Ajker Patrika

নীলফামারীতে ইয়াবার বড় চালানসহ মাইক্রোবাসচালক আটক

নীলফামারী প্রতিনিধি
আপডেট : ২৪ ডিসেম্বর ২০২১, ২৩: ৪৮
নীলফামারীতে ইয়াবার বড় চালানসহ মাইক্রোবাসচালক আটক

নীলফামারী শহরের বড় বাজার ট্রাফিক মোড়ে একটি মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে ইয়াবার বড় একটি চালান জব্দ করেছে অ্যান্টি টেররিজম ইউনিট। এতে সহায়তা করে নীলফামারী থানা-পুলিশ। 

শুক্রবার রাত ৯টার দিকে শহরের বড়বাজার ট্রাফিক মোড়ে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। 

ইয়াবাসহ আটক মাইক্রোবাস চালকপুলিশ জানিয়েছে, ঢাকা মেট্রো-ঘ- ১৩-০৯৩৩ মাইক্রোবাসটি সিলেট থেকে আসছিল। এ সময় মাইক্রোচালক ইমরান হোসেনকে আটক করা হয়। প্রাথমিকভাবে জানা গেছে, চালানে ১ লাখ পিস ইয়াবা বড়ি রয়েছে। 

নীলফামারী থানার ওসি আব্দুর রউফ বলেন, ‘অ্যান্টি টেরিজম ইউনিট এই অভিযান পরিচালনা করে। আটক ড্রাইভারের কাছে তথ্য সংগ্রহের কাজ চলছে। তিনি জানিয়েছেন, নীলফামারী শহরে তাঁকে কেউ রিসিভ করার কথা ছিল।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত