Ajker Patrika

স্বতন্ত্র প্রার্থীর পোস্টার ছিঁড়ে জরিমানা গুনলেন ছাত্রলীগ নেতা

লালমনিরহাট প্রতিনিধি
আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৩, ১৯: ২৭
স্বতন্ত্র প্রার্থীর পোস্টার ছিঁড়ে জরিমানা গুনলেন ছাত্রলীগ নেতা

স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী পোস্টার ছিঁড়ে ফেলায় লালমনিরহাটের আদিতমারী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এইচ এম নিয়ামুল আলম নাঈমকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ শনিবার বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রওজাতুন জান্নাত এ জরিমানা করেন। 

অর্থদণ্ডপ্রাপ্ত নাঈম উপজেলা সদরের ভাদাই ইউনিয়নের কাচারি বাজার এলাকার স্কুলশিক্ষক আশরাফুল আলম রাজুর ছেলে। 

স্বতন্ত্র প্রার্থীর কর্মী-সমর্থক ও ঘটনার প্রত্যক্ষদর্শীরা বলছেন, উপজেলা সদরের স্টেশন এলাকায় নাঈমের বাবার একটি মার্কেট রয়েছে। সেখানে নৌকার পোস্টার ছাড়া অন্য কোনো প্রতীকের পোস্টার ছিল না। আজ শনিবার বিকেলে সেখানে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী সিরাজুল হকের ঈগল প্রতীকের পোস্টার রশিতে সাঁটানো হয়। যার খবর পেয়ে উপজেলা ছাত্রলীগের সম্পাদক নাঈম তাৎক্ষণিক এসে ঈগল প্রতীকের সবগুলো পোস্টার ছিঁড়ে ফেলেন। এ সময় স্বতন্ত্র প্রার্থীর সমর্থকেরা পোস্টার ছেঁড়ার দৃশ্য ভিডিও করে সহকারী রিটার্নিং কর্মকর্তাকে মোবাইল ফোনে অবগত করেন। 

খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রওজাতুন জান্নাত পুলিশ নিয়ে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় উপজেলা ছাত্রলীগের সম্পাদক নিয়ামুল আলম নাঈম পোস্টার ছেঁড়ার সত্যতা স্বীকার করলে তাঁকে এক হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। সেই সঙ্গে উপস্থিত সবাইকে নির্বাচনী আচরণবিধি মেনে চলার নির্দেশনা দেন ভ্রাম্যমাণ আদালত। 

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) রওজাতুন জান্নাত আজকের পত্রিকাকে বলেন, ‘নির্বাচনী প্রচারণা পোস্টার ছিঁড়ে ফেলায় নাঈম নামের একজনকে এক হাজার টাকা জরিমানা করে প্রথমবারের মতো সতর্ক করা হয়েছে। একই সঙ্গে উপস্থিত জনতাকে নির্বাচনী আচরণবিধি মেনে চলার আহ্বান জানানো হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

৬ জ্যান্ত হাতি নিয়ে রাশিয়ায় মিয়ানমারের জান্তাপ্রধান, উচ্ছ্বসিত পুতিন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত