সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
গাইবান্ধার সুন্দরগঞ্জে তিস্তা নদীর ধার থেকে দুই বোনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার বিকেল ৪টার দিকে উপজেলার হরিপুর ইউনিয়নের পাড়া সাদুয়ার চর এলাকায় তিস্তা নদীর কোল থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।
দুই বোন হাসি খাতুন (১২) ও খুশি খাতুন (১৪) ওই ইউনিয়নের কানি চরিতাবাড়ি গ্রামের হামিদুল ইসলামের মেয়ে।
স্থানীয়রা জানায়, দুপুরে তিস্তা নদীর ধারে দুটি মরদেহ ভেসে থাকতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে মরদেহ দুটি উদ্ধার করে।
এ নিয়ে হরিপুর ইউনিয়নের চেয়ারম্যান নাফিউল ইসলাম সরকার জিমি জানান, হামিদুল প্রায় ১৫ বছর আগে কুড়িগ্রাম জেলার বজরা গ্রামে বিয়ে করেন। তাঁর দুই সন্তান হাসি ও খুশি। তিন বছর আগে হামিদুল স্ত্রীকে তালাক দেন। এরপর থেকে হাসি ও খুশি মায়ের সঙ্গে কুড়িগ্রামে নানার বাড়িতে থাকে। পাঁচ দিন আগে হাসি ও খুশিকে ঈদের জামা কিনে দেওয়ার কথা বলে ডেকে আনেন হামিদুল। তিন দিন বাবার সঙ্গে থাকার পর তাদের আর খুঁজে পাওয়া যাচ্ছিল না।
চেয়ারম্যান আরও বলেন, ‘তালাকপ্রাপ্ত স্ত্রীর সঙ্গে বিরোধের জেরে হামিদুল দুই মেয়েকে হত্যা করে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। প্রতিবেশী ও এলাকাবাসীও এমন সন্দেহ করছে।’
সুন্দরগঞ্জ থানার ওসি সরকার ইফতেখারুল মোকাদ্দেম বলেন, ‘ধারণা করা হচ্ছে মরদেহ দুটি দুই-তিন দিন আগের। তবে তারা পানিতে ডুবে মরেছে নাকি হত্যার স্বীকার হয়েছে তা জানতে তদন্ত চলছে।’
প্রাথমিকভাবে এটিকে হত্যাকাণ্ড বলেই ধারণা করছে পুলিশ। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে হামিদুল পলাতক।
গাইবান্ধার সুন্দরগঞ্জে তিস্তা নদীর ধার থেকে দুই বোনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার বিকেল ৪টার দিকে উপজেলার হরিপুর ইউনিয়নের পাড়া সাদুয়ার চর এলাকায় তিস্তা নদীর কোল থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।
দুই বোন হাসি খাতুন (১২) ও খুশি খাতুন (১৪) ওই ইউনিয়নের কানি চরিতাবাড়ি গ্রামের হামিদুল ইসলামের মেয়ে।
স্থানীয়রা জানায়, দুপুরে তিস্তা নদীর ধারে দুটি মরদেহ ভেসে থাকতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে মরদেহ দুটি উদ্ধার করে।
এ নিয়ে হরিপুর ইউনিয়নের চেয়ারম্যান নাফিউল ইসলাম সরকার জিমি জানান, হামিদুল প্রায় ১৫ বছর আগে কুড়িগ্রাম জেলার বজরা গ্রামে বিয়ে করেন। তাঁর দুই সন্তান হাসি ও খুশি। তিন বছর আগে হামিদুল স্ত্রীকে তালাক দেন। এরপর থেকে হাসি ও খুশি মায়ের সঙ্গে কুড়িগ্রামে নানার বাড়িতে থাকে। পাঁচ দিন আগে হাসি ও খুশিকে ঈদের জামা কিনে দেওয়ার কথা বলে ডেকে আনেন হামিদুল। তিন দিন বাবার সঙ্গে থাকার পর তাদের আর খুঁজে পাওয়া যাচ্ছিল না।
চেয়ারম্যান আরও বলেন, ‘তালাকপ্রাপ্ত স্ত্রীর সঙ্গে বিরোধের জেরে হামিদুল দুই মেয়েকে হত্যা করে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। প্রতিবেশী ও এলাকাবাসীও এমন সন্দেহ করছে।’
সুন্দরগঞ্জ থানার ওসি সরকার ইফতেখারুল মোকাদ্দেম বলেন, ‘ধারণা করা হচ্ছে মরদেহ দুটি দুই-তিন দিন আগের। তবে তারা পানিতে ডুবে মরেছে নাকি হত্যার স্বীকার হয়েছে তা জানতে তদন্ত চলছে।’
প্রাথমিকভাবে এটিকে হত্যাকাণ্ড বলেই ধারণা করছে পুলিশ। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে হামিদুল পলাতক।
রাজধানীর বিমানবন্দরে শরীরে বিশেষ কৌশলে গাঁজা নিয়ে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তিনজন কিশোর। তাঁরা বর্তমানে কিশোর সংশোধনাগারের রয়েছে।
১৬ দিন আগেপরিবারে আর্থিক স্বচ্ছলতা ফেরাতে সিঙ্গাপুরে যান দুই ভাই উজ্জ্বল মিয়া ও মো. ঝন্টু। সেখানে থাকা অবস্থায় মুঠোফোনে ভাবির সঙ্গে পরকীয়ায় জড়ান ছোট ভাই মো. ঝন্টু। পরে দেশে ফিরে ভাবিকে বিয়ে করার জন্য আপন বড় ভাই উজ্জ্বল মিয়াকে খুন করে ছোট ভাই।
১৬ দিন আগেরাজধানীর গেণ্ডারিয়ায় গত দুই মাসে দুই অটোরিকশা চালককে হত্যা করে রিকশা ছিনিয়ে নেওয়া ঘটনা ঘটেছে। পৃথক এই দুই ঘটনায় তদন্তে নেমে বিভিন্ন সময় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
১৬ দিন আগেপাবনার পদ্মা নদী থেকে কয়েক ঘণ্টার ব্যবধানে ১২ বছরের এক কিশোর এবং ২২ বছরের এক তরুণীর অর্ধগলিত দুইটি মরদেহ উদ্ধার করেছে নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ি। উদ্ধারের দুইদিনেও কোনো পরিচয় পাওয়া যায়নি। রোববার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইদুর রহমান।
২০ দিন আগে