শাবিপ্রবির ভর্তি পরীক্ষার আবেদনের সময় বেড়েছে

শাবিপ্রবি প্রতিনিধি 
Thumbnail image
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। ছবি: ফাইল ছবি

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষার আবেদনের সময় বাড়িয়েছে কর্তৃপক্ষ। নতুন সময় অনুযায়ী শিক্ষার্থীরা ৩১ জানুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন। ৫ জানুয়ারি শুরু হওয়া এই আবেদন প্রক্রিয়া ২৫ জানুয়ারি শেষ হওয়ার কথা ছিল।

আজ বুধবার ভর্তি কমিটির সদস্যসচিব অধ্যাপক ড. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, অনলাইনে ভর্তি পরীক্ষার আবেদন ও ফি জমা দেওয়ার সময় ৩১ জানুয়ারি রাত ১১টা ৫৯টা পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।

আবেদনের অন্য শর্তাবলি অপরিবর্তিত থাকবে। বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ভর্তির ওয়েবসাইটে পাওয়া যাবে। এখন পর্যন্ত মোট ৮১ হাজার শিক্ষার্থী রেজিস্ট্রেশন করেছে। এর মধ্যে পেমেন্ট নিশ্চিত করেছেন ৭১ হাজার শিক্ষার্থী। ‘এ’ ইউনিটে (বিজ্ঞান শাখা) আবেদন জমা পড়েছে ৪৭ হাজার এবং ‘বি’ ইউনিটে (বিজ্ঞান, বাণিজ্য ও মানবিক) জমা পড়েছে ৩৪ হাজার।

জানা যায়, যান্ত্রিক ত্রুটির কারণে ৬ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি পর্যন্ত প্রায় ৭২ ঘণ্টার বেশি সময় ভর্তির আবেদনপ্রক্রিয়া বন্ধ থাকে। ফলে ওই সময়ে কোনো ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থী আবেদন করতে পারেননি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত