ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে চলমান এসএসসি পরীক্ষার প্রশ্ন ফাঁসের ঘটনায় আরও দুই সহকারী শিক্ষকসহ এক অফিস-সহায়ককে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন ভূরুঙ্গামারী নেহাল উদ্দিন বালিকা পাইলট উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক সোহেল আল মামুন, হামিদুর রহমান এবং অফিস-সহায়ক সুজন মিয়া। বৃহস্পতিবার দুপুরে তাঁদের কুড়িগ্রাম জেলা আদালতে পাঠানো হয়। প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় দুই দফায় মোট ছয়জনকে গ্রেপ্তার করা হলো।
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের প্রতিনিধি কুড়িগ্রাম জেলা শিক্ষা কর্মকর্তা শামছুল আলম আজ বৃহস্পতিবার সকালে ভূরুঙ্গামারী নেহাল উদ্দিন বালিকা পাইলট উচ্চবিদ্যালয়ে তদন্ত করতে আসেন। তিনি সেখানে সহকারী প্রধান শিক্ষক খলিলুর রহমানসহ অন্য শিক্ষকদের সঙ্গে কথা বলেন।
শামছুল আলম বলেন, প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। জড়িতদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।
অন্যদিকে প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় দিনাজপুর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের তিন সদস্যের তদন্ত কমিটি ভূরুঙ্গামারীর উদ্দেশে রওনা দিয়েছে। তদন্ত কমিটির সদস্যরা হলেন দিনাজপুর শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক মো. ফারাজ উদ্দিন তালুকদার, উপপরীক্ষা নিয়ন্ত্রক (উমা) প্রফেসর মো. হারুন অর রশিদ মন্ডল এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর রংপুর অঞ্চলের উপপরিচালক মো. আকতারুজ্জামান।
এর আগে প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় গত মঙ্গলবার ভূরুঙ্গামারী নেহাল উদ্দিন পাইলট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্রসচিব লুৎফর রহমানসহ অপর দুই সহকারী শিক্ষককে গ্রেপ্তার করা হয়।
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে চলমান এসএসসি পরীক্ষার প্রশ্ন ফাঁসের ঘটনায় আরও দুই সহকারী শিক্ষকসহ এক অফিস-সহায়ককে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন ভূরুঙ্গামারী নেহাল উদ্দিন বালিকা পাইলট উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক সোহেল আল মামুন, হামিদুর রহমান এবং অফিস-সহায়ক সুজন মিয়া। বৃহস্পতিবার দুপুরে তাঁদের কুড়িগ্রাম জেলা আদালতে পাঠানো হয়। প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় দুই দফায় মোট ছয়জনকে গ্রেপ্তার করা হলো।
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের প্রতিনিধি কুড়িগ্রাম জেলা শিক্ষা কর্মকর্তা শামছুল আলম আজ বৃহস্পতিবার সকালে ভূরুঙ্গামারী নেহাল উদ্দিন বালিকা পাইলট উচ্চবিদ্যালয়ে তদন্ত করতে আসেন। তিনি সেখানে সহকারী প্রধান শিক্ষক খলিলুর রহমানসহ অন্য শিক্ষকদের সঙ্গে কথা বলেন।
শামছুল আলম বলেন, প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। জড়িতদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।
অন্যদিকে প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় দিনাজপুর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের তিন সদস্যের তদন্ত কমিটি ভূরুঙ্গামারীর উদ্দেশে রওনা দিয়েছে। তদন্ত কমিটির সদস্যরা হলেন দিনাজপুর শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক মো. ফারাজ উদ্দিন তালুকদার, উপপরীক্ষা নিয়ন্ত্রক (উমা) প্রফেসর মো. হারুন অর রশিদ মন্ডল এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর রংপুর অঞ্চলের উপপরিচালক মো. আকতারুজ্জামান।
এর আগে প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় গত মঙ্গলবার ভূরুঙ্গামারী নেহাল উদ্দিন পাইলট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্রসচিব লুৎফর রহমানসহ অপর দুই সহকারী শিক্ষককে গ্রেপ্তার করা হয়।
রাজধানীর বিমানবন্দরে শরীরে বিশেষ কৌশলে গাঁজা নিয়ে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তিনজন কিশোর। তাঁরা বর্তমানে কিশোর সংশোধনাগারের রয়েছে।
১৫ দিন আগেপরিবারে আর্থিক স্বচ্ছলতা ফেরাতে সিঙ্গাপুরে যান দুই ভাই উজ্জ্বল মিয়া ও মো. ঝন্টু। সেখানে থাকা অবস্থায় মুঠোফোনে ভাবির সঙ্গে পরকীয়ায় জড়ান ছোট ভাই মো. ঝন্টু। পরে দেশে ফিরে ভাবিকে বিয়ে করার জন্য আপন বড় ভাই উজ্জ্বল মিয়াকে খুন করে ছোট ভাই।
১৫ দিন আগেরাজধানীর গেণ্ডারিয়ায় গত দুই মাসে দুই অটোরিকশা চালককে হত্যা করে রিকশা ছিনিয়ে নেওয়া ঘটনা ঘটেছে। পৃথক এই দুই ঘটনায় তদন্তে নেমে বিভিন্ন সময় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
১৬ দিন আগেপাবনার পদ্মা নদী থেকে কয়েক ঘণ্টার ব্যবধানে ১২ বছরের এক কিশোর এবং ২২ বছরের এক তরুণীর অর্ধগলিত দুইটি মরদেহ উদ্ধার করেছে নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ি। উদ্ধারের দুইদিনেও কোনো পরিচয় পাওয়া যায়নি। রোববার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইদুর রহমান।
১৯ দিন আগে