায়ের দোকানে যান চা খেতে। এ সময় নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের ঈশ্বরদী পৌর শাখার ৬ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক শাকিল হোসেন ও রিফাত হোসেনসহ আরও কয়েকজন লোহার পাইপ ও চাপাতি দিয়ে হামলা চালান। এ সময় পিস্তল দিয়ে গুলি করার চেষ্টা করেন। কিন্তু দোকানদারেরা বাধা দিলে তাঁরা চলে যান।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, খবর পাওয়ার পরপরই তাঁরা জড়িতদের গ্রেপ্তারে অভিযান চালান। ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামীসহ তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি আরও বলেন, হামলার সঙ্গে যাঁরা জড়িত তাঁদের ধরতে পুলিশ কাজ করছে।
রাজধানীর মোহাম্মদপুরে আবারও অস্ত্রের মুখে একটি পরিবারকে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার ভোররাতে মোহাম্মদপুরের বছিলাসংলগ্ন লাউতলা এলাকার ৮ নম্বর সড়কের ১০ নম্বর বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী তত্ত্বাবধায়ক নাসিমা বেগম মোহাম্মদপুর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
২৮ নভেম্বর ২০২৪রাজধানীর বিমানবন্দরে শরীরে বিশেষ কৌশলে গাঁজা নিয়ে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তিনজন কিশোর। তাঁরা বর্তমানে কিশোর সংশোধনাগারের রয়েছে।
০৮ নভেম্বর ২০২৪পরিবারে আর্থিক স্বচ্ছলতা ফেরাতে সিঙ্গাপুরে যান দুই ভাই উজ্জ্বল মিয়া ও মো. ঝন্টু। সেখানে থাকা অবস্থায় মুঠোফোনে ভাবির সঙ্গে পরকীয়ায় জড়ান ছোট ভাই মো. ঝন্টু। পরে দেশে ফিরে ভাবিকে বিয়ে করার জন্য আপন বড় ভাই উজ্জ্বল মিয়াকে খুন করে ছোট ভাই।
০৭ নভেম্বর ২০২৪রাজধানীর গেণ্ডারিয়ায় গত দুই মাসে দুই অটোরিকশা চালককে হত্যা করে রিকশা ছিনিয়ে নেওয়া ঘটনা ঘটেছে। পৃথক এই দুই ঘটনায় তদন্তে নেমে বিভিন্ন সময় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
০৭ নভেম্বর ২০২৪