Ajker Patrika

প্রাইমারির নতুন বই ভাঙারির দোকানে, প্রধান শিক্ষককে থানায় জিজ্ঞাসাবাদ

হবিগঞ্জ প্রতিনিধি
প্রাইমারির নতুন বই ভাঙারির দোকানে, প্রধান শিক্ষককে থানায় জিজ্ঞাসাবাদ

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার নছরতপুরে একটি ভাঙারির দোকানে ২০২৩ শিক্ষাবর্ষের প্রাথমিকের বিভিন্ন শ্রেণির ৭০ কেজি নতুন বই পাওয়া গেছে। আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে বইগুলো জব্দ করেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আলী।

এ ঘটনায় কদমতলী বেসরকারি রেজিস্ট্রার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আয়েশা আক্তার ও ভাঙারি ব্যবসায়ী সৈয়দ আলীকে (৩২) জিজ্ঞাসাবাদের জন্য শায়েস্তাগঞ্জ থানায় নেওয়া হয়েছে।

স্থানীয়রা আজকের পত্রিকাকে জানান, উপজেলার কদমতলী রেজিস্ট্রার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আয়েশা আক্তার ভাঙারি ব্যবসায়ী সৈয়দ আলীর কাছে ২০ টাকা কেজি দরে ৭০ কেজি বই ১ হাজার ৪০০ টাকায় বিক্রি করেন। ভাঙারি ব্যবসায়ী সৈয়দ আলী বইগুলো নছরতরপুর মা ফিলিং স্টেশনের বিপরীতে একটি পাইকারি ভাঙারি দোকানে বিক্রির জন্য গেলে স্থানীয়দের কাছে ধরা পড়েন। 

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আলী বই জব্দের বিষয়টি নিশ্চিত করে বলেন, ২০২৩ শিক্ষাবর্ষের ১ম-৫ম শ্রেণির বিভিন্ন বই জব্দ করা হয়েছে। তদন্তপূর্বক শিক্ষিকার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজরাতুন নাঈম বলেন, ‘খবর পেয়ে শিক্ষা অফিসার ও পুলিশ পাঠানো হয়েছিল। অভিযুক্ত শিক্ষক ও ভাঙারি ব্যবসায়ীকে ইউএনও কার্যালয়ে ডাকা হয়েছে।’

এ বিষয়ে শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হোসেন কামাল আজকের পত্রিকাকে জানান, প্রধান শিক্ষক ও ভাঙারি ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদ চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

৬ জ্যান্ত হাতি নিয়ে রাশিয়ায় মিয়ানমারের জান্তাপ্রধান, উচ্ছ্বসিত পুতিন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত