Ajker Patrika

পীরগঞ্জে ১৭ কবরের ৮ টির কঙ্কাল চুরি হয়েছে

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি
পীরগঞ্জে ১৭ কবরের ৮ টির কঙ্কাল চুরি হয়েছে

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জের পৌর শহরের পীরডাঙ্গী গোরস্থান থেকে ৮টি কবরের কঙ্কাল চুরির সত্যতা পেয়েছে পুলিশ। ১৭টি কবর থেকে কঙ্কাল চুরির মামলা তদন্তের সত্যতা পাওয়া গেছে। 

আজ বৃহস্পতিবার প্রথম ধাপে কবরগুলো খুঁড়ে মোট ৮টি কঙ্কাল চুরি যাওয়ার বিষয়টি নিশ্চিত হয় পুলিশ। এ সময় উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল হাসান সোহাগ। 

এ বিষয়ে পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আলম বলেন, কবর থেকে কঙ্কাল চুরির বিষয়ে মামলা হয়েছিল থানায়। আদালতের অনুমোদন সাপেক্ষে কবর থেকে কঙ্কাল চুরির বিষয়টি কবর খুঁড়ে তদন্ত করা হয়েছে। ১৭টি কবর কবর খুঁড়ে ৮টি কবরের মধ্যে কঙ্কাল পাওয়া যায়নি। বাকিগুলোতে আছে। 

১৭ টি কবর মধ্যে ৮টি কবরে পাওয়া যায়নি কঙ্কালউল্লেখ্য, গত ২৯ জুলাই (শুক্রবার) রাতে পীরডাঙ্গী গোরস্থানের প্রায় ১৭টি পুরোনো কবর খুঁড়ে কঙ্কাল চুরির ঘটনা ঘটে। ৩০ জুলাই (শনিবার) সকালে বিষয়টি জানাজানি হলে মানুষের ঢল নামে সেখানে। ঘটনাস্থল পরিদর্শন করেন জেলা প্রশাসক মাহবুবুর রহমান ও পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেনসহ স্থানীয় জনপ্রতিনিধিরা। থানায় মামলা দায়েরের প্রেক্ষিতে পুলিশ নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল হাসান সোহাগের উপস্থিতিতে কবরগুলো খুঁড়ে চুরির বিষয়ে নিশ্চিত হওয়া যায়। তবে কে বা কারা এ ঘটনায় সম্পৃক্ত এ ব্যাপারে কোনো কিছু বলতে পারেনি পুলিশ। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

৬ জ্যান্ত হাতি নিয়ে রাশিয়ায় মিয়ানমারের জান্তাপ্রধান, উচ্ছ্বসিত পুতিন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত