Ajker Patrika

শিশু ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

গাইবান্ধা প্রতিনিধি
শিশু ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

গাইবান্ধার সুন্দরগঞ্জে একটি  শিশু ধর্ষণের ঘটনায় আসামি রফিকুল ইসলাম রফিককে (২০) বগুড়া থেকে গতকাল শুক্রবার রাতে গ্রেপ্তার করা হয়েছে। আজ শনিবার দুপুরে গাইবান্ধা র‍্যাব কার্যালয়ে এক সংবাদ  সম্মেলনে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব ১৩–এর ডিএডি মোস্তাফিজুর রহমান। 

এ সময় উপস্থিত ছিলেন গাইবান্ধা র‍্যাব-১৩ কার্যালয়ের কোম্পানি কমান্ডার এ কে এম আসিফ উদ দৌলা, ডিএডি মাজেদুর রহমান ও শরিফুজ্জামানসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা।

সংবাদ  সম্মেলনে  ডিএডি মোস্তাফিজুর রহমান বলেন, চলতি বছরের ১ জুন শিশুটি স্কুলে যাওয়ার পথে সুন্দরগঞ্জ উপজেলার ফিরোজ মিয়ার ছেলে রফিকুল ইসলাম রফিক চকলেট দেওয়ার কথা বলে একটি পরিত্যক্ত টিনের ঘরে নিয়ে ধর্ষণ করে। এ অবস্থায় শিশুটি কান্না করতে থাকলে রফিক পালিয়ে যায়। সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে শিশুটির শারীরিক অবস্থা খারাপ হওয়ায় উন্নত চিকিৎসার জন্য গাইবান্ধা জেলা হাসপাতালে ভর্তি করানো হয়।  পরের দিন ভুক্তভোগী শিশুটির মা বাদী হয়ে  সুন্দরগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। 

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, ঘটনার পর থেকে আসামি পলাতক ছিল। শক্রবার রাতে  গোপন সংবাদের ভিত্তিতে  র‍্যাব-১৩ সদস্যরা বগুড়া জেলার আদমদীঘি উপজেলা থেকে রফিকুল ইসলামকে গ্রেপ্তার করে। 

সংবাদ সম্মেলনের পর  গ্রেপ্তারকৃত আসামিকে সুন্দরগঞ্জ থানায় হস্তান্তর করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

৬ জ্যান্ত হাতি নিয়ে রাশিয়ায় মিয়ানমারের জান্তাপ্রধান, উচ্ছ্বসিত পুতিন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত