লালমনিরহাট প্রতিনিধি
স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী পোস্টার ছিঁড়ে ফেলায় লালমনিরহাটের আদিতমারী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এইচ এম নিয়ামুল আলম নাঈমকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ শনিবার বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রওজাতুন জান্নাত এ জরিমানা করেন।
অর্থদণ্ডপ্রাপ্ত নাঈম উপজেলা সদরের ভাদাই ইউনিয়নের কাচারি বাজার এলাকার স্কুলশিক্ষক আশরাফুল আলম রাজুর ছেলে।
স্বতন্ত্র প্রার্থীর কর্মী-সমর্থক ও ঘটনার প্রত্যক্ষদর্শীরা বলছেন, উপজেলা সদরের স্টেশন এলাকায় নাঈমের বাবার একটি মার্কেট রয়েছে। সেখানে নৌকার পোস্টার ছাড়া অন্য কোনো প্রতীকের পোস্টার ছিল না। আজ শনিবার বিকেলে সেখানে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী সিরাজুল হকের ঈগল প্রতীকের পোস্টার রশিতে সাঁটানো হয়। যার খবর পেয়ে উপজেলা ছাত্রলীগের সম্পাদক নাঈম তাৎক্ষণিক এসে ঈগল প্রতীকের সবগুলো পোস্টার ছিঁড়ে ফেলেন। এ সময় স্বতন্ত্র প্রার্থীর সমর্থকেরা পোস্টার ছেঁড়ার দৃশ্য ভিডিও করে সহকারী রিটার্নিং কর্মকর্তাকে মোবাইল ফোনে অবগত করেন।
খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রওজাতুন জান্নাত পুলিশ নিয়ে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় উপজেলা ছাত্রলীগের সম্পাদক নিয়ামুল আলম নাঈম পোস্টার ছেঁড়ার সত্যতা স্বীকার করলে তাঁকে এক হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। সেই সঙ্গে উপস্থিত সবাইকে নির্বাচনী আচরণবিধি মেনে চলার নির্দেশনা দেন ভ্রাম্যমাণ আদালত।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) রওজাতুন জান্নাত আজকের পত্রিকাকে বলেন, ‘নির্বাচনী প্রচারণা পোস্টার ছিঁড়ে ফেলায় নাঈম নামের একজনকে এক হাজার টাকা জরিমানা করে প্রথমবারের মতো সতর্ক করা হয়েছে। একই সঙ্গে উপস্থিত জনতাকে নির্বাচনী আচরণবিধি মেনে চলার আহ্বান জানানো হয়েছে।’
স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী পোস্টার ছিঁড়ে ফেলায় লালমনিরহাটের আদিতমারী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এইচ এম নিয়ামুল আলম নাঈমকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ শনিবার বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রওজাতুন জান্নাত এ জরিমানা করেন।
অর্থদণ্ডপ্রাপ্ত নাঈম উপজেলা সদরের ভাদাই ইউনিয়নের কাচারি বাজার এলাকার স্কুলশিক্ষক আশরাফুল আলম রাজুর ছেলে।
স্বতন্ত্র প্রার্থীর কর্মী-সমর্থক ও ঘটনার প্রত্যক্ষদর্শীরা বলছেন, উপজেলা সদরের স্টেশন এলাকায় নাঈমের বাবার একটি মার্কেট রয়েছে। সেখানে নৌকার পোস্টার ছাড়া অন্য কোনো প্রতীকের পোস্টার ছিল না। আজ শনিবার বিকেলে সেখানে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী সিরাজুল হকের ঈগল প্রতীকের পোস্টার রশিতে সাঁটানো হয়। যার খবর পেয়ে উপজেলা ছাত্রলীগের সম্পাদক নাঈম তাৎক্ষণিক এসে ঈগল প্রতীকের সবগুলো পোস্টার ছিঁড়ে ফেলেন। এ সময় স্বতন্ত্র প্রার্থীর সমর্থকেরা পোস্টার ছেঁড়ার দৃশ্য ভিডিও করে সহকারী রিটার্নিং কর্মকর্তাকে মোবাইল ফোনে অবগত করেন।
খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রওজাতুন জান্নাত পুলিশ নিয়ে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় উপজেলা ছাত্রলীগের সম্পাদক নিয়ামুল আলম নাঈম পোস্টার ছেঁড়ার সত্যতা স্বীকার করলে তাঁকে এক হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। সেই সঙ্গে উপস্থিত সবাইকে নির্বাচনী আচরণবিধি মেনে চলার নির্দেশনা দেন ভ্রাম্যমাণ আদালত।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) রওজাতুন জান্নাত আজকের পত্রিকাকে বলেন, ‘নির্বাচনী প্রচারণা পোস্টার ছিঁড়ে ফেলায় নাঈম নামের একজনকে এক হাজার টাকা জরিমানা করে প্রথমবারের মতো সতর্ক করা হয়েছে। একই সঙ্গে উপস্থিত জনতাকে নির্বাচনী আচরণবিধি মেনে চলার আহ্বান জানানো হয়েছে।’
সাতক্ষীরার ওয়ারী গ্রামে ব্যবসায়ী স্বামীকে শ্বাসরোধে হত্যার পর বুকের ওপর ‘সরি জান, আই লাভ ইউ’ লিখে স্ত্রী আত্মহত্যা করেছেন। আজ শুক্রবার দুপুরে সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের ওয়ারিয়ার পালপাড়ায় একটি ভাড়া বাড়ি থেকে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করেছে।
৫ দিন আগেরাজধানীর উত্তরায় প্রকাশ্যে এক দম্পতিকে কুপিয়ে আহত করার ঘটনায় দায়ের করা হত্যাচেষ্টার মামলায় গ্রেপ্তার আরও ৩ ‘কিশোর গ্যাং’ সদস্যকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজা রিমান্ডে নেওয়ার এ আদেশ দেন।
১৪ দিন আগেরাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় নির্যাতনের শিকার কল্পনা (১৩) সাড়ে তিন মাস চিকিৎসার পর সুস্থ হয়ে বাড়ি ফিরছে। আজ বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) ঢাকা মেডিকেল বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিট থেকে তাঁকে ছাড়পত্র দেওয়া হয়।
০৬ ফেব্রুয়ারি ২০২৫গণহত্যার সংজ্ঞা ও বিচার নিয়ে বিশ্বব্যাপী স্বীকৃত সনদ হলো Genocide Convention বা গণহত্যা সনদ, যা ১৯৪৮ সালে জাতিসংঘ কর্তৃক গৃহীত হয়। এই সনদের আওতায় একটি জাতি, নৃগোষ্ঠী, বর্ণ বা ধর্মীয় গোষ্ঠীকে সম্পূর্ণ বা আংশিক ধ্বংস করার লক্ষ্যে সংঘটিত অপরাধকেই গণহত্যা বলা হয়। এর মধ্যে হত্যা, শারীরিক বা মানসিক ক্ষতি,
০২ ফেব্রুয়ারি ২০২৫