জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি
সিলেটের জাফলংয়ে পর্যটকদের ওপর হামলা চালিয়েছে উপজেলা প্রশাসনের টোল কাউন্টারের স্বেচ্ছাসেবকেরা। আজ বৃহস্পতিবার দুপুর ২টার দিকে কাউন্টারে ফি দেওয়াকে কেন্দ্র করে পর্যটকদের ওপর এ হামলার ঘটনা ঘটে। এসময় নারী পর্যটকদের ওপরও হামলা করা হয়।
স্থানীয় ও পর্যটকেরা জানায়, সিলেট থেকে একটি পরিবার জাফলংয়ে বেড়াতে আসেন। এ সময় তাঁদের জাফলং টুরিস্ট স্পটে প্রবেশ করার সময় উপজেলা প্রশাসনের ১০ টাকা টিকিটের কাউন্টারে ফি দেওয়া নিয়ে কথা-কাটাকাটি হয় সেখানে নিযুক্ত স্বেচ্ছাসেবকদের সঙ্গে। এর জের ধরে নারী-পুরুষসহ ৬ পর্যটকের ওপর হামলা চালায় কয়েকজন স্বেচ্ছাসেবক।
স্থানীয় কয়েকজন ব্যক্তি এ সময় সামাজিক যোগাযোগ মাধ্যম এঘটনা ফেসবুকে লাইভ করেন। এতে দেখা যায়, কাউন্টারে থাকা স্বেচ্ছাসেবকেরা লাঠি দিয়ে পর্যটকদের পেটাচ্ছেন। এ সময় তাঁদের আর্তচিৎকারে কয়েকজন পর্যটক এগিয়ে এসে তাঁদের উদ্ধার করে। হামলার সময় স্থানীয় প্রশাসনের লোকজন সেখানে ছিল না।
এঘটনায় জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান কামাল আহমদ বলেন, ‘জাফলং পর্যটন কেন্দ্রে ১০ টাকা টিকিটের জন্য স্বেচ্ছাসেবীরা এ হামলা করেছে। এটা বৃহত্তর জৈন্তাবাসীর জন্য লজ্জার। আমি গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তার অপসারণের দাবি জানাচ্ছি এবং সেই সঙ্গে হামলাকারীদের শুধু গ্রেপ্তার নয় দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। নাহলে বৃহত্তর আন্দোলনের ঘোষণাসহ সিলেট-তামাবিল মহাসড়ক বন্ধ করা হবে।’
কামাল আহমদ বলেন, ‘অবিলম্বে এই অযৌক্তিক টিকিট কাউন্টার বন্ধ করতে হবে। পর্যটন সংশ্লিষ্ট দোকান থেকে অবৈধভাবে ইজারার নামে চাঁদাবাজি বন্ধ করতে হবে।’
এ ব্যাপারে সিলেট জেলা টুরিস্ট পুলিশ ও গোয়াইনঘাট থানা-পুলিশ জানায়, বিষয়টি জানার পর তাঁরা সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছেন। এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার তাহমিলুর রহমান জানান, ‘ঘটনার সঙ্গে জড়িত দুজন স্বেচ্ছাসেবীকে আটক করা হয়েছে এবং তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’
ঘটনার সত্যতা নিশ্চিত করে পার্শ্ববর্তী জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর বলেন, এঘটনায় এরই মধ্যে গোয়াইনঘাট থানা-পুলিশ দুজনকে আটক করেছে।
সিলেটের জাফলংয়ে পর্যটকদের ওপর হামলা চালিয়েছে উপজেলা প্রশাসনের টোল কাউন্টারের স্বেচ্ছাসেবকেরা। আজ বৃহস্পতিবার দুপুর ২টার দিকে কাউন্টারে ফি দেওয়াকে কেন্দ্র করে পর্যটকদের ওপর এ হামলার ঘটনা ঘটে। এসময় নারী পর্যটকদের ওপরও হামলা করা হয়।
স্থানীয় ও পর্যটকেরা জানায়, সিলেট থেকে একটি পরিবার জাফলংয়ে বেড়াতে আসেন। এ সময় তাঁদের জাফলং টুরিস্ট স্পটে প্রবেশ করার সময় উপজেলা প্রশাসনের ১০ টাকা টিকিটের কাউন্টারে ফি দেওয়া নিয়ে কথা-কাটাকাটি হয় সেখানে নিযুক্ত স্বেচ্ছাসেবকদের সঙ্গে। এর জের ধরে নারী-পুরুষসহ ৬ পর্যটকের ওপর হামলা চালায় কয়েকজন স্বেচ্ছাসেবক।
স্থানীয় কয়েকজন ব্যক্তি এ সময় সামাজিক যোগাযোগ মাধ্যম এঘটনা ফেসবুকে লাইভ করেন। এতে দেখা যায়, কাউন্টারে থাকা স্বেচ্ছাসেবকেরা লাঠি দিয়ে পর্যটকদের পেটাচ্ছেন। এ সময় তাঁদের আর্তচিৎকারে কয়েকজন পর্যটক এগিয়ে এসে তাঁদের উদ্ধার করে। হামলার সময় স্থানীয় প্রশাসনের লোকজন সেখানে ছিল না।
এঘটনায় জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান কামাল আহমদ বলেন, ‘জাফলং পর্যটন কেন্দ্রে ১০ টাকা টিকিটের জন্য স্বেচ্ছাসেবীরা এ হামলা করেছে। এটা বৃহত্তর জৈন্তাবাসীর জন্য লজ্জার। আমি গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তার অপসারণের দাবি জানাচ্ছি এবং সেই সঙ্গে হামলাকারীদের শুধু গ্রেপ্তার নয় দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। নাহলে বৃহত্তর আন্দোলনের ঘোষণাসহ সিলেট-তামাবিল মহাসড়ক বন্ধ করা হবে।’
কামাল আহমদ বলেন, ‘অবিলম্বে এই অযৌক্তিক টিকিট কাউন্টার বন্ধ করতে হবে। পর্যটন সংশ্লিষ্ট দোকান থেকে অবৈধভাবে ইজারার নামে চাঁদাবাজি বন্ধ করতে হবে।’
এ ব্যাপারে সিলেট জেলা টুরিস্ট পুলিশ ও গোয়াইনঘাট থানা-পুলিশ জানায়, বিষয়টি জানার পর তাঁরা সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছেন। এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার তাহমিলুর রহমান জানান, ‘ঘটনার সঙ্গে জড়িত দুজন স্বেচ্ছাসেবীকে আটক করা হয়েছে এবং তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’
ঘটনার সত্যতা নিশ্চিত করে পার্শ্ববর্তী জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর বলেন, এঘটনায় এরই মধ্যে গোয়াইনঘাট থানা-পুলিশ দুজনকে আটক করেছে।
সাতক্ষীরার ওয়ারী গ্রামে ব্যবসায়ী স্বামীকে শ্বাসরোধে হত্যার পর বুকের ওপর ‘সরি জান, আই লাভ ইউ’ লিখে স্ত্রী আত্মহত্যা করেছেন। আজ শুক্রবার দুপুরে সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের ওয়ারিয়ার পালপাড়ায় একটি ভাড়া বাড়ি থেকে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করেছে।
৬ দিন আগেরাজধানীর উত্তরায় প্রকাশ্যে এক দম্পতিকে কুপিয়ে আহত করার ঘটনায় দায়ের করা হত্যাচেষ্টার মামলায় গ্রেপ্তার আরও ৩ ‘কিশোর গ্যাং’ সদস্যকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজা রিমান্ডে নেওয়ার এ আদেশ দেন।
১৫ দিন আগেরাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় নির্যাতনের শিকার কল্পনা (১৩) সাড়ে তিন মাস চিকিৎসার পর সুস্থ হয়ে বাড়ি ফিরছে। আজ বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) ঢাকা মেডিকেল বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিট থেকে তাঁকে ছাড়পত্র দেওয়া হয়।
০৬ ফেব্রুয়ারি ২০২৫গণহত্যার সংজ্ঞা ও বিচার নিয়ে বিশ্বব্যাপী স্বীকৃত সনদ হলো Genocide Convention বা গণহত্যা সনদ, যা ১৯৪৮ সালে জাতিসংঘ কর্তৃক গৃহীত হয়। এই সনদের আওতায় একটি জাতি, নৃগোষ্ঠী, বর্ণ বা ধর্মীয় গোষ্ঠীকে সম্পূর্ণ বা আংশিক ধ্বংস করার লক্ষ্যে সংঘটিত অপরাধকেই গণহত্যা বলা হয়। এর মধ্যে হত্যা, শারীরিক বা মানসিক ক্ষতি,
০২ ফেব্রুয়ারি ২০২৫