বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের বীরগঞ্জে ভুট্টা চুরির অপবাদে নজরুল ইসলাম (৪০) নামের এক মানসিক প্রতিবন্ধীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহত ব্যক্তির বিচারের দাবিতে সড়ক অবরোধ করেছেন এলাকাবাসী। নিহত যুবক উপজেলার শতগ্রাম ইউনিয়নের প্রসাদপাড়া গ্রামের আব্দুর রফিকের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার বেলা ১১টার দিকে নজরুল ইসলাম পার্শ্ববর্তী রাঙ্গালীপাড়া এলাকায় বিভিন্ন মানুষের ভুট্টাখেতে ফেলে যাওয়া ভুট্টা কুড়িয়ে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে তাঁতিপাড়া আমবাগানসংলগ্ন এলাকায় একই এলাকার আবদুল হানিফার ছেলে ইয়াসিনের ভুট্টাখেতের পাশ দিয়ে আসার সময় নজরুলকে ভুট্টা চুরির অপবাদ দিয়ে মারধর শুরু করেন। মারধর সহ্য করতে না পেরে নজরুল বাড়িতে এসে লুকিয়ে পড়েন। কিন্তু ইয়াসিন তাঁর বাড়িতে ঢুকে তাঁকে বেধড়ক মারধর করে আহত অবস্থায় ফেলে চলে যান।
নজরুলের মা ঘটনাটি এলাকাবাসীকে জানালে তাঁরা তাৎক্ষণিক স্থানীয় ঝাড়বাড়ি বাজারের পল্লিচিকিৎসকের মাধ্যমে নজরুলের চিকিৎসার ব্যবস্থা করেন। পরে গতকাল রোববার অবস্থার অবনতি হলে নজরুলকে দ্রুত দিনাজপুর এম আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এরপর আজ সোমবার সকাল ৮টায় আহত নজরুল ইসলাম চিকিৎসাধীন অবস্থায় মারা যান। পরে তাঁর মরদেহ দুপুরে ঝাড়বাড়িতে আনা হলে এলাকায় উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। এ সময় অভিযুক্ত ইয়াসিনকে আটক ও তাঁর বিচারের দাবিতে উত্তেজিত জনতা ঝাড়বাড়ি বাজার অবরোধ করেন।
খবর পেয়ে বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার, উপপরিদর্শক (এসআই) তাইজুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে দোষীকে আটক ও মামলার আশ্বাস দিলে উত্তেজিত জনতা শান্ত হয়ে দুই ঘণ্টা পর অবরোধ তুলে নেন।
প্রতিবেশী আবু তালেব ও তাঁর স্ত্রী নাজমা বলেন, ‘আমাদের সামনেই ইয়াসিন নজরুলকে মারধর করে।’
আবদুল মান্নান নামের স্থানীয় আরেক বাসিন্দা বলেন, ইয়াসিন আলী শতগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিয়ার রহমান মতির মামাতো ভাই। তিনি প্রভাবশালী হওয়ায় তাঁর পক্ষে স্থানীয় জনপ্রতিনিধি ও নেতারা বিষয়টি মীমাংসা ও ধামাচাপা দেওয়ার জন্য দৌড়ঝাঁপ শুরু করেছেন।
বীরগঞ্জ থানার ওসি সুব্রত কুমার সরকার আজকের পত্রিকাকে বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। নিহত ব্যক্তির স্বজনেরা লিখিত অভিযোগ দিলেই মামলা রুজু করা হবে।
দিনাজপুরের বীরগঞ্জে ভুট্টা চুরির অপবাদে নজরুল ইসলাম (৪০) নামের এক মানসিক প্রতিবন্ধীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহত ব্যক্তির বিচারের দাবিতে সড়ক অবরোধ করেছেন এলাকাবাসী। নিহত যুবক উপজেলার শতগ্রাম ইউনিয়নের প্রসাদপাড়া গ্রামের আব্দুর রফিকের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার বেলা ১১টার দিকে নজরুল ইসলাম পার্শ্ববর্তী রাঙ্গালীপাড়া এলাকায় বিভিন্ন মানুষের ভুট্টাখেতে ফেলে যাওয়া ভুট্টা কুড়িয়ে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে তাঁতিপাড়া আমবাগানসংলগ্ন এলাকায় একই এলাকার আবদুল হানিফার ছেলে ইয়াসিনের ভুট্টাখেতের পাশ দিয়ে আসার সময় নজরুলকে ভুট্টা চুরির অপবাদ দিয়ে মারধর শুরু করেন। মারধর সহ্য করতে না পেরে নজরুল বাড়িতে এসে লুকিয়ে পড়েন। কিন্তু ইয়াসিন তাঁর বাড়িতে ঢুকে তাঁকে বেধড়ক মারধর করে আহত অবস্থায় ফেলে চলে যান।
নজরুলের মা ঘটনাটি এলাকাবাসীকে জানালে তাঁরা তাৎক্ষণিক স্থানীয় ঝাড়বাড়ি বাজারের পল্লিচিকিৎসকের মাধ্যমে নজরুলের চিকিৎসার ব্যবস্থা করেন। পরে গতকাল রোববার অবস্থার অবনতি হলে নজরুলকে দ্রুত দিনাজপুর এম আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এরপর আজ সোমবার সকাল ৮টায় আহত নজরুল ইসলাম চিকিৎসাধীন অবস্থায় মারা যান। পরে তাঁর মরদেহ দুপুরে ঝাড়বাড়িতে আনা হলে এলাকায় উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। এ সময় অভিযুক্ত ইয়াসিনকে আটক ও তাঁর বিচারের দাবিতে উত্তেজিত জনতা ঝাড়বাড়ি বাজার অবরোধ করেন।
খবর পেয়ে বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার, উপপরিদর্শক (এসআই) তাইজুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে দোষীকে আটক ও মামলার আশ্বাস দিলে উত্তেজিত জনতা শান্ত হয়ে দুই ঘণ্টা পর অবরোধ তুলে নেন।
প্রতিবেশী আবু তালেব ও তাঁর স্ত্রী নাজমা বলেন, ‘আমাদের সামনেই ইয়াসিন নজরুলকে মারধর করে।’
আবদুল মান্নান নামের স্থানীয় আরেক বাসিন্দা বলেন, ইয়াসিন আলী শতগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিয়ার রহমান মতির মামাতো ভাই। তিনি প্রভাবশালী হওয়ায় তাঁর পক্ষে স্থানীয় জনপ্রতিনিধি ও নেতারা বিষয়টি মীমাংসা ও ধামাচাপা দেওয়ার জন্য দৌড়ঝাঁপ শুরু করেছেন।
বীরগঞ্জ থানার ওসি সুব্রত কুমার সরকার আজকের পত্রিকাকে বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। নিহত ব্যক্তির স্বজনেরা লিখিত অভিযোগ দিলেই মামলা রুজু করা হবে।
সাতক্ষীরার ওয়ারী গ্রামে ব্যবসায়ী স্বামীকে শ্বাসরোধে হত্যার পর বুকের ওপর ‘সরি জান, আই লাভ ইউ’ লিখে স্ত্রী আত্মহত্যা করেছেন। আজ শুক্রবার দুপুরে সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের ওয়ারিয়ার পালপাড়ায় একটি ভাড়া বাড়ি থেকে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করেছে।
৫ দিন আগেরাজধানীর উত্তরায় প্রকাশ্যে এক দম্পতিকে কুপিয়ে আহত করার ঘটনায় দায়ের করা হত্যাচেষ্টার মামলায় গ্রেপ্তার আরও ৩ ‘কিশোর গ্যাং’ সদস্যকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজা রিমান্ডে নেওয়ার এ আদেশ দেন।
১৪ দিন আগেরাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় নির্যাতনের শিকার কল্পনা (১৩) সাড়ে তিন মাস চিকিৎসার পর সুস্থ হয়ে বাড়ি ফিরছে। আজ বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) ঢাকা মেডিকেল বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিট থেকে তাঁকে ছাড়পত্র দেওয়া হয়।
০৬ ফেব্রুয়ারি ২০২৫গণহত্যার সংজ্ঞা ও বিচার নিয়ে বিশ্বব্যাপী স্বীকৃত সনদ হলো Genocide Convention বা গণহত্যা সনদ, যা ১৯৪৮ সালে জাতিসংঘ কর্তৃক গৃহীত হয়। এই সনদের আওতায় একটি জাতি, নৃগোষ্ঠী, বর্ণ বা ধর্মীয় গোষ্ঠীকে সম্পূর্ণ বা আংশিক ধ্বংস করার লক্ষ্যে সংঘটিত অপরাধকেই গণহত্যা বলা হয়। এর মধ্যে হত্যা, শারীরিক বা মানসিক ক্ষতি,
০২ ফেব্রুয়ারি ২০২৫