Ajker Patrika

জাফলংয়ে পর্যটকদের ওপর হামলা, ২ স্বেচ্ছাসেবক আটক

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি
আপডেট : ০৫ মে ২০২২, ১৮: ২২
জাফলংয়ে পর্যটকদের ওপর হামলা, ২ স্বেচ্ছাসেবক আটক

সিলেটের জাফলংয়ে পর্যটকদের ওপর হামলা চালিয়েছে উপজেলা প্রশাসনের টোল কাউন্টারের স্বেচ্ছাসেবকেরা। আজ বৃহস্পতিবার দুপুর ২টার দিকে কাউন্টারে ফি দেওয়াকে কেন্দ্র করে পর্যটকদের ওপর এ হামলার ঘটনা ঘটে। এসময় নারী পর্যটকদের ওপরও হামলা করা হয়। 

স্থানীয় ও পর্যটকেরা জানায়, সিলেট থেকে একটি পরিবার জাফলংয়ে বেড়াতে আসেন। এ সময় তাঁদের জাফলং টুরিস্ট স্পটে প্রবেশ করার সময় উপজেলা প্রশাসনের ১০ টাকা টিকিটের কাউন্টারে ফি দেওয়া নিয়ে কথা-কাটাকাটি হয় সেখানে নিযুক্ত স্বেচ্ছাসেবকদের সঙ্গে। এর জের ধরে নারী-পুরুষসহ ৬ পর্যটকের ওপর হামলা চালায় কয়েকজন স্বেচ্ছাসেবক। 

স্থানীয় কয়েকজন ব্যক্তি এ সময় সামাজিক যোগাযোগ মাধ্যম এঘটনা ফেসবুকে লাইভ করেন। এতে দেখা যায়, কাউন্টারে থাকা স্বেচ্ছাসেবকেরা লাঠি দিয়ে পর্যটকদের পেটাচ্ছেন। এ সময় তাঁদের আর্তচিৎকারে কয়েকজন পর্যটক এগিয়ে এসে তাঁদের উদ্ধার করে। হামলার সময় স্থানীয় প্রশাসনের লোকজন সেখানে ছিল না। 

এঘটনায় জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান কামাল আহমদ বলেন, ‘জাফলং পর্যটন কেন্দ্রে ১০ টাকা টিকিটের জন্য স্বেচ্ছাসেবীরা এ হামলা করেছে। এটা বৃহত্তর জৈন্তাবাসীর জন্য লজ্জার। আমি গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তার অপসারণের দাবি জানাচ্ছি এবং সেই সঙ্গে হামলাকারীদের শুধু গ্রেপ্তার নয় দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। নাহলে বৃহত্তর আন্দোলনের ঘোষণাসহ সিলেট-তামাবিল মহাসড়ক বন্ধ করা হবে।’ 

কামাল আহমদ বলেন, ‘অবিলম্বে এই অযৌক্তিক টিকিট কাউন্টার বন্ধ করতে হবে। পর্যটন সংশ্লিষ্ট দোকান থেকে অবৈধভাবে ইজারার নামে চাঁদাবাজি বন্ধ করতে হবে।’ 

এ ব্যাপারে সিলেট জেলা টুরিস্ট পুলিশ ও গোয়াইনঘাট থানা-পুলিশ জানায়, বিষয়টি জানার পর তাঁরা সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছেন। এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। 

গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার তাহমিলুর রহমান জানান, ‘ঘটনার সঙ্গে জড়িত দুজন স্বেচ্ছাসেবীকে আটক করা হয়েছে এবং তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’ 

ঘটনার সত্যতা নিশ্চিত করে পার্শ্ববর্তী জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর বলেন, এঘটনায় এরই মধ্যে গোয়াইনঘাট থানা-পুলিশ দুজনকে আটক করেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিশ্ববিদ্যালয় ঘোষণা হলেই মেয়াদ শেষ নতুন পরিচালনা কমিটির

‘মবের হাত থেকে বাঁচাতে’ পলকের বাড়ি হয়ে গেল অস্থায়ী পুলিশ ক্যাম্প

ভ্যানিটি ব্যাগ ধরে টান, সন্তানসহ ছিটকে পড়তেই তরুণীর গালে ছুরিকাঘাত

এনসিপিকে চাঁদা দিচ্ছেন ধনীরা, ক্রাউডফান্ডিং করেও অর্থ সংগ্রহ করা হবে: নাহিদ ইসলাম

আ. লীগ নির্বাচনে অংশ নেবে কি না, তারাই সিদ্ধান্ত নেবে: বিবিসিকে প্রধান উপদেষ্টা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত