পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি
লালমনিরহাটের পাটগ্রামে অবসরপ্রাপ্ত অধ্যক্ষ এম ওয়াজেদ আলী (৬৮) খুনের ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে হরতাল পালন করা হয়েছে। পাটগ্রাম ও পূর্ব বাজার ব্যবসায়ী সমিতি এবং সম্মিলিত নাগরিক সমাজ আজ সোমবার সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয়। তবে মামলার প্রধান আসামি গ্রেপ্তার হওয়ায় বেলা ২টায় হরতাল প্রত্যাহার করে নেওয়া হয়।
আজ হরতালে সকাল থেকে উপজেলায় সব ধরনের যান চলাচল, দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ থাকে। এমনকি জরুরি সেবা ওষুধ, খাবার ও খাদ্যপণ্যের দোকানও বন্ধ থাকে। শহরজুড়ে সকাল থেকে বিভিন্ন ব্যানারে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করা হয়।
সাবেক অধ্যক্ষকে খুনের ঘটনার মামলায় প্রধান আসামি নাহিদুজ্জামান প্রধান বাবুকে গতকাল রোববার রাতে উপজেলার সীমান্ত এলাকা থেকে গ্রেপ্তার করে পাটগ্রাম থানা-পুলিশ। রাতেই তাঁকে লালমনিরহাট পুলিশ সুপারের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। পুলিশ সুপার আজ সোমবার বিকেলে এ বিষয়ে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানাবেন বলে জানিয়েছেন পাটগ্রাম থানার ওসি ওমর ফারুক।
সকালে পাটগ্রাম পৌর শহরের চৌরঙ্গী মোড়ে প্রতিবাদ সমাবেশ করা হয়। এতে বক্তব্য দেন পাটগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান রুহুল আমীন বাবুল, পৌর মেয়র রাশেদুল ইসলাম সুইট, সম্মিলিত নাগরিক সমাজের আহ্বায়ক শমসের আলী, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ শহিদুল্লাহ প্রধান, পাটগ্রাম বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ছায়েদুজ্জামান সায়েদ, বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির সভাপতি ইবাদুজ্জামান বাপি, পাটগ্রাম পূর্ব বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আজিনুর রহমান আজিম প্রমুখ।
উল্লেখ্য, লালমনিরহাটের পাটগ্রাম পৌরসভার নিউ পূর্বপাড়া এলাকার নিজ বাসার সামনে ২০ জানুয়ারি রাতে খুন হন অবসরপ্রাপ্ত অধ্যক্ষ এম ওয়াজেদ আলী। এ ঘটনায় প্রতিবেশী নাহিদুজ্জামান প্রধান বাবু (২৫) ও অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের নামে পরদিন পাটগ্রাম থানায় মামলা করেন নিহতের ছোট ছেলে রিফাত হাসান দেন।
লালমনিরহাটের পাটগ্রামে অবসরপ্রাপ্ত অধ্যক্ষ এম ওয়াজেদ আলী (৬৮) খুনের ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে হরতাল পালন করা হয়েছে। পাটগ্রাম ও পূর্ব বাজার ব্যবসায়ী সমিতি এবং সম্মিলিত নাগরিক সমাজ আজ সোমবার সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয়। তবে মামলার প্রধান আসামি গ্রেপ্তার হওয়ায় বেলা ২টায় হরতাল প্রত্যাহার করে নেওয়া হয়।
আজ হরতালে সকাল থেকে উপজেলায় সব ধরনের যান চলাচল, দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ থাকে। এমনকি জরুরি সেবা ওষুধ, খাবার ও খাদ্যপণ্যের দোকানও বন্ধ থাকে। শহরজুড়ে সকাল থেকে বিভিন্ন ব্যানারে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করা হয়।
সাবেক অধ্যক্ষকে খুনের ঘটনার মামলায় প্রধান আসামি নাহিদুজ্জামান প্রধান বাবুকে গতকাল রোববার রাতে উপজেলার সীমান্ত এলাকা থেকে গ্রেপ্তার করে পাটগ্রাম থানা-পুলিশ। রাতেই তাঁকে লালমনিরহাট পুলিশ সুপারের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। পুলিশ সুপার আজ সোমবার বিকেলে এ বিষয়ে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানাবেন বলে জানিয়েছেন পাটগ্রাম থানার ওসি ওমর ফারুক।
সকালে পাটগ্রাম পৌর শহরের চৌরঙ্গী মোড়ে প্রতিবাদ সমাবেশ করা হয়। এতে বক্তব্য দেন পাটগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান রুহুল আমীন বাবুল, পৌর মেয়র রাশেদুল ইসলাম সুইট, সম্মিলিত নাগরিক সমাজের আহ্বায়ক শমসের আলী, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ শহিদুল্লাহ প্রধান, পাটগ্রাম বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ছায়েদুজ্জামান সায়েদ, বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির সভাপতি ইবাদুজ্জামান বাপি, পাটগ্রাম পূর্ব বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আজিনুর রহমান আজিম প্রমুখ।
উল্লেখ্য, লালমনিরহাটের পাটগ্রাম পৌরসভার নিউ পূর্বপাড়া এলাকার নিজ বাসার সামনে ২০ জানুয়ারি রাতে খুন হন অবসরপ্রাপ্ত অধ্যক্ষ এম ওয়াজেদ আলী। এ ঘটনায় প্রতিবেশী নাহিদুজ্জামান প্রধান বাবু (২৫) ও অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের নামে পরদিন পাটগ্রাম থানায় মামলা করেন নিহতের ছোট ছেলে রিফাত হাসান দেন।
রাজধানীর বিমানবন্দরে শরীরে বিশেষ কৌশলে গাঁজা নিয়ে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তিনজন কিশোর। তাঁরা বর্তমানে কিশোর সংশোধনাগারের রয়েছে।
১৫ দিন আগেপরিবারে আর্থিক স্বচ্ছলতা ফেরাতে সিঙ্গাপুরে যান দুই ভাই উজ্জ্বল মিয়া ও মো. ঝন্টু। সেখানে থাকা অবস্থায় মুঠোফোনে ভাবির সঙ্গে পরকীয়ায় জড়ান ছোট ভাই মো. ঝন্টু। পরে দেশে ফিরে ভাবিকে বিয়ে করার জন্য আপন বড় ভাই উজ্জ্বল মিয়াকে খুন করে ছোট ভাই।
১৫ দিন আগেরাজধানীর গেণ্ডারিয়ায় গত দুই মাসে দুই অটোরিকশা চালককে হত্যা করে রিকশা ছিনিয়ে নেওয়া ঘটনা ঘটেছে। পৃথক এই দুই ঘটনায় তদন্তে নেমে বিভিন্ন সময় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
১৬ দিন আগেপাবনার পদ্মা নদী থেকে কয়েক ঘণ্টার ব্যবধানে ১২ বছরের এক কিশোর এবং ২২ বছরের এক তরুণীর অর্ধগলিত দুইটি মরদেহ উদ্ধার করেছে নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ি। উদ্ধারের দুইদিনেও কোনো পরিচয় পাওয়া যায়নি। রোববার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইদুর রহমান।
২০ দিন আগে