Ajker Patrika

এফবিআইয়ের পাতা ফাঁদে পা দিয়ে বিশ্বব্যাপী গ্রেপ্তার কয়েক শ অপরাধী

অনলাইন ডেস্ক
আপডেট : ০৯ জুন ২০২১, ১০: ২৯
এফবিআইয়ের পাতা ফাঁদে পা দিয়ে বিশ্বব্যাপী গ্রেপ্তার কয়েক শ অপরাধী

ঢাকা: মেসেজিং অ্যাপ ব্যবহার করে বিশ্বজুড়ে আট শতাধিক সন্দেহভাজন অপরাধীকে গ্রেপ্তার করেছে মার্কিন গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)। অস্ট্রেলিয়া পুলিশ ও মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই এনক্রিপ্টেড মেসেজ পড়ে এই অপরাধীদের ধরেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, `অপারেশন ট্রোজান শিল্ড' নামে অভিযানটি পরিচালনা করছে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআই। অ্যানোম অ্যাপের মাধ্যমে এই অভিযান অস্ট্রেলিয়া পুলিশ ও মার্কিন গোয়েন্দা সংস্থা যৌথভাবে পরিচালনা করে। অ্যাপটির মাধ্যমে চোরাচালান, মাদক ও অর্থ পাচার এবং হত্যার মতো অপরাধ সম্পর্কিত চ্যাটগুলো পর্যবেক্ষণ করতে থাকে মার্কিন ও অস্ট্রেলিয়ান গোয়েন্দারা। পরে সন্দেহভাজন অপরাধীদের ১৮টি দেশ থেকে গ্রেপ্তার করা হয়।

বিবিসির প্রতিবেদনে আরও বলা হয়, আইন প্রয়োগকারী বিভিন্ন সংস্থা প্রচলিত কিছু ম্যাসেজিং অ্যাপ বন্ধ করে দেওয়ায় অপরাধী চক্রগুলো নতুন এবং নিরাপদ ফোনের সন্ধানে ছিল। এরই সুযোগ নিয়ে এফবিআই তাদের গুপ্তচরদের মাধ্যমে অ্যানম অ্যাপটি ইনস্টল করা আছে এমন মোবাইল ফোন অপরাধীদের মধ্যে গোপনে ছড়িয়ে দেয়।

কর্মকর্তারা জানান, এই অভিযানের লক্ষ্য যারা ছিল, তাদের মধ্যে আছে মাদক পাচারকারী চক্র ও মাফিয়ার সঙ্গে যুক্ত লোকেরা।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, অভিযানে ১৪ কোটি ৮০ লাখ ডলার জব্দ এবং কয়েক টন মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।

কর্মকর্তারা জানিয়েছেন, বৈশ্বিক মাদক বাণিজ্যে জড়িত অস্ট্রেলিয়া, এশিয়া, দক্ষিণ আমেরিকা ও মধ্যপ্রাচ্যের অপরাধীদের ধরছে অস্ট্রেলীয় পুলিশ ও যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা (এফবিআই)। সমন্বিত এই বৈশ্বিক অভিযানকে সাম্প্রতিক সময়ে অন্যতম বড় পরিসরের অভিযান বলে ধারণা করা হচ্ছে। 

এই অভিযান শেষ হওয়ার পর অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন বলেছেন, সারা বিশ্বের সংগঠিত অপরাধ চক্রের বিরুদ্ধে তাঁরা এক বড় আঘাত হানতে সক্ষম হয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আমিনুল ইসলাম নন, শিক্ষা উপদেষ্টা হচ্ছেন অধ্যাপক আবরার

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোঁড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

বসুন্ধরায় ছিনতাইকারী সন্দেহে ২ বিদেশি নাগরিককে মারধর

উপদেষ্টা হচ্ছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত