Ajker Patrika

শতভাগ বিশুদ্ধ পানির ৮০ ভাগ নলকূপ অচল

  • সুফল মিলছে না সাবেক মন্ত্রীর কোটি টাকার প্রকল্পের।
  • যেনতেনভাবে স্থাপন করে কর্মকর্তা ও ঠিকাদারের টাকা আত্মসাতের অভিযোগ।
জুয়েল আহমদ, জগন্নাথপুর (সুনামগঞ্জ)
আপডেট : ১৭ মার্চ ২০২৫, ০৭: ৫১
অকেজো হয়ে পড়েছে অধিকাংশ নলকূপ। তাই নলকূপের ভেতরে পানি ঢেলে পানি তোলার চেষ্টা করছেন এক বৃদ্ধা। সম্প্রতি সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর এলাকায়। ছবি: আজকের পত্রিকা
অকেজো হয়ে পড়েছে অধিকাংশ নলকূপ। তাই নলকূপের ভেতরে পানি ঢেলে পানি তোলার চেষ্টা করছেন এক বৃদ্ধা। সম্প্রতি সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর এলাকায়। ছবি: আজকের পত্রিকা

শতভাগ বিশুদ্ধ পানি নিশ্চিতের জন্য আওয়ামী লীগ সরকারের আমলে সুনামগঞ্জের দুই উপজেলায় কোটি টাকা ব্যয়ে নলকূপ স্থাপন করা হয়। কিন্তু দুই বছর যেতে না যেতেই সুফল মিলছে না প্রকল্পের। যেনতেনভাবে নলকূপ স্থাপন করে ক্ষমতাসীন দলের ঠিকাদার ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা এ প্রকল্পের টাকা লুটপাট করেন বলে অভিযোগ রয়েছে।

ভুক্তভোগীদের অভিযোগ, যেনতেনভাবে কম গভীরতায় স্থাপন করায় এসব নলকূপ থেকে এখন পানি উঠছে না। তবে কর্তৃপক্ষের দাবি, পানির স্তর নিচে নেমে যাওয়ায় অধিকাংশ নলকূপ অকেজো হয়ে পড়েছে। এদিকে উপজেলাজুড়ে পানির জন্য হাহাকার দেখা দিয়েছে। বিত্তবানেরা গভীর নলকূপ (ডিপ টিউবওয়েল) স্থাপন করে সমস্যা সমাধানের পথ খুঁজলেও বিপাকে পড়েছে অধিকাংশ সাধারণ পরিবার।

জানা গেছে, আওয়ামী লীগ সরকারের সময় সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনের সংসদ সদস্য ও তৎকালীন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান শুধু তাঁর নির্বাচনী এলাকায় শতভাগ বিশুদ্ধ পানি ও স্বাস্থ্যসম্মত স্যানিটারি ল্যাট্রিন স্থাপনের জন্য অগ্রাধিকার ভিত্তিতে একটি প্রকল্প গ্রহণ করেন। কোটি টাকা বরাদ্দের ওই প্রকল্প জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ২০১৯ সালের এপ্রিল থেকে কাজ শুরু করা হয়, যা শেষ হয় ২০২৩ সালের ডিসেম্বর মাসে।

প্রকল্পের তথ্য অনুযায়ী, জগন্নাথপুর উপজেলায় ২৫০০টি এবং শান্তিগঞ্জ উপজেলায় ৩৩৫০ নলকূপ বসানো হয়। এ ছাড়া প্রকল্পের মাধ্যমে জগন্নাথপুরে ৪ হাজার ৮৮০টি রিং ল্যাট্রিন এবং শান্তিগঞ্জে ৩ হাজার ৯৫০টি রিং ল্যাট্রিন বসানো হয়। প্রতি ৫ পরিবারের জন্য একটি নলকূপ স্থাপনের জন্য ফি নেওয়া হয় ৭ হাজার ১০০ টাকা। তবে স্বাস্থ্যসম্মত রিং ল্যাট্রিনের জন্য নেওয়া হয়নি কোনো ফি। ফলে হতদরিদ্র উপকারভোগীদের মধ্যে বিশুদ্ধ পানি ও স্বাস্থ্যসম্মত ল্যাট্রিনের অভাব অনেকটা দূর হয়। কিন্তু কিছুদিন যেতে না যেতেই নলকূপ থেকে পানি না ওঠায় তাদের মধ্যে হতাশার সৃষ্টি হয়।

জগন্নাথপুর পৌরসভার মইনপুর এলাকার সমেলা বেগম বলেন, নলকূপ বসানোর পর থেকেই পানি থাকে না। পানি দিয়ে পানি তুলতে হয়। রোজার মাসে সেহরির সময় পানি তুলতে অনেক কষ্ট হয়।

উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের দাসনোওয়াগাঁও গ্রামের গুনেন্দু কুমার দাস বলেন, ‘হাওরের মানুষ হিসেবে বিশুদ্ধ পানির জন্য খুব দুর্ভোগে ছিলাম। একটি নলকূপ সেই দুর্ভোগ লাঘব করেছিল। কিন্তু দুর্ভাগ্য, এখন সেই নলকূপ থেকে পানি উঠছে না।’

রানীগঞ্জ ইউনিয়নের হরিণাকান্দি গ্রামের আকিল মিয়া বলেন, এক বছর যেতে না যেতেই নলকূপ থেকে পানি না ওঠায় আবারও বাধ্য হয়ে খাল-বিল-নদীর পানি খেতে হচ্ছে। একই গ্রামের বাসিন্দা রাখাল দাস বলেন, ‘আমাদের মন্দিরে যেনতেনভাবে নলকূপ স্থাপন করায় এক দিনের জন্য পানি পাইনি। বিষয়টি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর জগন্নাথপুর কার্যালয়ের কর্মকর্তাকে জানিয়েও সুফল মিলছে না।’

জানতে চাইলে জগন্নাথপুর উপজেলা নাগরিক অধিকার সংরক্ষণ পরিষদের আহ্বায়ক এম এ কাদির বলেন, ‘ঢাকঢোল পিটিয়ে শতভাগ বিশুদ্ধ পানি ও স্বাস্থ্যসম্মত স্যানিটারি ল্যাট্রিন স্থাপন প্রকল্প গ্রহণ করা হয়। কিন্তু যেনতেনভাবে নলকূপ স্থাপন করে টাকা লুটপাট করায় এখন সুফল মিলছে না। বিষয়টি খতিয়ে দেখার দাবি জানাচ্ছি।’

এ বিষয়ে জগন্নাথপুর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী (অতিরিক্ত দায়িত্ব) মিজানুর রহমান বলেন, বর্তমানে অধিকাংশ এলাকায় পানির স্তর নিচে নেমে গেছে, ফলে পানি উঠছে না। গভীর নলকূপ স্থাপন করে এর সমাধান করতে হবে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ওই প্রকল্পে যেনতেনভাবে নলকূপ স্থাপনের বিষয়ে আমি কিছুই জানি না। আমি অল্প কিছুদিন ধরে এই উপজেলায় অতিরিক্ত দায়িত্ব পালন করছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তৃতীয় বিশ্বের নেতা হওয়ার পথে দিল্লির বাধা চীনের উত্থান: ভারতীয় সেনাপ্রধান

আসামির জবানবন্দি: মাগুরার শিশুটির গলায় ওড়না পেঁচিয়ে ধর্ষণ করা হয়

ইউএনওর ফেসবুক পেজ হ্যাক করে পোস্ট, ‘করলাম না এই প্রশাসনের চাকরি’

মামলা করতে যাওয়া নারীর কাছ থেকে টাকা ‘কেড়ে নিলেন’ এসআই

ধর্ষণবিরোধী বিক্ষোভে হাতাহাতি: ১২ ছাত্রনেতার বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তারচেষ্টার নিন্দা মির্জা ফখরুলের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত